খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা এবং রাজশাহী উভয়ই বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা ও শহর। সাথে এই দুটো শহর।শহর দুটি বাংলাদেশের ব্যাস্ততম শহর হিসেবেও খ্যাত রয়েছে। দুটি বড় বড় জেলা ও শহর হওয়ার কারণে এই দুই জেলার জনসংখ্যাও প্রচুর।

কাজেই নিত্যদিনের প্রয়োজন, ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ও নানা কারণে এক শহরের মানুষ অপর শহরে যাতায়াত করে থাকেন। শহরগুলো মোটামোটি দূরত্বে অবস্থিত হওয়ায় যাতায়াতের জন্য রয়েছে বিভিন্ন মাধ্যম। যেগুলোর মধ্যে রেলপথকে লোকজন বেশি প্রাধান্য দিয়ে থাকেন।

কেননা রেলপথে যাতায়াত অত্যান্ত সুবিধাজনক, সাশ্রয়ী ও সুরক্ষিত। আজকে আমাদোর আলোচনার বিষয় হচ্ছে খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী নিয়ে। যারা খুলনা শহর হতে রাজশাহী শহরে ট্রেনে করে যাতায়াত বা ভ্রমণ করতে চাচ্ছেন এবং ট্রেনের সময়সূচী জানতে চাচ্ছেন। তারা আজকের পোস্ট থেকে অনেক উপকৃত হবেন বলে আশা করি।

Read More : খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪

দুঃখজনক হলেও এটি সত্য যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ খুলনা থেকে রাজশাহী যাওয়ার রেলপথে মাত্র ২টি ট্রেন বরাদ্দ করে রেখেছেন। ২ টি শহর বড় হলেও এবং দূরত্ব ও যাত্রাতে বেশি সময় লাগা সত্ত্বেও কেবল মাত্র দুটি ট্রেন এই রুটে চলাচল করে। সে দুটি ট্রেন হচ্ছে –

  1. KAPOTAKSHA EXPRESS (715) – কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)
  2. SAGARDARI EXPRESS (761) – সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)

এখন আমরা এই দুটো ট্রেনের সময়সূচী দেখে নিবো। উভয় ট্রেন খুলনা রেলওয়ে স্টেশন হতে ভিন্ন ভিন্ন সময়ে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। সাথে সপ্তাহে ১ দিন করে ট্রেন দুটি বন্ধ থাকে। নিচের সময়সূচীতে সম্পূর্ণ বিষয় দেখে নিন –

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)সকাল ০৬:৪৫ মিনিট৫ ঘন্টা ৩৫ মিনিটশুক্রবার
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)বিকাল ০৪:০০ টা৬ ঘন্টাসোমবার

খুলনা থেকে রাজশাহী ট্রেনের ভাড়া ২০২৪

খুলনা শহর থেকে রাজশাহী শহর অনেক দূরে অবস্থিত। সাথে রেলপথে খুলনা হতে রাজশাহী পৌঁছাতে প্রায় ৬ ঘন্টার মতো সময় লাগে। এতে আপনারা বুঝতেই পেরেছেন ভাড়া একটু বেশি হবে। তবে অন্যান্য যাতায়াতের বাহন হতে ট্রেন আপনাকে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিবে।

আমরা সকলেই জানি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ট্রেনগুলোতে আসনের মানের উপর ভিত্তি করে টিকিটের মূল্য কম-বেশি হয়ে থাকে। খুলনা হতে রাজশাহী রেল যাত্রীগনদের জন্য বরাদ্দকৃত টিকেটের মূল্য হচ্ছে –

S_CHAIR৩১০ টাকা/-
SNIGDHA৫৯৩ টাকা/-

Read More : খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা থেকে রাজশাহী কত কিলোমিটার

খুলনা জেলা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জেলা। অন্যদিকে রাজশাহী জেলা হচ্ছে বাংলাদেশের পশ্চিমে অবস্থিত একটি বৃহত্তম জেলা। এখন যদি কথা বলা যায় যে দুটি জেলার মধ্যে দূরত্ব কত কিলোমিটার। তাহলে জেনে রাখা উচিত খুলনা থেকে রাজশাহী ২৫৭.৭ কিলোমিটার দূরে অবস্থিত।

খুলনা থেকে রাজশাহী ট্রেনের টিকিট কিভাবে কিনবেন?

টিকিট ক্রয় করার বিষয়ে আমরা সকলে কম-বেশি জানি। রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে হয়। তবে বর্তমানে দুইভাবে টিকিট ক্রয় করা সম্ভব। এটি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করা। আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে টিকেট বুকিং করা।

অনলাইনে টিকেট বুকিং করার মাধ্যমে আপনি নিজের আসন বাড়িতে বসেই বুকিং করতে পারবেন। এতে পরবর্তীতে টিকিট না পাওয়া, আসন খালি না থাকা, টিকেট কাউন্টার এর সামনে লম্বা লাইনে দাঁড়ানো ইত্যাদি যন্ত্রনা হতে আপনি বেঁচে যাবেন। অনলাইনে টিকেট বুকিং করার জন্য আপনাকে এনআইডি কার্ড ব্যবহার করতে হবে।

  • এনআইডি কার্ডের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে লগইন করুন।
  • আপনার ভ্রমণ শুরু করার স্টেশন ও গন্তব্যের স্টেশন বাছাই করুন।
  • তারিখ নির্বাচন করুন।
  • আসন নির্বাচন করুন।
  • এরপর “সার্চ” বোতামে ক্লিক করে বরাদ্দকৃত টিকেট হতে টিকেট কিনুন।
  • টাকা প্রদানের জন্য আপনি বিকাশ, নগদ ব্যবহার করতে পারেন।
  • আপনাকে টিকিটের pdf টি সংরক্ষণ করতে হবে।
  • ট্রেন স্টেশনে ঢোকার আগেই টিকেট কাউন্টারে সেই পিডিএফটি দেখিয়ে আপনাকে মূল টিকেট সংগ্রহ করে নিতে হবে।
  • সাথে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে। তা না হলে মূল টিকেট আপনাকে দেওয়া হবে না।
  • এভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই নিজের ট্রেনের টিকেট বুকিং করতে পারেন।

Read More : ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

উপসংহার

আজকের পোস্টে খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে খুলনা থেকে রাজশাহী ট্রেনের টিকিট কিভাবে কিনবেন তা আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment