আমার বয়স কত? বের করার নিয়ম – বয়স বের করার ক্যালকুলেটর ২০২৪

Calculate Your Age To Current Date
Your Birth Date

সকলের জন্যই নিজের সঠিক বয়স জেনে রাখা অত্যন্ত জরুরি করে যারা বয়স্ক ও চাকরি করছেন তাদের জন্য এই বিষয়টি খেয়াল রাখা জরুরী। অপরদিকে স্কুল কলেজে পড়ালেখা করা শিক্ষার্থীদের জন্যও এই বিষয়টি ততটাই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে চাকরি করার জন্য নিজের সিভি প্রস্তুত করি।

যেখানে আমাদেরকে নিজের সঠিক বয়স দিতে হয়। আবার চাকরির সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় নিজের নির্ভুল বয়স ও জন্ম তারিখ জেনে রাখতে হয়। অতঃপর বুঝতে পারলাম প্রায় সকলের জন্যই নিজের সঠিক বয়স জেনে রাখা অনেক জরুরী। তাই আজকে আমি আপনাদের জানিয়ে দেব বয়স বের করার নিয়ম

উপরে আপনারা বয়স বের করার ক্যালকুলেটর দেখতে পেরেছেন। এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি আপনার শতভাগ নির্ভুল বয়স বের করতে পারবেন। এই ক্যালকুলেটরের মাধ্যমে শুধুমাত্র বয়স নয় বরং বয়সের সাথে মাস ও দিন জানতে পারবেন।

Read More : সহজভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা শিখে নিন

অর্থাৎ, আপনার বয়স কত বছর কত মাস ও কতদিন হয়েছে সেটি একবারে জেনে যেতে পারবেন। তাই আশা করছি আপনাদের জন্য এই ক্যালকুলেটরটি অনেক উপকারী হিসেবে গণ্য হবে।

বয়স বের করার ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করবেন?

উপরে দেওয়া ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা নিজের বয়স গণনা করতে পারবেন। আজকের তারিখ পর্যন্ত আপনার বয়স ঠিক কত বছর কত মাস ও কতদিন হয়েছে এটি আপনারা জানতে পারবেন। তবে অনেকেই আছেন যারা এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না।

তাদের উদ্দেশ্যে ক্যালকুলেটরটি ব্যবহার করার নিয়ম জানিয়ে দেব। এই ক্যালকুলেটরটি ব্যবহার করার জন্য আপনাকে তিনটে জিনিস জানা থাকতে হবে। সেই তিনটি জিনিস হচ্ছে –

  1. নিজের জন্মের দিন
  2. জন্মের মাস এবং
  3. জন্মের বছর

উপরের এই তিনটে জিনিস জানা থাকলে আপনি বয়স বের করার ক্যালকুলেটর এর মাধ্যমে নিজের বয়স গণনা করতে পারবেন। আপনারা যদি এই তিনটি জিনিস যারা না থাকে তাহলে দয়া করে নিজের পরিবারের কারো কাছে জেনে নিন অথবা নিজের জন্ম নিবন্ধন সনদ বের করে দেখে নিন। এরপর আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে করতে হবে –

  1. প্রথম ঘরে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। এখান থেকে আপনার জন্মের দিন বাছাই করুন। যেমন : কারো যদি ২৫ তারিখে জন্ম হয়ে থাকে তাহলে সে 25 নম্বর বাছাই করবে।
  2. তারপর পরবর্তী ঘর এর পাশেও ড্রপ ডাউন মেনু দেখতে পারবেন। সেখান ক্লিক করার পর নিজের জন্মের মাস বাছাই করুন।
  3. এরপর শেষ ঘরে নিজের জন্মের বছরটি লিখুন। যেমন : কারো জন্ম যদি ২০০২ সালে হয়ে থাকে তাহলে সে লিখবে 2002।
  4. সকল ঘর পূরণ হয়ে গেলে “Calculate” নামক ঘরে ক্লিক করুন। এরপর আপনার বয়স গণনা হয়ে চলে আসবে। যেখানে আপনার বয়স কত বছর কত মাস ও কত দিন হয়েছে তা দেখতে পারবেন।

উপরে দেওয়া ধাপগুলো অনুসরণ করে সহজে নিজের বয়স হিসেব করতে পারবেন।

Read More : ফেসবুকে ফলোয়ার দেখার উপায় কি? কারা ফলো করেছে জেনে নিন

বয়স বের করার নিয়ম

হাতে কলমেও নিজের বয়স বের করা যায়। এর জন্য তেমন কোন ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে না। তবে এই নিয়মের মাধ্যমে আপনি কেবল নিজের বয়স দেখতে পারবেন তাও বছরে। অর্থাৎ আপনার বয়স কত বছর কেবলমাত্র সেটি জানতে পারবেন। তার সাথে কত মাস ও কতদিন হয়েছে সেটি জানা সম্ভব নয়।

এই নিয়মে বয়স বের করার জন্য আপনাকে দুটি জিনিস জেনে রাখতে হবে। যার মধ্য থেকে একটি হচ্ছে আপনার জন্মের বছর এবং অপরটি হচ্ছে বর্তমান বছর। এই দুইটি জিনিস জানার পর আপনাকে যদি করতে হবে সেটি হচ্ছে – বর্তমান চলাকালীন বছর থেকে নিজের জন্মের বছর বিয়োগ করে দিন। এরপর যে বিয়োগফলটি আসবে সেটিই হচ্ছে আপনার বয়স।

যেমন কারো জন্ম যদি ২০০৪ সালে হয়ে থাকে। তাহলে, বর্তমান ২০২৪ সালে তার বয়স হবে :

গুগোল আমার বয়স কত?

আপনি যদি গুগলকে জিজ্ঞেস করেন যে, গুগোল আমার বয়স কত। তাহলে গুগল আপনাকে কোন উত্তর দিবে না। এর কারণ হচ্ছে গুগল আপনার বয়স জানে না। আর গুগলের কাছে বয়স হিসাব করার তেমন কোনো ক্যালকুলেটর নেই। বয়স হিসাব করার জন্য গুগলকে বয়স হিসাব করার ক্যালকুলেটর প্রয়োজন পড়বে।

তাছাড়াও আপনার জন্ম তারিখ google কে জানা থাকতে হবে। কেবলমাত্র তখনই গুগল আপনার বয়স জানাতে পারবে। তাছাড়া আপনি যদি চান তাহলে আমাদের দেওয়া বয়স হিসাব করার ক্যালকুলেটর ব্যবহার করে নিজের বয়স বের করতে পারবেন। এটি তেমন কোন কঠিন কাজ নয়।

Read More : মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে? দ্রুত চার্জ দেয়ার উপায়

FAQ

ব্যক্তিগত বয়স কিভাবে বের করা যায়?

ব্যক্তিগত বয়স বের করার জন্য চলমান বছর হতে নিজের জন্মের বছর বিয়োগ করতে হয়। এর মাধ্যমে যে বিয়োগফলটি পাওয়া যায় সেটিই হচ্ছে ওই ব্যক্তির বর্তমান ব্যক্তিগত বয়স। যেমন কারো জন্ম যদি ২০০৪ সালে হয়ে থাকে। তাহলে, বর্তমান ২০২৪ সালে তার বয়স হবে ২০ বছর।

ফ্রি অনলাইনে আমার বয়স কত?

ফ্রি অনলাইনে নিজের বয়স আনার জন্য আপনাকে বয়স বের করার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। www.startechbd.xyz এই ওয়েবসাইটে গেলে আপনি ক্যালকুলেটটি পেয়ে যাবেন। অথবা google-এ “বয়স বের করার ক্যালকুলেটর www.startechbd.xyz” লিখে সার্চ দিলে ক্যালকুলেটরটি পেয়ে যাবেন।

চলমান বয়স বলা উচিত নাকি সম্পন্ন বয়স বলা উচিত?

যদি স্বাভাবিকভাবে বিবেচনা করা হয় তাহলে চলমান বয়স বলা ভালো। ধরুন কি আপনার বয়স জানতে চাইলো। আপনি যদি তাকে নিজের বয়স বলেন অমুক বছর অমুক মাস এবং অমুক দিন। তাহলে জিনিসটা কেমন দেখাচ্ছে। আবার অপরদিকে তাকে যদি আপনি সোজাসুজি চলমান বয়স অমন বছর বলেন তাহলে জিনিসটি সুন্দর দেখাচ্ছে।

জন্ম তারিখ ছাড়া বয়স জানার উপায়?

জন্ম তারিখ ছাড়া বয়স জানার তেমন কোন সুস্পষ্ট উপায় নেই। তবে বৈজ্ঞানিকভাবে কিছু কিছু জিনিসের উপর ভিত্তি করে একটি আনুমানিক বয়স হিসাব করা যায়। যেমন : হাড়ের বৃদ্ধি, দাঁতের বৃদ্ধি, শারীরিক পরিবর্তন, শারীরিক উচ্চতা বৃদ্ধি, চুলের রঙ পরিবর্তন, ডিএনএ পরীক্ষা, কার্বন ডেটিং, প্রযুক্তিগত পদ্ধতি ইত্যাদির মাধ্যমে আনুমানিক বয়স হিসাব করা যায়।

উপসংহার

আজকের পোস্টে বয়স বের করার নিয়ম এবং বয়স বের করার ক্যালকুলেটর ২০২৪ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া “গুগোল আমার বয়স কত” একটি লেখার google কেন আপনার বয়স দেখায় না সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

এই বিষয়ের উপর ছোটখাটো কিছু প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment