পল্লী বিদ্যুৎ ব্যবহারকারী ছাড়া বাংলাদেশের প্রায় সব জায়গায় সকল গ্রাহককে প্রিপেইড মিটার ব্যবহার করার জন্য আদেশ দেওয়া হয়েছে। আদেশটি অনেকাংশে বাস্তবায়ন হয়ে গিয়েছে। আমরা অনেকেই এখন ডিজিটাল মিটার বা প্রিপেইড মিটার ব্যবহার করছি।
প্রিপেইড মিটারের একটি সুবিধা হচ্ছে যে এখানে মাসিক বিদ্যুৎ বিলের কোন মাথা ব্যথা নেই। আপনি নিজের বাড়িতে বসে নিজের মিটারে টাকা রিচার্জ করতে পারবেন। আর যতদিন আপনার মিটারের ব্যালেন্স থাকবে আপনার বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে।
Read More : সকল প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার – NESCO, DESCO, BPDB
অনেকে প্রিপেইড মিটার রিচার্জ করতে গিয়ে একটি সমস্যার সম্মুখীন হন। তারা বলেন প্রিপেইড মিটার রিচার্জ হচ্ছে না। আজকে এই সমস্যার সমাধান জানিয়ে দেবো। তাছাড়া প্রিপেইড মিটার কিভাবে রিচার্জ করতে হয় সেটা না জানলে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম জেনে আসুন।
আমার দেওয়া পোস্টার লিংকে গিয়ে রিচার্জের নিয়ম জেনে আসুন। সেখানে প্রতিটি ধাপ ছবির সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী রিচার্জ করুন আপনার মিটার ১০০% রিচার্জ হবে। তবুও প্রিপেইড মিটার রিচার্জ না হলে নিচের সমাধান দেখে নিন।
জানুন কেন আপনার প্রিপেইড মিটার রিচার্জ হচ্ছে না
আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী নিজের প্রিপেইড মিটার রিচার্জ করেছেন এবং আপনার প্রিপেইড মিটার রিচার্জ হচ্ছে না। তাহলে আপনি কোন জায়গায় কোন ছোট ভুল করেছেন। অনেক সময় দেখা যায় প্রিপেইড মিটার রিচার্জ করার পর প্রায় একদিন সময় লাগে টাকা মিটারে ঢুকতে।
তবে কিছু কিছু ক্ষেত্রে এটি ব্যতিক্রম দেখা যায়। রিচার্জ করার সাথে সাথেই মিটারের টাকা ঢুকে যায়। এক্ষেত্রে আপনি যা করবেন।
- ১২ ঘন্টা অপেক্ষা করুন আপনার রিচার্জের টাকা মিটারে নিজেই ঢুকে যেতে পারে।
- যেখান থেকে মিটার রিচার্জ করেছেন তার কাছে জিজ্ঞেস করুন “পে বিল” সফল হয়েছিল কি না?
- যদি সকল কিছু ঠিক থাকে তাহলে আপনার নাম্বারে ২০ ডিজিটের টোকেন চলে আসবে। অথবা, চলে এসেছে।
- আপনাকে মিটারে টোকেন প্রবেশ করাতে হবে।
- নিজের মিটারের ঢাকনা খুলুন।
- এরপর ২০ ডিজিটের টোকেন টি সেখানে লিখুন।
- নিচে থাকা নীল রঙের “ইন্টার” বাটনে চাপ দিন। (নেস্কো কোম্পানির মিটারের কথা বলছি। ভিন্ন কোম্পানির ক্ষেত্রে বাটন ভিন্ন থাকতে পারে )
- এরপর দেখুন মিটারের স্ক্রিনে ব্যালেন্স কত দেখাচ্ছে।
- টাকা ঢুকলে মিটারের স্ক্রিনে ব্যালেন্স দেখা যাবে।
Read More : অনলাইনে NESCO প্রিপেইড বিল চেক করার নিয়ম – ব্যালেন্স ও খরচ
প্রিপেইড মিটার রিচার্জের টোকেন হারিয়ে গেলে বা ডিলিট হয়ে গেলে করণীয়
এতদ্বারা আমরা জেনে গিয়েছি যে, অনেক সময় মিটারে রিচার্জ করা সাথে সাথে মিটারে টাকা ঢুকে না। এর জন্য রিচার্জ করার পর মোবাইল নাম্বারের মেসেজে যে টোকেন পাঠানো হয় সেটি মিটারে ঢুকাতে হবে।
তবে সমস্যা হচ্ছে আপনি যদি সে মেসেজটি ডিলিট করে দিয়েছেন অথবা, আপনি টোকেনটি রিসিভ করতে পারেননি। তাহলে এখন কি করবেন? চিন্তার কোন বিষয় নেই এরও সমাধান রয়েছে।
আমি নেস্কো কোম্পানির টোকেন কিভাবে পুনরুদ্ধার করবেন সেটি জানিয়ে দিচ্ছি। অন্যান্য মিটারের ক্ষেত্রেও পদ্ধতি প্রায় একই। নিচের ধাপ গুলো অনুসরণ করুন আপনি নিজের টোকেন পুনরুদ্ধার করতে পারবেন।
- এই লিংকে https://prepaid.nesco.gov.bd/index.php ক্লিক করে নেস্কোর ওয়েবসাইটে প্রবেশ করুন।
- সেখানে নিজের মিটার নাম্বার দিয়ে লগইন করুন। (ক্যাপচা পূরণ করা আবশ্যক)
- লগইন করার পর “রিচার্জ হিস্ট্রি দেখুন” নামক অপশনে ক্লিক করুন।
- পেজ নিচের দিকে স্ক্রল করুন।
- আপনার সামনে আপনার মিটারের রিচার্জ হিস্ট্রি চলে আসবে।
- সম্প্রতি যত তারিখে মিটার রিচার্জ করেছিলেন এবং টোকেন হারিয়ে গেছে সে তারিখটি খুজুন।
- “টোকেন নম্বর” অপশনে আপনার হারিয়ে যাওয়া সেই ২০ ডিজিটের টোকেন দেখতে পাবেন।
- সেখান থেকে টোকেন কপি করুন। অথবা, খাতায় লেখে কিংবা দেখে দেখে মিটারে টোকেনটি বসিয়ে দিন।
- আপনার মিটারে রিচার্জ করা টাকা ঢুকে যাবে।
- টাকা ঢুকেছে কি না নিশ্চিত করতে নিজের মিটার ব্যালেন্স পর্যবেক্ষণ করুন।
Read More : প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক করার ২টি নিয়ম
প্রিপেইড মিটার সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায়?
প্রিপেইড মিটার রিচার্জ করার ক্ষেত্রে কিছু জিনিস জেনে রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে প্রিপেইড মিটারে সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায় এর ব্যাপারে জেনে রাখতে হবে।
আমরা সকলেই জানি প্রতিমাসে আমাদের রিচার্জ করা টাকা থেকে প্রিপেইড মিটার কিছু ট্যাক্স, ডিমান্ড চার্জ ও নিজের মিটার ভাড়া কেটে নেয়। এই খরচ বাবদ হিসাব করে আমাদেরকে নিজের মিটারের টাকা ভরতে হবে। যেমন কিছু নিয়ম রয়েছে।
- শূন্য ব্যালেন্সে মাসে প্রথমবার মিটার রিচার্জ করলে সর্বনিম্ন ২২০ টাকা রিচার্জ করতে হবে।
- প্রতিমাসের মিটার ভাড়া ৪০ টাকা, ২ কিলোওয়াট ডিমান্ড চার্জ ৭০ টাকা ও ভ্যাটসহ আপনাকে সর্বনিম্ন ১০০ টাকা রিচার্জ করতে হয়।
- এ সকল টাকা যোগ করলে মোট ২২০ টাকার মতো হয়ে যায়।
- আপনি যদি মাসিক সব খরচ দিয়ে দিয়েছেন। বা আপনার মিটার থেকে মাসিক খরচ কেটে নেয়া হয়েছে তাহলে আপনি সর্বনিম্ন ১০০ টাকা রিচার্জ করতে পারবেন।
- অর্থাৎ মাসে দ্বিতীয়বার রিচার্জ করার ক্ষেত্রে সর্বনিম্ন ১০০ টাকা রিচার্জ করা যাবে।
FAQ
Desco প্রিপেইড সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায়?
শূন্য ব্যালেন্সে মাসে প্রথমবার রিচার্জ করলে Desco প্রিপেইড সর্বনিম্ন ২২০ টাকা রিচার্জ করা যায়। আর মাসে দ্বিতীয়বার কিংবা মিটারে ব্যালেন্স থাকলে সর্বনিম্ন ১০০ টাকা রিচার্জ করা যায়।
প্রিপেইড মিটার চার্জ কত?
প্রিপেইড মিটার চার্জ কোম্পানি ভেদে ভিন্ন হতে পারে। তবে স্বাভাবিকভাবে প্রিপেইড মিটার চার্জ ৪০ টাকা। আপনার প্রিপেইড মিটার কোম্পানির ড্যাশবোর্ডে নিজের মিটার নাম্বার দিয়ে লগইন করলে “মিটার রেন্ট (টাকা)” নামের অপশনে নিজের প্রিপেইড মিটার চার্জ কত সেটি দেখতে পারবেন।
কিভাবে প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করব?
কিভাবে প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করার জন্য মিটারে থাকা বড় সবুজ বাটনে ক্লিক করুন। অথবা, নেস্কো মিটার হলে আপনি ‘801’ কোডটি লিখে ইন্টার দিলে নিজের প্রিপেইড মিটারের ব্যালেন্স দেখতে পারবেন। প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করার কোড দেখে আসুন
উপসংহার
আজকের পোস্টে “প্রিপেইড মিটার রিচার্জ হচ্ছে না” এই সমস্যার সমাধান ও প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছে। তাছাড়া আপনার হারিয়ে যাওয়া কিংবা ডিলিট হওয়া টোকেন নাম্বার কিভাবে পুনরুদ্ধার করবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
সাথে প্রিপেইড মিটার সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায় সেটি বলেছি। আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।