5 Fingers name in Bengali | Name of 5 Fingers | ৫ আঙুলের নাম

আজকের আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে হাতের ৫ আঙ্গুলের নাম। অনেকে আছেন যারা হাতের ৫ আঙ্গুলের নাম জানেন না। অথবা জানলেও কেবলমাত্র বুড়ো আঙ্গুল ও কনিষ্ঠা আঙ্গুলের নাম জানেন। কেননা এই দুইটি আঙ্গুল সবচেয়ে ছোট সাইজের এবং মানুষ বেশি ব্যবহার করে।

তাছাড়াও এগুলোর নাম মনে রাখা সহজ হওয়ার কারনে অনেকেই শুধু এই দুইটি আঙ্গুলের নাম জানেন। যাই হোক আমাদের আলোচনার বিষয় হচ্ছে “5 Fingers name in Bengali” আপনাদেরকে জানিয়ে দেওয়া। চলুন এবার আলোচনার দিকে অগ্রসর হওয়া যাক।

Read More : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ ১০০, ২০০ এবং ২৫০ শব্দে

5 Fingers name in Bengali | ৫ আঙুলের নাম

প্রত্যেক মানুষের দুই হাতে পাঁচটি করে মোট ১০ টি আঙ্গুল রয়েছে। এক হাতের পাঁচটি আঙ্গুল অপর হাতের পাঁচটি আঙ্গুলের সমান। তাই যেকোনো একটি হাতের আঙ্গুলের নাম জানলে অপর হাতের আঙ্গুলের নাম একই হবে।

আমরা যেকোনো একটি হাতের আঙ্গুলের নাম জেনে নিই। তার জন্য সর্বপ্রথম মনে রাখতে হবে হাতের পাঁচ আঙ্গুল সমান নয়। প্রত্যেক আঙ্গুলের আকৃতি ও সাইজ একটু ভিন্ন। হাতের ৫ আঙ্গুলের নাম হচ্ছে –

  1. বুড়ো আঙ্গুল (Big Finger/Thumb Finger)
  2. তর্জনী আঙ্গুল (Index Finger)
  3. মধ্যমা আঙ্গুল (Middle Finger)
  4. অনামিকা আঙ্গুল এবং (Ring Finger)
  5. কনিষ্ঠা আঙ্গুল (Little Finger)

উপরে হাতের পাঁচটি আঙ্গুলের নাম আলোচনা করা হয়েছে। এই আঙ্গুলের নামগুলো বুড়ো আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠা আঙ্গুল পর্যন্ত উপস্থাপন করা হয়েছে। আশা করি এবার আঙ্গুলগুলো তাদের নাম সহ চিনতে পেরেছেন।

5 Fingers name in Bengali
5 Fingers name in Bengali

Read More : ক্ষুদে গল্প লেখার নিয়ম কি? ৯ টি নিয়ম জেনে ১০ নম্বর তুলুন

তবে যদি বুঝতে কষ্ট হয় তাহলে উপরে দেওয়া ছবিটি অনুসরণ করুন এবং নামগুলো জেনে নিন। প্রত্যেকটি আঙ্গুলের নামের পাশে ইংরেজিতে তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে, কেউ যদি আঙ্গুলের ইংরেজি নাম জেনে থাকেন। তাহলে বাংলা নাম জানা তার জন্য আরও সহজ হয়ে যাবে।

হাতের সবচেয়ে ছোট আঙ্গুল কে কনিষ্ঠ আঙ্গুল বলা হয়। অর্থাৎ হাতের কিনারার দিকে যে ছোট এবং পাতলা আঙ্গুলটি রয়েছে তাকে কনিষ্ঠ আঙ্গুল বলা হয়। তাছাড়া হাতের দ্বিতীয় সবচেয়ে ছোট এবং সবচেয়ে মোটা আঙ্গুলটি হচ্ছে বুড়ো আঙ্গুল।

এরপর হাতের মধ্যখানের আঙ্গুলটিকে বলা হয় মধ্যমা আংগুল। মধ্যমা আঙ্গুলটি হাতের সবচেয়ে বড় আঙ্গুল হয়ে থাকে। আর মধ্যমা এবং বুড়ো আঙ্গুলের মাঝখানে যে আঙ্গুলটি রয়েছে সেটিকে তর্জনী আঙ্গুল বলে।

অপরদিকে মধ্যমা আঙ্গুল এবং কনিষ্ঠা আঙ্গুলের মাঝখানে যে আঙ্গুলটি রয়েছে সেটিকে অনামিকা আঙ্গুল বলে। আশা করি এখন আঙ্গুলগুলো তাদের নামসহ চিনতে পেরেছেন।

চিকিৎসাবিজ্ঞানে হাতের পাঁচ আঙ্গুলের নাম কি?

আপনারা জেনে অবাক হবেন যে, চিকিৎসা বিজ্ঞানে হাতের পাঁচ আঙ্গুল কে তাদের নাম অনুযায়ী মনে রাখা হয় না। অর্থাৎ কোন আঙ্গুলের আলাদা আলাদা নাম রাখা হয় না। তাহলে কিভাবে তারা আলাদা আলাদা আঙ্গুল কে চিহ্নিত করে?

চিকিৎসা বিজ্ঞানে প্রত্যেকটি আঙ্গুল কে আলাদা আলাদা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী হাতের পাঁচ আঙ্গুলের চিহ্নিত সংখ্যা হচ্ছে –

আঙুলের নামচিকিৎসাবিজ্ঞানে চিহ্নিত সংখ্যা
বুড়ো আঙ্গুল
তর্জনী আঙ্গুল
মধ্যমা আঙ্গুল
অনামিকা আঙ্গুল
কনিষ্ঠা আঙ্গুল

Read More : কাস্টমাইজেশন কি? অনলাইনের ভাষায় কাস্টমাইজেশন এর উদাহরণ

আঙ্গুলগুলোর নাম রাখার ক্ষেত্রে কিছু বিস্ময়কর তথ্য

কখনো ভেবে দেখেছেন যে হাতের পাঁচ আঙ্গুলের নাম এভাবে কেন রাখা হলো? প্রত্যেকটি আঙ্গুলের নাম রাখার পিছনে কিছু কিছু কারণ রয়েছে। অনেকে আছেন যারা এ কারণগুলো জানেন। আবার অনেকে আছেন যারা জানেন না। তাহলে সকলের জন্য আমি আলোচনা করে দিচ্ছি।

সর্বপ্রথম কথা বলবো হাতের বৃদ্ধা আঙ্গুল বা বুড়ো আঙ্গুল নিয়ে। হাতের এই আঙ্গুলটি সবচেয়ে মোটা এবং দেখতে বৃদ্ধ বা বুড়োদের মতো হওয়ায় এই আঙ্গুলের নাম বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙ্গুল রাখা হয়েছে। যাকে ইংলিশে Big toe বা Thumb finger বলা হয়।

এরপর দ্বিতীয় আঙ্গুল কে তর্জনীয় আঙ্গুল বলা হয়। একে ইংরেজিতে ইনডেক্স ফিঙ্গার বলা হয়। যা লেটিং শব্দ থেকে এসেছে। আমরা কিছু ইশারা বা ইঙ্গিত করার জন্য এই আঙ্গুলটি ব্যবহার করি। এই আঙ্গুলটি অনেক বেশি ব্যবহার করা হয়।

ইসলামে এই আঙ্গুলটিকে শাহাদাত আঙ্গুল বলা হয়। মূলত আঙ্গুলটি বেশি ব্যবহার হয় এবং অনেক কার্যকরী তাই এর নাম তর্জনী আঙ্গুল রাখা হয়েছে।

মধ্যমা আঙ্গুলের বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। এটি 5 আঙ্গুলের মধ্যখানে অবস্থিত। তাছাড়া আঙ্গুলটি সবচেয়ে বৃহৎ আঙ্গুল। মূলত এই কারণেই এর নাম মধ্যমা আঙ্গুল রাখা হয়েছে।

অনামিকা আঙ্গুল দিয়ে কেউ তেমন বেশি কাজ করে না। এজন্য প্রাচীনকালে এই আঙ্গুলটির কোন নামই রাখা হয়নি। যেখান থেকে এর নাম ‘অনামিকা’ চলে এসেছে। তবে মধ্যপ্রাচ্যে এ আঙ্গুলটির একটি বিশেষত্ব অনুমান করা হয়।

Read More : সহজভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা শিখে নিন

বলা হয়ে থাকে এ আঙ্গুলটির সাথে ভালোবাসা ও হৃদয়ের সম্পর্ক রয়েছে। তাই তারা বিবাহ ও ভালোবাসা প্রকাশের জন্য এই আঙ্গুলে আংটি পরিয়ে থাকে। যেখান থেকে এর নাম রিং ফিঙ্গার চলে এসেছে।

কনিষ্ঠা আঙ্গুল হাতের সবচেয়ে ছোট এবং পাতলা আঙ্গুল। কাজেই অনুমান করা যায় এই কারণেই এর নাম কনিষ্ঠা আঙ্গুল রাখা হয়েছে।

Leave a Comment