জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বন্ধ কবে? ও রোগী দেখার সময়

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল বাংলাদেশের অত্যান্ত জনপ্রিয় ও পরিচিত একটি চক্ষু হাসপাতাল যেখানে অতি স্বল্প টাকায় চোখের নানা রোগের চিকিৎসা করা হয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল একটি সরকারি প্রতিষ্ঠান হওয়াতে এখানে চিকিৎসা ব্যায় তেমন নেই।

কেবল ১০ টাকার টিকেট ক্রয় করে যেকোনো ব্যক্তি নিজের চোখের চিকিৎসা করিয়ে নিতে পারেন। আজকে এই হাসপাতালের নানা তথ্য উপাত্ত আপনাদের মাঝে তুলে ধরবো। এই হাসপাতাল নিয়ে উল্লেখযোগ্য যে প্রশ্নটি আপনারা করে থাকেন যে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বন্ধ কবে থাকে।

এই বিষয়ে আপনাদের জানানো হবে। এছাড়াও যত বেশি সম্ভব ততো বেশি তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো। সুপ্রিয় পাঠক আপনি এই বিষয়গুলো পুরোপুরি আয়ত্তে আনতে অবশ্যই আমাদের এই আলোচনাটি সম্পূর্ণ পড়ুন।

Read More: পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে? এবং পিজি হাসপাতাল লোকেশন

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বন্ধ কবে?

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল সপ্তাহের ৭টি দিনই খোলা থাকে। তাছাড়া এই হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড ২৪ ঘন্টা জুড়ে খোলা থাকে। এমার্জেন্সি কোনো রোগী আসলে তাকে যেকোনো সময় চিকিৎসা প্রদান করা হয়। সপ্তাহের ৭ দিনেই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা বিশেষ করে ঢাকার রোগীরা সপ্তাহের যেকোনো দিনে এই হাসপাতালে বহির্বিভাগসহ যেকোনো বিভাগে চোখের নানা সমস্যার চিকিৎসা গ্রহণ করতে পারেন। এই হাসপাতালে রয়েছে চক্ষু রোগের বিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের ঢল।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকলেও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল বন্ধ থাকে না। তবে বিশেষ বিশেষ কিছু দিন রয়েছে যখন এই হাসপাতাল বন্ধ থাকতে পারে। এই উল্লেখযোগ্য দিনগুলি হচ্ছে –

  1. সরকারি ছুটির দিন: সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, সরকারিভাবে ঘোষিত সকল ছুটির দিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বন্ধ থাকে।
  2. অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা
  3. পাবলিক হলিডে: দুই ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনের মতো কিছু বিশেষ ধর্মীয় ছুটির দিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বন্ধ থাকতে পারে।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট কোথায়?

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ১৯৮৯ সালের ২২ শে ডিসেম্বর নিজের যাত্রা শুরু করে। এই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে চক্ষু রোগের চিকিৎসা করা হয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর ঠিকানা হচ্ছে –

ঠিকানা:
শেরে-বাংলা নগর, ঢাকা-১২১৭
মিরপুর রোডের শ্যামলীতে অবস্থিত শিশুমেলার পূর্ব-উত্তর দিকে এই হাসপাতালটি অবস্থিত।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রোগী দেখার সময়

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বহির্বিভাগে রোগী দেখার সময় হচ্ছে প্রতিদিন সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত। বহির্বিভাগে চোখের নানা সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য মোট ডাক্তার সংখ্যা রয়েছে ১২ জন। প্রতিদিন ১২জন ডাক্তার রোগী দেখে থাকেন।

আপনি যদি নিজের রোগীকে নিয়ে এই হাসপাতালে যাবেন তাহলে খেয়াল রাখুন যেন দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলে আপনার সময় অপচয় হওয়ার সাথে সাথে রোগীর ও আপনার কষ্টও হতে পারে। যার জন্য আপনার উচিত হবে ৯ টার অনেক আগেই সেখানে পৌঁছে যাওয়া। যত দ্রুত সম্ভব টিকেট কাউন্টার খোলার শুরুতেই টিকেট সংগ্রহ করা।

এই হাসপাতালে রোগী দেখতে হলে আপনাকে টিকেট সংগ্রহ করতেই হবে। টিকেট মূল্য মাত্র ১০ টাকা। যেটি আসলে তেমন কোনো বড় বিষয় নয়। হাসপাতালটি সরকারি হওয়ায় এখানে তেমন খরচ নেই। তবে প্রতিদিন প্রচুর পরিমানে রোগীদের ভিড় থাকে তাই আপনি হাতে সময় রেখেই চিকিৎসার উদ্দেশ্যে বের হবেন।

Read More: পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়ম এবং মোবাইল নাম্বার

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালক কে?

২০২১ সালের ৭ই ডিসেম্বর থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর পরিচালকের দায়িত্বে আছেন অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। তিনি ২০২৪ সালের ৩ আগস্ট পর্যন্ত এই পদের চুক্তিতে আবদ্ধ আছেন। অর্থাৎ তার মেয়াদকাল ৩রা আগস্ট, ২০২৪ সল্ পর্যন্ত। এরপর চুক্তি নবায়ন হলে তিনি এই পদে পুনরায় থাকতে পারবেন।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট মোবাইল নাম্বার

আপনি প্রয়োজনে বা কোনো তথ্য জানার জন্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ফোন করতে পারেন। তাদের হটলাইন নাম্বার ও ফোন নাম্বার সহজলোভ্য আছে। এছাড়া আপনার কোনো এমার্জেন্সি হলে আপনি সরাসরি রোগীকে নিয়ে হাসপাতালে যেতে পারবেন। ইমার্জেন্সি ওয়ার্ড ২৪ ঘন্টা খোলা থাকে।

তাছাড়া যদি রোগীকে ভর্তি করতে চান, তবে অনুসন্ধান কেন্দ্রে যেতে হবে। সেখান থেকে ১৫ টাকা দিয়ে ভর্তি ফর্ম ক্রয় করতে হবে তারপর রোগীকে নিয়ে এমার্জেন্সি ওয়ার্ডে যেতে হবে। এমার্জেন্সি ওয়ার্ডে থাকা কর্মকর্তা রোগীর পরিস্থিতি বিবেচনা করে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারেন অথবা ভর্তি নিতে পারেন।

হটলাইন+880 2 8616000-9
ফোন+88-02-9118336
ফোন+88-02-8114807
ফ্যাক্স+88-02-8117202

বাংলাদেশ চক্ষু হাসপাতাল কি সরকারি?

জি হেঁ, বাংলাদেশ চক্ষু হাসপাতাল সরকারি। যার পুরো নাম হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। এখানে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। সরকারি হাসপাতাল হওয়ায় এখানে চিকিৎসা খরচ অনেক কম।

কিভাবে বুঝবেন চোখের কোনো সমস্যা আছে কি না?

আমরা অনেকেই ভেবে থাকি আমাদের চোখ একদম সুস্থ আছে। তবে আস্তে আস্তে করে চোখের ক্ষয়ক্ষতি হতে থাকে সেটি আমরা বুঝতে পারি না। হেঁ, এটি সত্য যে অনেকের চোখে কোনো প্রকার সমস্যা থাকে না। কিন্তু প্রত্যেক সতর্ক ব্যক্তিকে বছরে ১ বার হলেও চোখের পরীক্ষা করে দেখা উচিত তার চোখে কোনো সমস্যা হয়েছে কি না।

Read More: ঢাকা পিজি হাসপাতালের গাইনি ডাক্তারদের তালিকা (BSMMU)

উপসংহার

আজকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বন্ধ কবে থাকে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রোগী দেখার সময় জানানো হয়েছে। অতিরিক্তভাবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট মোবাইল নাম্বার আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment