খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

বাংলাদেশে বিভিন্ন যাতায়াতের মাধ্যম থাকা সত্ত্বেও ট্রেনে যাতায়াত করা মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন যানবাহনের তুলনায় ট্রেনের ভাড়া কম হওয়ায় মানুষ ট্রেনে সফর করতে ভালোবাসে। এছাড়াও অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেন অনেক দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে পারে।

আজকের পোস্ট তাদের জন্য যারা খুলনা থেকে যশোর ট্রেনে যেতে চান। আজকের এই পোস্টে আলোচনা করব খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। আশা করছি যারা এই বিষয়ে জানতে চাচ্ছেন তারা আজকের আলোচনা থেকে সম্পূর্ণ তথ্য জেনে যাবেন।

কাজেই পোস্টটি সম্পূর্ণ ভালোভাবে পড়ুন এতে আপনি সকল খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। তাহলে চলুন এবার মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক।

Read More : ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী

আপনি যদি খুলনা হতে যশোর যেতে চান। তাহলে আপনাকে জেনে রাখতে হবে যে খুলনা টু যশোর রুটে মোট ৬ টি ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর মধ্যে অনেকগুলো ট্রেন সপ্তাহে একদিন অথবা দুইদিন করে বন্ধ থাকে।

তবে কয়েকটি ট্রেন আছে যেগুলো প্রত্যেকদিনই চলাচল করে; অর্থাৎ এদের কার্যদিবস কখনো বন্ধ হয় না। এছাড়াও সফরের জন্য মোট সময় ১ ঘন্টার কাছাকাছি লেগে যায়। খুলনা থেকে যশোর যাওয়ার পথে যে ৬ টি ট্রেন চলাচল করে সেগুলো হচ্ছে।

  • KAPOTAKSHA EXPRESS (715) । কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)
  • RUPSHA EXPRESS (727) । রূপসা এক্সপ্রেস (৭২৭)
  • CHITRA EXPRESS (763) । চিত্রা এক্সপ্রেস (৭৬৩)
  • সাগরদাড়ি এক্সপ্রেস (761) । সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)
  • SIMANTA EXPRESS (747) । সিমান্ত এক্সপ্রেস (৭৪৭)
  • SUNDARBAN EXPRESS (725) । সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)

সময়সূচি

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)সকাল ০৬:৪৫ মিনিট১ ঘন্টা ৪ মিনিটশুক্রবার
রূপসা এক্সপ্রেস (৭২৭)সকাল ০৭:১৫ মিনিট১ ঘন্টা ৪ মিনিটবৃহস্পতিবার
চিত্রা এক্সপ্রেস (৭৬৩)সকাল ০৯:০০ মিনিট১ ঘন্টা ৪ মিনিটরবিবার
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)বিকাল ০৪:০০ মিনিট১ ঘন্টা ৩ মিনিটসোমবার
সিমান্ত এক্সপ্রেস (৭৪৭)রাত ০৯:১৫ মিনিট১ ঘন্টা ৭ মিনিটসোমবার
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)রাত ০৯:৪৫ মিনিট১ ঘন্টা ৭ মিনিটমঙ্গলবার

Read More : ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা টু যশোর ট্রেনের ভাড়া

আমরা তো ট্রেনের সময়সূচি জেনে গিয়েছি। তবে এখনো একটা গুরুত্বপূর্ণ জিনিস জানা বাকি রয়েছে। আর সেটি হচ্ছে ট্রেনের ভাড়া। আপনি যদি খুলনা টু যশোর ট্রেনের ভাড়া জানতে আগ্রহী তাহলে আপনাকে জানিয়ে দিতে চায়; ট্রেনের ভাড়ার ক্ষেত্রে আপনি তারতম্য লক্ষ্য করতে পারবেন।

কেননা একই ট্রেনে একাধিক সুযোগ-সুবিধা সম্পন্ন আসন থাকে। যে আসনের সুযোগ-সুবিধা যত বেশি তার ভাড়াও তত বেশি। কাজেই ১ ঘন্টার এই সফরে ট্রেনে কত ভাড়া লাগবে সেটি আমি জানিয়ে দিবো। সর্বনিম্ন হতে সর্বোচ্চ সকল ভাড়ার তালিকা নিচে দেখে নিন।

AC_B২৩৬/- টাকা
S_CHAIR৭০/- টাকা
F_SEATআসন বরাদ্দ নেই
SNIGDHA১৩৩/- টাকা
F_BERTHআসন বরাদ্দ নেই
AC_S১৫৬/- টাকা
SHOVANআসন বরাদ্দ নেই

খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী বৃহস্পতিবার

খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী বৃহস্পতিবার এর দিন কিছুটা ব্যতিক্রম থাকে। আমরা যেহেতু জেনে গিয়েছি যে প্রত্যেকদিন খুলনা টু যশোর রুটে মোট ৬টি ট্রেন চলাচল করে। তবে সকল ট্রেনগুলি সপ্তাহে একদিন করে বন্ধ থাকে।

উপরের সময়সূচিতে আমরা দেখেছি যে রূপসা এক্সপ্রেস বৃহস্পতিবারের দিন বন্ধ থাকে। কাজেই বৃহস্পতিবারে রুপসা এক্সপ্রেস বাদে বাকি সকল ৫টি ট্রেন চলাচল করে। সে ৫টি ট্রেনগুলো হচ্ছে –

  • কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)
  • চিত্রা এক্সপ্রেস (৭৬৩)
  • সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)
  • সিমান্ত এক্সপ্রেস (৭৪৭)
  • সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)

বৃহস্পতিবারে এই ৫টি ট্রেনের সময়সূচী একই থাকে। অর্থাৎ উপরে যে সময়সূচি আলোচনা করা হয়েছে বৃহস্পতিবারেও এই ট্রেনগুলির সময়সূচী একই থাকে। তাছাড়াও এদের ভাড়ার মধ্যে কোন তারতম্য থাকে না।

কাজেই আপনি বৃহস্পতিবারে খুলনা টু যশোর রুটের ট্রেনের সময়সূচী জানার জন্য উপরে সময়সূচি হতে এ পাঁচটি ট্রেনের সময়সূচী ও ভাড়া দেখে নিন।

Read More : খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা টু যশোর যাত্রীদের জন্য কিছু পরামর্শ

যারা খুলনা থেকে যশোর ট্রেনে করে যাতায়াত করবেন তাদের জন্য কিছু পরামর্শ রয়েছে। যাত্রীগণ অবশ্যই এই পরামর্শ মেনে চলুন। আর যারা বাংলাদেশ রেলওয়ে ভ্রমণে একদম নতুন তারা অবশ্যই নিচের দেওয়া পরামর্শগুলি অনুসরণ করুন।

  1. বিনা টিকিটে রেল ভ্রমণ করবেন না।
  2. আপনি চাইলে অনলাইন থেকেই টিকিট কেটে নিতে পারেন।
  3. এতে আপনাকে পিডিএফ সংরক্ষণ করতে হবে এবং আপনার ট্রেনটি স্টেশনে ঢোকার আগেই টিকেট কাউন্টার থেকে মূল টিকেট সংগ্রহ করতে হবে।
  4. মুল টিকেট সংগ্রহ করার জন্য অনলাইনে ক্রয় করা টিকেটের পিডিএফ ও এনআইডি কার্ড টিকিট কাউন্টারে দেখাতে হবে।
  5. ট্রেনে যাতায়াতের সময় নিজের জিনিসপত্রের হেফাজত নিজে করুন।
  6. বগিতে, আসনের নিচে কোথাও কোন প্রকার ময়লা আবর্জনা ফেলবেন না।
  7. যে এনআইডি কার্ডের মাধ্যমে টিকিট ক্রয় করেছেন সেটি সাথে নিয়ে যেতে হবে।
  8. যেহেতু আপনার সফর শুধুমাত্র ১ ঘন্টার কাজেই চেষ্টা করুন কম দামি টিকিট ক্রয় করার।
  9. আপনি ৭০ টাকা দামের শোভন চেয়ারের টিকিটটি ক্রয় করে যাতায়াত করার চেষ্টা করুন।
  10. অথবা, আপনি যদি কমফোর্ট নিতে চান এবং আপনার কাছে যদি টাকা থাকে, আপনি সাবলম্বী হয়ে থাকেন তাহলে নিজের ইচ্ছা মত যে কোন টিকিট ক্রয় করতে পারেন।

উপসংহার

আজকের পোস্টে খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment