প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম – ২টি পদ্ধতি জেনে নিন

ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নে এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যেগে দেশে শতভাগ বিদ্যুৎ এর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। যেখানে বিদ্যুৎ প্রবাহ ও লেনদেন উন্নত করার জন্য প্রতি ঘরে ঘরে ডিজিটাল মিটার স্থাপন করা হয়।

এই ডিজিটাল মিটার অনেকাংশে আমাদের কাছে প্রিপেইড মিটার নাম পরিচিত। যেটি রিচার্জ করতে হয়। যেভাবে আপনি আপনার সিমে ব্যালেন্স রিচার্জ করেন ঠিক সেভাবেই প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে হয়। ব্যালেন্স শেষ হয়ে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে।

Read More : অনলাইনে NESCO প্রিপেইড বিল চেক করার নিয়ম – ব্যালেন্স ও খরচ

পরে আবারো টাকা রিচার্জ করলে সংযোগ ফিরে আসবে। অনেকে রিচার্জের দোকানে গিয়ে প্রিপেইড মিটার রিচার্জ করিয়ে থাকেন। তবে, আমি আজকে শিখিয়ে দিবো নিজের বাড়িতে বসে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

এই নিয়ম জেনে গেলে আপনার কাছে বাটন মোবাইল হোক কিংবা স্মার্ট ফোন হোক দুটি দিয়েই নিজের প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে পারবেন। প্রিপেইড মিটার রিচার্জ করার জন্য যা যা প্রয়োজন –

  1. যেকোনো একটি মোবাইল যার মধ্যে বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং একাউন্ট আছে।
  2. আমি বিকাশ দিয়েই শিখিয়ে দিব।
  3. আপনার বিকাশ একাউন্টে ব্যালান্স থাকতে হবে।
  4. সর্বনিম্ন ১০০ টাকা রিচার্জ করা সম্ভব তাই আপনার বিকাশে কমপক্ষে ১০০ টাকা থাকতে হবে।
  5. বিকাশ একাউন্টের পিন কোড জানা থাকতে হবে।

উপরের জিনিসগুলো থাকলে আপনি বাড়িতে বসেই প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন। যার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন।

Read More : সকল প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার – NESCO, DESCO, BPDB

বিকাশ অ্যাপ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

  • বিকাশ অ্যাপ চালু করুন।
  • পিন কোড দিয়ে লগইন করুন।
  • ড্যাশবোর্ডে “পে বিল” নামক অপশন দেখতে পাবেন। ক্লিক করুন।
  • এরপর “প্রতিষ্ঠান খুঁজুন” অপশনে আপনার মিটার কোম্পানির নাম লিখুন (আমার প্রিপেইড মিটার নেস্কো কোম্পানির নাম লিখছি)। তারপর প্রিপেইড অপশন বাছাই করুন।
  • এখন “কাস্টমার নাম্বারের” জায়গায় নিজের মিটার কনজ্যুমার নম্বর লিখুন এবং “কন্ট্যাক্ট নম্বর” এর জায়গায় নিজের মোবাইল নম্বর দিন যেখানে ‘মিটার টোকেন’ রিসিভ করবেন।
  • পরবর্তী করার পর কত টাকা রিচার্জ করবেন সেটি লিখুন। সর্বনিম্ন ১০০ টাকা রিচার্জ করা যাবে।
  • এরপর সামনের দিকে অগ্রসর হয়ে নিজের পিন কোড ভেরিফাই করে পেমেন্ট করুন।
  • এখন আপনার মিটার রিচার্জ সফল হয়েছে।
  • মিটারে টাকা না ঢুকলে ২০ ডিজিটের টোকেন পাঠানো হবে আপনার নাম্বারে। সেই টোকেন মিটারে বসিয়ে দিন টাকা ঢুকে যাবে।
বিকাশ অ্যাপ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

Read More : প্রিপেইড মিটার রিচার্জ হচ্ছে না? করণীয় জেনে নিন

বাটন মোবাইল বা *247# ডায়াল করে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

