পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে? এবং পিজি হাসপাতাল লোকেশন

পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (BSMMU) হচ্ছে বাংলাদেশের রাজধানীতে অবস্থিত অনেক বৃহৎ ও সুনামধন্য একটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়। আজকে এই পিজি হাসপাতাল নিয়েই আমাদের মূল আলোচনা।

যারা পিজি হাসপাতাল নিয়ে নানা তথ্য জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আলোচনা ভালোভাবে পড়লে আশা করছি উপকৃত হবেন। বিশেষ করে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে এটি আপনাদের জানিয়ে দেওয়া।

তাছাড়াও পিজি হাসপাতাল লোকেশন ও রোগী দেখানোর বা নিয়ে যাওয়ার সঠিক সময় আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি ধৈর্য সহকারে আমাদের ধারাবাহিক আলোচনা পড়বেন ও উপকৃত হবে।

Read More : পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়ম এবং মোবাইল নাম্বার

পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে

আমরা জানি বাংলাদেশে সরকারি দপ্তরগুলোর সাপ্তাহিক ছুটি ২দিনের হয়ে থাকে। শুক্রবার এবং শনিবার সরকারি দপ্তর ও অফিস আদালতগুলো বন্ধ থাকে। তবে পিজি হাসপাতাল সরকারি হওয়া সত্ত্বেও এটি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো সপ্তাহে ২ দিন বন্ধ থাকে না। পিজি হাসপাতাল শুধুমাত্র শুক্রবারে বন্ধ থাকে

অর্থাৎ সপ্তাহে ১ দিন ছুটি থাকে/বন্ধ থাকে এবং বাকি ৬টা দিনই পুরো দমে এই হাসপাতালটি চলমান থাকে। এছাড়াও সরকারি ছুটির দিনগুলোতেও পিজি হাসপাতাল বন্ধ থাকে। সর্বোপরি বলা যায়, সরকারি ছুটি এবং শুক্রবার বাদে প্রায় প্রতিটি দিনই পিজি হাসপাতাল চালু থাকে।

আপনারা এই দিন বাদে যেকোনো দিন নিজের রোগী নিয়ে যেতে পারবেন। আর সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন। তবে কোন সময় রোগী নিয়ে যাওয়া ভালো। ভিড় কম থাকে। দ্রুত রোগী দেখিয়ে চিকিৎসা নিতে পারবেন এসব বিষয়েও সামনে আলোচনা আসছে।

পিজি হাসপাতাল আউটডোর ডাক্তার ভিসিট কখন শুরু হয়?

পিজি হাসপাতালে ছুটির দিন বাদে প্রতিদিন দুটি সময়ে ডাক্তারেরা আউটডোরে রোগী দেখে থাকেন। একটি হচ্ছে সকালে এবং অপর সময়টি হচ্ছে বিকালে। এই দুটি সময়ে আউটডোরে রোগী দেখাতে পারবেন। রোগী দেখার সময় হচ্ছে –

  1. প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। এবং
  2. বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

উপরক্ত দেওয়ার সময়সূচি অনুযায়ী আপনি রোগী দেখাতে পারবেন ও চিকিৎসা নিতে পারবেন। আউটডোরের রোগী দেখাতে হলে সকাল ১০ টার আগে এসে টিকিট সংগ্রহ করতে হবে এবং বিকেলে রোগী দেখাতে হলে বিকেল ৩ টার আগে এসে টিকিট সংগ্রহ করতে হবে।

Read More : ঢাকা পিজি হাসপাতালের গাইনি ডাক্তারদের তালিকা (BSMMU)

পিজি হাসপাতালে কোন কোন বিভাগে চিকিৎসা প্রদান করা হয়?

  • হেপাটোলজি বিভাগ
  • হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ
  • অর্থোপেডিক সার্জারি বিভাগ
  • কার্ডিওলজি বিভাগ
  • শিশু বিভাগ
  • চক্ষু বিজ্ঞান বিভাগ
  • নিউরোলজি বিভাগ
  • অবস এন্ড গাইনি বিভাগ
  • গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ
  • ইউরোলজি বিভাগ
  • কার্ডিয়াক সার্জারি বিভাগ
  • নেফ্রোলজি বিভাগ
  • নিউরোসার্জারি বিভাগ
  • জেনারেল সার্জারি (সার্জিক্যাল অনকোলজীসহ) বিভাগ

