যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

যশোর এবং খুলনা উভয়ই বাংলাদেশের এক একটি বড় জেলা ও শহর। এই দুইটি শহরের মধ্যে যাতায়াতের তেমন বড় কোন দূরত্ব নেই। অর্থাৎ দুটি শহর খুবই নিকটে অবস্থিত বললে চলবে। উভয় শহরের লোকজন অপর শহরে যাতায়াত করে থাকেন।

এই যাতায়াতের জন্য বিশেষ করে তারা বাংলাদেশ রেলওয়ের ট্রেন ব্যবহার করেন। আজকের আলোচনা তাদের জন্য করছি যারা যশোর হতে খুলনা শহরে ট্রেনে যাতায়াত করতে চান। তাদের উদ্দেশ্যে আজকের পোস্টে যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া আলোচনা করব। যথাসম্ভব চেষ্টা করবো তাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরার এবং তাদের সহায়তা করার।

Read More : খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৪

যশোর টু খুলনা রেলওয়ে রুটে মোট ছয়টি ট্রেন চলাচল করে। ট্রেনগুলি দৈনিক চলাচল করলেও এর মধ্য থেকে কয়েকটি ট্রেন সপ্তাহে একদিন করে বন্ধ থাকে। তাছাড়া ট্রেনগুলো বিভিন্ন সময়ে যশোর রেলওয়ে স্টেশন ত্যাগ করে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়।

এই সময়গুলো আপনারা সময়সূচিতে পেয়ে যাবেন। যশোর টু খুলনা যে ছয়টি ট্রেন চলাচল করে সেগুলোর তালিকা হলো –

  • SIMANTA EXPRESS (748) – সিমান্ত এক্সপ্রেস (৭৪৮)
  • CHITRA EXPRESS (764) – চিত্রা এক্সপ্রেস (৭৬৪)
  • SAGARDARI EXPRESS (762) – সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২)
  • SUNDARBAN EXPRESS (726) – সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)
  • RUPSHA EXPRESS (728) – রূপসা এক্সপ্রেস (৭২৮)
  • KAPOTAKSHA EXPRESS (716) – কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬)

সময়সূচী

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
সিমান্ত এক্সপ্রেস (৭৪৮)রাত ০২:৫৯ মিনিট১ ঘন্টা ২১ মিনিটসোমবার
চিত্রা এক্সপ্রেস (৭৬৪)রাত ০৩:৪৪ মিনিট১ ঘন্টা ১৬ মিনিটরবিবার
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২)সকাল ১০:৩৯ মিনিট১ ঘন্টা ৩১ মিনিটসোমবার
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)দুপুর ০২:৩৫ মিনিট১ ঘন্টা ১৫ মিনিটবুধবার
রূপসা এক্সপ্রেস (৭২৮)বিকাল ০৫:১১ মিনিট১ ঘন্টা ০৯ মিনিটবৃহস্পতিবার
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬)সন্ধ্যা ০৭:০৯ মিনিট১ ঘন্টা ১৬ মিনিটশুক্রবার

Read More : খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

যশোর টু খুলনা ট্রেনের ভাড়া ২০২৪

যশোর টু খুলনা রেলওয়ে রুটে যাত্রীগণদের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মোট চার রকমের আসন বরাদ্দ করেছে। এই আসনগুলোর মান, সুবিধা ও কমফোর্ট এর উপর ভিত্তি করে আসন গুলো টিকিটের মূল্যের মধ্যে তারতম্য রয়েছে। এই আসন গুলোর টিকেট মূল্য কত সেটা নিচে জেনে নিন।

S_CHAIR৭০ টাকা/-
SNIGDHA১৩৩ টাকা/-
AC_S১৫৬ টাকা/-
AC_B২৩৬ টাকা/-

যশোর থেকে খুলনা কত কিলোমিটার

যশোর ও খুলনা দুই শহর অত্যন্ত কাছাকাছি অবস্থিত। বলতে গেলে দুটি শহরের মধ্যে তেমন কোনো দূরত্ব নেই। যশোর থেকে খুলনা মোট ৫৯.৫ কিলোমিটার। এক শহর থেকে অপর শহরে যেতে এক ঘণ্টার মতো সময় লাগে। যাতায়াতের জন্য রয়েছে বেশ কয়েকটি মাধ্যম,

  1. বাস
  2. ট্রেন
  3. সিএনজি বা অটো
  4. মোটর ইত্যাদি

এই মাধ্যম গুলোর মধ্য থেকে যাত্রীদের সবচেয়ে বেশি পছন্দ ট্রেনে সফর করা। তাছাড়াও বিভিন্ন কারণে তিনারা অন্যান্য মাধ্যম ব্যবহার করে থাকেন।

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী রবিবার

যশোর টু খুলনা রেলওয়ে রুটে রবিবারের দিন মোট ৫টি চলাচল করে। রবিবারে এই রুটে চলাচলরত চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে। রবিবার হচ্ছে ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন। কাজেই রবিবার এই ট্রেনটি বাদ দিয়ে প্রায় সকল পাঁচটি ট্রেন চলাচল করে। রবিবারের দিন এই ট্রেনগুলোর সময়সূচী হচ্ছে –

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
সিমান্ত এক্সপ্রেস (৭৪৮)রাত ০২:৫৯ মিনিট১ ঘন্টা ২১ মিনিটসোমবার
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২)সকাল ১০:৩৯ মিনিট১ ঘন্টা ৩১ মিনিটসোমবার
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)দুপুর ০২:৩৫ মিনিট১ ঘন্টা ১৫ মিনিটবুধবার
রূপসা এক্সপ্রেস (৭২৮)বিকাল ০৫:১১ মিনিট১ ঘন্টা ০৯ মিনিটবৃহস্পতিবার
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬)সন্ধ্যা ০৭:০৯ মিনিট১ ঘন্টা ১৬ মিনিটশুক্রবার

Read More : খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী বৃহস্পতিবার

যশোর টু খুলনা রেলওয়ে রুটে বৃহস্পতিবারের দিনেও মোট ৫টি চলাচল করে। কেননা বৃস্পতিবারে এই রুটে চলাচলরত রূপসা এক্সপ্রেস (৭২৮) ট্রেনটি বন্ধ থাকে। এইদিনটি হচ্ছে ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন। কাজেই বৃহস্পতিবার এই ট্রেনটি বাদ দিয়ে প্রায় সকল পাঁচটি ট্রেন চলাচল করে।

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
সিমান্ত এক্সপ্রেস (৭৪৮)রাত ০২:৫৯ মিনিট১ ঘন্টা ২১ মিনিটসোমবার
চিত্রা এক্সপ্রেস (৭৬৪)রাত ০৩:৪৪ মিনিট১ ঘন্টা ১৬ মিনিটরবিবার
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২)সকাল ১০:৩৯ মিনিট১ ঘন্টা ৩১ মিনিটসোমবার
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)দুপুর ০২:৩৫ মিনিট১ ঘন্টা ১৫ মিনিটবুধবার
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬)সন্ধ্যা ০৭:০৯ মিনিট১ ঘন্টা ১৬ মিনিটশুক্রবার

উপসংহার

আজকের পোস্টে যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে রবিবারে এবং বৃহস্পতিবারে এই রুটে ট্রেনগুলোর সময়সূচি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment