রংপুর হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি বৃহত্তম জেলা ও শহর। উত্তরাঞ্চলের প্রায় প্রত্যেকটি জেলা ও উপজেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত। অর্থাৎ, রংপুর হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের সকল জেলা এবং উপজেলার একমাত্র বিভাগ। অনেকে উত্তরাঞ্চলকে কেবলমাত্র রংপুরের নামেই চিনে থাকেন।
অপরদিকে লালমনিরহাট হচ্ছে রংপুর জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা ও শহর। আয়তনের দিক দিয়ে লালমনিরহাট অনেক ছোট একটি উপজেলা। তবে রংপুর থেকে লালমনিরহাট তেমন বেশি দূরত্বে নেই। কাজেই ব্যবসা-বাণিজ্য ও নানা ব্যক্তিগত কাজে কিংবা ভবনে রংপুর হতে অনেক মানুষ লালমনিরহাটে গমন করেন।
এই যাতায়াতের জন্য তাদের কাছে সবচেয়ে সুবিধাজনক মাধ্যম কি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ট্রেন। ট্রেনে যাতায়াত করা সুবিনাজনক এবং নিরাপদ হওয়ায় সকলেই ট্রেনে ভ্রমন করতে পছন্দ করে। তাছাড়া ট্রেনের মাধ্যমে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা সম্ভব এবং এতে খরচও অনেক কম।
Read More : ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪
তাই যারা রংপুর থেকে লালমনিরহাট ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্ট। আজকে আলোচনা করতে যাচ্ছি রংপুর থেকে লালমনিরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা নিচের আলোচনা সম্পূর্ণ ভালোভাবে পড়ুন। নিচে সকল সময়সূচী ও ভাড়া ভালোভাবে ছকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
রংপুর থেকে লালমনিরহাট ট্রেনের সময়সূচী ২০২৪
প্রথমত কথা হচ্ছে রংপুর থেকে লালমনিরহাট বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ট্রেনগুলো চলাচল করে না। এই রুটে কমিউটার ট্রেনগুলো চলাচল করে থাকে। প্রত্যেকদিন রংপুর থেকে লালমনিরহাট চারটি কমিউটার ট্রেন চলাচল করে। আপনি চাইলে এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারেন। এই ট্রেনগুলোর নাম হচ্ছে –
- লালমনি কমিউটার
- রংপুর কমিউটার
- দিনাজপুর কমিউটার
- পার্বতীপুর কমিউটার
চলুন তাহলে এবার এই কমিউটার ট্রেনগুলোর সঠিক সময়সূচী জেনে নেওয়া যাক।
সময়সূচী
ট্রেনের নাম | সময়সূচি | যাত্রার সময় | ট্রেনের ছুটির দিন |
---|---|---|---|
লালমনি কমিউটার | সকাল ০৬:৫৫ মিনিট | ১ ঘন্টা ৫ মিনিট | কোনো ছুটি নেই |
রংপুর কমিউটার | সকাল ১০:৫৭ মিনিট | ৫৩ মিনিট | কোনো ছুটি নেই |
দিনাজপুর কমিউটার | দুপুর ০১:২৭ মিনিট | ১ ঘন্টা ২৩ মিনিট | কোনো ছুটি নেই |
পার্বতীপুর কমিউটার | রাত ০৯:২৫ মিনিট | ১ ঘন্টা | কোনো ছুটি নেই |
Read More : পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪
রংপুর থেকে লালমনিরহাট ট্রেনের ভাড়া
রংপুর থেকে লালমনিরহাট কমিউটার ট্রেনে কেবলমাত্র “শোভন চেয়ার” আসন রয়েছে। সচরাচর কমিউটার ট্রেনে একাধিক প্রকারের আসন বরাদ্দ থাকে না। অর্থাৎ এসি, স্নিগ্ধা, কেবিন ইত্যাদি আসনগুলো আপনারা কমিউটার ট্রেনে পাবেন না। রংপুর থেকে লালমনিরহাট কমিউটার ট্রেনের ভাড়া হচ্ছে –
আসনের নাম | টিকেট মূল্য |
---|---|
শোভন | ৩০/- টাকা (আনুমানিক) |
রংপুর থেকে লালমনিরহাট কত কিলোমিটার?
রংপুর থেকে লালমনিরহাট এমন একটা দূরে নেই। কেউ যদি রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মাধ্যমে লালমনিরহাট যেতে চান তাহলে তার জন্য দূরত্বের হিসাব জানিয়ে দিচ্ছি। রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক দিয়ে রংপুর থেকে লালমনিরহাট এর দূরত্ব ৩৬.৫ কিলোমিটার (প্রায়)।
কমিউটার ট্রেনের টিকেট কেনার নিয়ম
কমিউটার ট্রেনগুলো আন্তঃনগর বা র্সিটি এক্সপ্রেস ট্রেনের তুলনায় ভিন্ন রকম হয়ে থাকে। তাই এইসব ট্রেনের টিকিট সংগ্রহ করা কিছুটা ভিন্ন রকম। তবে আপনি চাইলেই অতি সহজে ইন্টারনেট টিকেট পেয়ে যাবেন। কমিউটার ট্রেনের টিকেট সম্পর্কিত তথ্য –
- বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে কমিউটার ট্রেনের টিকেট বুকিং করা যায় না।
- কমিউটার ট্রেনের টিকেট শুধুমাত্র স্টেশনের টিকেট কাউন্টারে উপলব্ধ থাকে।
- এই ট্রেনের টিকিট কেনার জন্য নির্দিষ্ট পরিমাণ টিকেট মূল্য দিয়ে টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করুন।
- সাথে করে জাতীয় পরিচয় পত্র নিয়ে গেলে ভালো হয়।
- তবে বিনা টিকিটে রেল ভ্রমণ করবেন না। এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
Read More : বেনাপোল থেকে খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪
উপসংহার
আজকের পোস্টে রংপুর থেকে লালমনিরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবস ও তথ্য ছকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে হয়েছে। অতিরিক্তভাবে কমিউটার ট্রেনের টিকেট কেনার নিয়ম আপনাদের মাঝে উপস্থাপন করেছি।
আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার কিংবা জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।
তাছাড়া বিভিন্ন স্থানের ট্রেনের সময়সূচি জানতে আমাদের ওয়েবসাইটের মেনুবার থেকে “Travel” এ ক্লিক করে আপনার পছন্দের স্থানের ট্রেনের সময়সূচি সহজে জেনে নিন।