পিজি হাসপাতাল লোকেশন

পিজি হাসপাতাল ঢাকা শাহবাগে অবস্থিত। অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলেই আপনি পিজি হাসপাতালে পৌঁছে যাবেন। এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টিই হচ্ছে পিজি হাসপাতাল। শাহবাগ মোড় হতে পশ্চিম পার্শে গেলেই এই হাসপাতালটি পেয়ে যাবেন। যার পুরো ঠিকানা হচ্ছে – পিজি হাসপাতাল, শাহবাগ রোড, ঢাকা ১০০০।

পিজি হাসপাতাল এর লোকেশন গুগল ম্যাপে দেখুন – https://goo.gl/maps/gQDq6zwojqTwizNY9

রোগী নিয়ে কয়টার দিকে গেলে ভালো হবে?

পিজি হাসপাতাল হচ্ছে ঢাকার অত্যান্ত ব্যস্ততম একটি হাসপাতাল। এখানে প্রতিদিন প্রচুর সংখ্যাক রোগীরা চিকিৎসা নিতে আসেন। অনেকে ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসা নিতে আসেন। আবার অনেকে আউটডোরে ডাক্তার দেখিয়ে নিজের রোগের চিকিৎসা করিয়ে থাকেন।

এখন কথা হচ্ছে আপনি কোন সময় রোগী নিয়ে গেলে সহজে চিকিৎসা নিয়ে আসতে পারবেন। যে সময় ভিড় থাকে না। প্রথমে জেনে রাখুন আপনি যদি ইমার্জেন্সি ওয়ার্ডের জন্য রোগী নিয়ে যাচ্ছেন তবে যেকোনো সময় গেলেই হবে। আর যদি আউটডোরে ডাক্তার দেখানোর জন্য যেতে চাচ্ছেন তবে সবচেয়ে সঠিক সময় হচ্ছে বিকেলের দিকে।

সকালে আউটডোরে প্রচুর পরিমানে রোগীরা থাকেন যার কারণে আপনাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। অনেকে তো সকাল সকাল গিয়ে টিকেট কাটিয়ে আগেভাগে লাইনে দাঁড়িয়ে থাকেন। অপরদিকে বিকেলে তেমন রোগীর চাপ থাকে না বললেই চলে।

৩ টার দিকে আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা অনেক কম থাকে। তাই ৩ টার আগে গিয়ে টিকেট কাটিয়ে আপনি অতি দ্রুত রোগী দেখিয়ে আসতে পারবেন। মনে রাখবেন ৩ টার আগে কেবল টিকেট কাটতে পারবেন। রোগী দেখা শুরু হয় ৩ টার পর।

Read More: জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বন্ধ কবে? ও রোগী দেখার সময়

পিজি হসপিটাল কি বারে বন্ধ থাকে?

পিজি হসপিটাল কেবলমাত্র শুক্রবারে বন্ধ থাকে। এছাড়াও বিভিন্ন সরকারি ছুটিতে এই হাসপাতালটি বন্ধ থাকে। তবে সাপ্তাহিক শুক্রবারে আউটডোরে কার্যক্রম বন্ধ থাকে।

পিজি হাসপাতাল কবে কবে খোলা থাকে?

পিজি হাসপাতাল শুক্রবার ও সরকারি ছুটি বাদে প্রতিটিদিন খোলা থাকে। অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পিজি হাসপাতালের কার্যক্রম চলে। প্রতি কার্যদিবসে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা এবং ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আউটডোরে ডাক্তার রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন।

পিজি হসপিটাল এর পুরো নাম কি?

পিজি হসপিটাল এর পুরো নাম – বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (BSMMU)

PG এর মানে কি?

PG এর মানে হচ্ছে – Post Graduate. যাকে স্নাতকোত্তর বলা হয়। এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শিক্ষায় স্নাতকোত্তর কোর্স প্রদান করা হয়। সাথে হাসপাতাল ও রয়েছে যেখানে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। সারা দেশ থেকে চিকিৎসা করানোর উদ্দেশ্যে রোগীরা এই হাসপাতালে আসেন। সেই থেকেই লোকজন এই হাসপাতালকে পিজি হাসপাতাল ডাকেন।

উপসংহার

আজকে পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়া পিজি হাসপাতাল লোকেশন জানানো হয়েছে। অতিরিক্তভাবে পিজি হাসপাতালে কোন কোন বিভাগে চিকিৎসা প্রদান করা হয় আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment