চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

চুয়াডাঙ্গা জেলা হচ্ছে বাংলাদেশের পশ্চিমে অবস্থিত একটি জেলা। অপরদিকে রাজশাহী হচ্ছে বাংলাদেশের উত্তরে অবস্থিত একটি বৃহত্তম জেলা। যারা চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে চাচ্ছেন।

তারা আজকে এই পোস্টে এই সকল তথ্য পেয়ে যাবেন। চুয়াডাঙ্গা টু রাজশাহী রেলওয়ে রুটে মোট ২টি ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলো সম্পর্কে যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হবে।

Read More : ঢাকা থেকে নারায়ণগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচী

যেহেতু জেনে গিয়েছেন যে চুয়াডাঙ্গা টু রাজশাহী রেলওয়ে রুটে মোট দুইটি ট্রেন চলাচল করে। কাজেই এই দুইটি ট্রেনের নাম জানা অত্যন্ত জরুরী। নাম জানার পর আমরা এই ট্রেনগুলোর সময়সূচি দেখে নেব। ট্রেন ২টি হচ্ছে,

  • KAPOTAKSHA EXPRESS (715) । কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)
  • SAGARDARI EXPRESS (761) । সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)

সময়সূচী

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)সকাল ০৯:২৮ মিনিট২ ঘন্টা ৫২ মিনিটশুক্রবার
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)সন্ধ্যা ০৬:৪৮ মিনিট৩ ঘন্টা ১২ মিনিটসোমবার

চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের ভাড়া ২০২৪

উভয় ট্রেনে যাত্রীদের জন্য কেবলমাত্র ২ প্রকার আসন বরাদ্দ করা আছে। সফরের সময় অত্যান্ত কম হওয়ায় এই রুটের যাত্রীদের জন্য এসি আসন বরাদ্দ দেওয়া হয়নি। যে দুই প্রকার আসন বরাদ্দ আছে তাদের ভাড়া নিম্নরূপ।

S_CHAIR১৮৫ টাকা/-
SNIGDHA৩৫১ টাকা/-

চুয়াডাঙ্গা থেকে রাজশাহী কত কিলোমিটার?

চুয়াডাঙ্গা থেকে রাজশাহী প্রায় ১৫৩.৩ কিলোমিটার। যেখানে ট্রেনে যাত্রা করলে ৩ ঘন্টার মতো সময় লাগে। অপরদিকে কার, বাস ইত্যাদি বাহনে যাত্রায় প্রায় ৪ ঘন্টার মতো লাগতে পারে।

Read More : ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

চুয়াডাঙ্গা থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ২০২৪

চুয়াডাঙ্গা থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ২০২৪ অনুযায়ী এই রেলওয়ে রুটে ৪টি ট্রেন চলাচল করে। প্রত্যেকটি ট্রেন আলাদা আলাদা সময়সূচিতে চলাচল করে এবং সপ্তাহে ১দিন করে বন্ধ থাকে। যারা চুয়াডাঙ্গা হতে রাজশাহী ট্রেনে যেতে চান তারা নিচের সময়সূচি দেখে নিন।

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)সকাল ০৯:২৮ মিনিট১ ঘন্টা ২২ মিনিটশুক্রবার
রূপসা এক্সপ্রেস (৭২৭)সকাল ১০:০৬ মিনিট১ ঘন্টা ১৯ মিনিটবৃহস্পতিবার
চিত্রা এক্সপ্রেস (৭৬৩)সকাল ১১:৫৩ মিনিট১ ঘন্টা ২২ মিনিটরবিবার
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)সন্ধ্যা ০৬:৪৮ মিনিট১ ঘন্টা ২৭ মিনিটসোমবার

চুয়াডাঙ্গা থেকে ঈশ্বরদী ট্রেনের ভাড়া ২০২৪

এই দুইটি স্টেশনের মাঝে চলাচলের জন্য যে ৪টি ট্রেন রয়েছে তাদের সময়সূচি দেখে নিয়েছি। এখন কথা হচ্ছে এই ট্রেনগুলোর ভাড়া কেমন? তাহলে জেনে নিন এই রুটে যাত্রীদের জন্য ট্রেনে ৩ রকমের আসন বরাদ্দ আছে।

যাদের মধ্যে শুধুমাত্র চিত্রা এক্সপ্রেস (৭৬৩) ট্রেনটিতে যাত্রীগণ এসি আসনসহ মোট ৩ রকমের আসন পাবেন। আর বাকি ৩টি ট্রেনে ২ রকমের আসন বরাদ্দ আছে। এই আসনগুলোর টিকেট ভাড়া নিম্নরূপ-

S_CHAIR১২৫ টাকা/-
SNIGDHA২৪২ টাকা/-
AC_S২৮৮ টাকা/-

Read More : খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

উপসংহার

আজকের পোস্টে চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে চুয়াডাঙ্গা থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৪ সাল অনুযায়ী আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

এতে করে চুয়াডাঙ্গা থেকে ঈশ্বরদী রুটে রেলওয়ে যাত্রীগণদের জন্য সুবিধা হবে। তাছাড়া চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন হতে অন্য যেকোনো শহরের রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনগুলোর সময়সূচি ও ভাড়া জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।

এই বিষয়ে আমরা পোস্ট করে আপনাদের সহযোগিতা করতে পারবো। আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত আপনাদের সাহায্যের জন্য নানা ধরণের পোস্ট করা হয়। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটের হোমপেজে গিয়ে সেগুলো দেখতে পারেন।

অথবা, উপরের মেনুবারে ক্লিক করে নিজের পছন্দের ক্যাটাগরি বা বিষয় নির্বাচন করে সকল পোস্ট দেখতে পারেন। আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment