ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা ও কুষ্টিয়া উভয় জেলা একে অপরের থেকে মোটামুটি দূরত্বের অবস্থিত। যেমন ঢাকা জেলাটি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রে অবস্থিত একটি বৃহত্তম জেলা। অপরদিকে কুষ্টিয়া জেলা হচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা ও শহর।

ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ায় বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকার দিকে নিজের ব্যক্তিগত কাজের জন্য প্রস্থান করে থাকেন। যাতায়াতের মাধ্যমে হিসেবে তারা বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনকে প্রাধান্য দিয়ে থাকেন।

যার কারণে আমরা আজকে ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে আপনাদেরকে অবগত করতে যাচ্ছি। আশা করছি পোস্টটি আপনাদের জন্য উপকারী হবে। যারা ঢাকা হতে কুষ্টিয়া জেলায় ট্রেনের মাধ্যমে ভ্রমণ বা যাতায়াত করতে চাচ্ছেন তারা আজকের সম্পূর্ণ পোস্ট ভালোভাবে দেখুন।

Read More : ঢাকা থেকে নারায়ণগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের সময়সূচী ২০২৪

ঢাকা টু কুষ্টিয়া রেলওয়ে রুটে বাংলাদেশ রেলওয়ের মোট তিনটি ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর মধ্যে সবকটি সিটি এক্সপ্রেস ট্রেন। আমরা প্রথমে ট্রেনগুলোর নাম জেনে নেবো এরপরে ট্রেনগুলোর সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য ছক আঁকারে জেনে নিবো। ট্রেন তিনটির নাম হচ্ছে –

  1. SUNDARBAN EXPRESS (726) – সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)
  2. MADHUMATI EXPRESS (755) – মধুমতি এক্সপ্রেস (৭৫৫)
  3. BENAPOLE EXPRESS (796) – বেনাপোল এক্সপ্রেস (৭৯৬)

সময়সূচী

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)সকাল ০৮:১৫ মিনিট৩ ঘন্টা ৩২ মিনিটবুধবার
মধুমতি এক্সপ্রেস (৭৫৫)দুপুর ০৩:০০ মিনিট৪ ঘন্টা ৩৭ মিনিটবৃহস্পতিবার
বেনাপোল এক্সপ্রেস (৭৯৬)রাত ১১:৪৫ মিনিট৩ ঘন্টা ৩৭ মিনিটবুধবার

ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের ভাড়া ২০২৪

ঢাকা টু কুষ্টিয়া চলাচলরত এই তিনটি ট্রেনে যাত্রীগনদের জন্য মোট পাঁচ রকমের আসন বরাদ্দ করা হয়েছে। প্রত্যেকটি আসনের টিকেট মূল্য আলাদা আলাদা। অবশ্যই টিকেট মূল্য আলাদা হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটি আসনে আলাদা আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।

যে আসনের সুযোগ সুবিধা ও কমফোর্ট বেশি তার টিকেট মূল্যও বেশি। আপনি যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে চান এবং আপনার বাজেট যতোটুকু সে হিসাবে আপনি এই টিকিটগুলো ক্রয় করতে পারেন। ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের ভাড়া হচ্ছে –

SHOVAN২৯০ টাকা/-
S_CHAIR৩৫০ টাকা/-
F_SEAT৫৩৫ টাকা/-
SNIGDHA৬৬৭ টাকা/-
AC_S৮০০ টাকা/-

Read More : ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা থেকে কুষ্টিয়া কত কিলোমিটার?

ঢাকা থেকে কুষ্টিয়া মোট ২১১ কিলোমিটার দূরে অবস্থিত। এই পথ অত্যন্ত দীর্ঘ। সকলে দীর্ঘ পথ অতিক্রম করার জন্য যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেনকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তবে এক শহর থেকে অন্য শহরের যাতায়াতের জন্য বেশ কয়েকটি মাধ্যম রয়েছে।

যেগুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে বাস। তবে যাত্রীগণ নিজের সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে থাকে। বাসের চেয়ে ট্রেনে সুযোগ সুবিধা বেশি হওয়ায় যাত্রীগণ ট্রেনে সফর করতে ভালবাসে।

ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে পরামর্শ

  • যেহেতু এই রুটে শুধুমাত্র তিনটি ট্রেন চলাচল করে। তাই কয়েকদিন আগেই টিকিট কিনে রাখা ভালো।
  • টিকিট কেনার জন্য আপনি সরাসরি রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে যেতে পারেন।
  • অথবা, ঘরে বসে অনলাইনে টিকেট বুকিং করে রাখতে পারেন।
  • উভয় ক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে।
  • অনলাইনে ১০ দিনের অগ্রিম টিকেট উপলব্ধ করা থাকে।
  • টিকিট না পাওয়ার যন্ত্রনা থেকে বাঁচার জন্য আগেভাগেই অগ্রিম ক্রিকেট বুকিং করে রাখুন।
  • ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব অনেক।
  • ঢাকা থেকে কুষ্টিয়া ট্রেনে করে যেতে প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টার মতো সময় লেগে যায়।
  • এমন অবস্থায় যারা সাধারণ আসনে এই ৩ থেকে ৪ ঘণ্টার সফর করতে পারবেন না তারা এসি বা কমন এসি আসনের টিকিট কিনুন।
  • যারা ঢাকা থেকে কুষ্টিয়া দ্রুত পৌঁছাতে চান তারা মধুমতি এক্সপ্রেস ছাড়া বাকি দুইটি ট্রেনে যাতায়াত করুন।
  • কেননা মধুমতি এক্সপ্রেস সাড়ে চার ঘণ্টার মতো সময় লাগিয়ে দেয়।
  • যাত্রীগনদের জন্য সবচেয়ে ভালো সময় হবে সকাল ৮তা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেসে যাত্রা করা।

Read More : যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

উপসংহার

আজকের পোস্টে ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীগণদের উদ্দেশ্যে কিছু পরামর্শ আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

তাছাড়া বিভিন্ন স্থানের ট্রেনের সময়সূচি জানতে আমাদের ওয়েবসাইটের মেনুবার থেকে “Travel” এ ক্লিক করে আপনার পছন্দের স্থানের ট্রেনের সময়সূচি সহজে জেনে নিন।

Leave a Comment