  • মোবাইলের “কল” বা ডায়াল অপশনে যান।
  • যে সিমে বিকাশ আছে তাতে *247# লিখে কল করার বোতাম চাপুন।
  • 6 নম্বরে “Pay Bill” লেখা আসবে। রিপ্লে বক্সে ‘6’ লিখে সেন্ড করুন।
  • এরপর 1 নম্বরে “Electricity (Prepaid)” লেখা আসবে। রিপ্লে বক্সে ‘1’ লিখে সেন্ড করুন।
  • এরপর দেখুন আপনার মিটার কোম্পানির নাম কত নম্বরে লেখা আছে। আমার নেস্কো কোম্পানির নাম ‘7’ নম্বরে আছে। রিপ্লে বক্সে সেই নম্বর লিখে সেন্ড করুন।
  • 2 নম্বরে “Make Payment” লেখা আসবে। রিপ্লে বক্সে ‘2’ লিখে সেন্ড করুন।
  • 1 নম্বরে “Input Customer Number” লেখা আসবে। রিপ্লে বক্সে ‘1’ লিখে সেন্ড করুন।
  • এরপর আপনার “Enter Customer Number” এ আপনার মিটার কনজ্যুমার নম্বর লিখে সেন্ড করুন।
  • এরপর আপনার “Enter Contact Number” এ আপনার মোবাইল নাম্বার লিখে সেন্ড করুন।
  • Enter Amount” এ কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটি লিখে সেন্ড করুন।
  • আপনার পিন কোড দিয়ে দিন। সেন্ড বাটনে ক্লিক করুন। ডিজিটাল প্রিপেইড মিটারে টাকা রিচার্জ হয়ে যাবে।
বাটন মোবাইল বা *247# ডায়াল করে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

বাটন মোবাইল বা *247# ডায়াল করে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

Read More : প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক করার ২টি নিয়ম

FAQ

Desco প্রিপেইড সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায়?

Desco প্রিপেইড মিটারসহ সকল প্রিপেইড মিটারে সর্বনিম্ন ১০০ টাকা রিচার্জ করা যায়। তবে বাণিজ্যিক মিটারের ক্ষেত্রে সর্বনিম্ন রিচার্জের পরিমান ৫০০ টাকা। সকল ক্ষেত্রেই নির্দিষ্ট পরিমান ভ্যাট প্রযোজ্য।

কিভাবে প্রিপেইড মিটার লোড করব

আপনি যেকোনো রিচার্জের দোকানে গিয়ে প্রিপেইড মিটার লোড করতে পারবেন। অথবা বাড়িতে বসেই বিকাশের পে বিল অপশন থেকে প্রিপেইড মিটার লোড করতে পারবেন। কিভাবে করতে হয় এই পোস্টে জানিয়ে দেওয়া হয়েছে।

কার্ড মিটার কি?

কার্ড মিটারকে প্রিপেইড মিটার বা ডিজিটাল মিটার বলা হয়। যেখানে প্রত্যেকটি মিটারের জন্য আলাদা আলাদা কার্ড থাকে যার মধ্যে মিটারের নম্বর ও কনজ্যুমার নম্বর লেখা থাকে। এই মিটারে আগে টাকা রিচার্জ করতে হয় ঠিক যেভাবে সিমে টাকা রিচার্জ করি। এরপর যতদিন ব্যালেন্স থাকবে আপনার বিদ্যুৎ চলতে থাকবে। একবার ব্যালেন্স শেষ হলে বিদ্যুৎ চলে যাবে। আবার রিচার্জ করতে হয়।

পল্লী বিদ্যুৎ প্রিপেইড কি?

জি না, পল্লী বিদ্যুৎ প্রিপেইড নয়। পল্লী বিদ্যুৎ এখনো পোস্টপেইড। পল্লী বিদ্যুৎ ব্যবহারকারিদের এখনো মাসিক টাকা পরিশোধ করতে হয়। মাসে যত বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে মাস শেষে ভ্যাটসহ বিলের কাগজ তাদের কাছে পৌঁছে যায়। তাদেরকে বিল পরিশোধ করতে হয়।

উপসংহার

আজকের পোস্টে বিকাশ অ্যাপ ও বাটন মোবাইল বা *247# ডায়াল করে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম আলোচনা করা হয়েছে। একজন সাধারণ মানুষ কিভাবে ঘরে বসে তার প্রিপেইড মিটার রিচার্জ করবে সেটি ছবি ও কথা উভয় মাধ্যমে সূক্ষ্ণভাবে বুঝানো হয়েছে।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment