আমি তোমাকে ভালোবাসি Translate in Korean

আমি তোমাকে ভালোবাসি বাক্যটি কতই না সুন্দর। দুন্দর কেন হবে না, যেখানে এই বাক্যটি কেবলমাত্র প্রিয় মানুষদেরকেই বলা হয়। সে প্রিয় মানুষের তালিকায় থাকতে পারে প্রিয়জন, স্বামী/স্ত্রী, মা-বাবা, ভাই-বোন আরো অনেকে।

এই সকল কাছের মানুষদেরকে ভালোবাসা বলে বুঝানোর জন্য কেবল এই একটি বাক্যই আছে। আবার অনেকে আছেন যারা নতুন নতুন ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে চান। তারা চান তাদের প্রিয় মানুষকে ভিন্ন একটি ভাষায় নিজের ভালোবাসা জানানো।

তাদের মধ্যে অনেকেই “আমি তোমাকে ভালোবাসি” এই বাক্যটি কোরিয়ান ভাষায় বলতে চান। তাই আপনাদের জন্য আমি তোমাকে ভালোবাসি Translate in Korean language আজকে করে দিবো। এছাড়াও কোরিয়ান ভাষায় এই বাক্যটির খুঁটিনাটি আপনাদের মাঝে তুলে ধরবো।

আমি একজন কোরিয়ান ভাষার শিক্ষার্থী হওয়ায় এই ভাষার উপর আমার যথেষ্ট জ্ঞান ও দক্ষতা রয়েছে। কাজেই এই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিতে পারবো।

Read More : সুইজারল্যান্ড দেশটি কেমন | সুইজারল্যান্ড কিসের জন্য বিখ্যাত

আমি তোমাকে ভালোবাসি Translate in Korean

আমি তোমাকে ভালোবাসি Translate in Korean হবে “사랑해요“। যার বাংলা উচ্চারণ “সারাংহেও“। আপনারা উক্ত বাক্যটি বলার মাধ্যমে কোরিয়ান ভাষায় আপনার পছন্দের মানুষকে মনের কথা প্রকাশ করতে পারেন। অথবা লেখাটি কপি পেস্ট করে ফরওয়ার্ড করে দিতে পারেন।

কোরিয়ান ভাষা তুমি কেমন আছো?

কোরিয়ান ভাষা ‘তুমি কেমন আছো’ এই বাক্যকে এভাবে বলা হয়, “어떻게 지내세요” যার বাংলা উচ্চারণ হবে অত্যক্ষে জিনেসেও। এই কোরিয়ান বাক্যের মধ্যে দুটি শব্দ আছে। শব্দ দুটি হচ্ছে

어떻게 (অত্যক্ষে) এবং 지내다 (ঝিনেদা) একত্রিত করে এর শেষে “세요” (সেও) যুক্ত করা হয়েছে। কোরিয়ান ভাষায় কারো সাথে সম্মানের সাথে কথা বলতে বাক্যের শেষে “세요” (সেও) যুক্ত করা হয়। এখানে শব্দ দুটির অর্থ একত্রে মিলিত হয়ে দাঁড়ায় “কিভাবে থাকছেন” অথবা “কিভাবে অতিক্রম করছেন”।

যেটি বোঝার অর্থে দাঁড়ায়, ‘আপনি কিভাবে দিনকাল কাটাচ্ছেন’ অথবা, ‘আপনার দিনকাল কেমন যাচ্ছে’। আপনি কেমন আছেন এটি হচ্ছে এর কোরিয়ান বাক্য।

দক্ষিণ কোরিয়ার ভাষার নাম কি?

দক্ষিণ কোরিয়ার ভাষাকে “한국어” (হানগুগো) বলা হয়। তবে আমাদের দেশে এই ভাষাকে সাধারণত কোরিয়ান ভাষা বলে আখ্যায়িত করা হয়। কিন্তু আসল অর্থে এই ভাষার নাম হচ্ছে “হানগুগো”। এ ভাষা লেখা ও পড়ার জন্য যে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ গুলি ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় “হানগুল”।

হানগুল হচ্ছে কোরিয়ার ভাষার বর্ণ। এগুলো ঠিক সেভাবেই ব্যবহার করা হয় যেভাবে আমাদের বাংলা ভাষায় ক, খ এবং অ, আ রয়েছে।

Read More : সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগবে? যাওয়ার উপায় ও কাজের চাহিদা

কোরিয়ান ভাষা কোন কোন দেশের ভাষা?

পৃথিবীতে কোরিয়া নামের দুটি দেশ রয়েছে। একটি হচ্ছে উত্তর কোরিয়া অপরটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। দুটি দেশের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক না থাকা সত্ত্বেও এরা পরস্পর প্রতিবেশী দেশ। এমনকি উত্তর কোরিয়ার সাথে পৃথিবীর অন্যান্য দেশেরও ভালো সম্পর্ক নেই।

তবে মজার বিষয় হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই একই ভাষা ব্যবহার করা হয়। কেবলমাত্র ভাষা নয় দুটি দেশের সংস্কৃতি, আচার-আচরণও একই রকম। তবে একদিকে দক্ষিণ কোরিয়া পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি এবং অত্যন্ত সমৃদ্ধ ও বন্ধু সুলভ।

কিন্তু অপরদিকে উত্তর কোরিয়া পুরোপুরি এর বিপরীত অবস্থানে রয়েছে। তবে উভয় দেশে একই ভাষা ব্যবহার করা হয়, কথা বলা হয় ও লেখালেখিও একই ভাষায় হয়ে থাকে।

উপসংহার

আজকে আমি তোমাকে ভালোবাসি Translate in Korean আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোরিয়ান ভাষা নিয়ে অনেক তথ্য জানানো হয়েছে। অতিরিক্তভাবে কোরিয়ান ভাষা তুমি কেমন আছো আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment