ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

আজকে আলোচনা করব ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া নিয়ে। আপনারা যারা ভৈরব বাজার স্টেশন হতে ঢাকা যেতে চান। আর যাত্রা পথে কোন কোন ট্রেন রয়েছে এবং ট্রেনের সময়সূচী সম্পর্কে অবগত হতে চান তাহলে আজকের পোস্ট আপনার জন্য।

যারা ভৈরব থেকে ঢাকাগামী ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে ইচ্ছুক তারা আমাদের আজকের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ুন। এখানে শতভাগ নির্ভুল তথ্য পেয়ে যাবেন। মূল আলোচনার দিকে অগ্রসর হওয়া যাক।

Read More : ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

ভৈরব বাজার রেল স্টেশন হতে ঢাকা রেলওয়ে স্টেশনে দশটি ট্রেন যাতায়াত করে। ট্রেনে করে ভৈরব থেকে ঢাকা যেতে ১ ঘন্টা ৪০ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়।

তবে ট্রেনে যাতায়াত করা বা ভ্রমণ করা সহজ হওয়ায় যাত্রীগণ ট্রেনে যাতায়াত করতে সাচ্ছন্দ বোধ করেন। যে ১০ টি ট্রেন ভৈরব বাজার হতে ঢাকার রেলওয়ে স্টেশনে পৌঁছায় তাদের তালিকা হচ্ছে।

  • TURNA (741) | তূর্ণা (৭৪১)
  • UPABAN EXPRESS (740) | উপবন এক্সপ্রেস (৭৪০)
  • EGAROSINDHUR PROVATI (738) | এগারোসিন্ধুর প্রভাতি (৭৩৮)
  • CHATTALA EXPRESS (801) | চট্টলা এক্সপ্রেস (801)
  • KALNI EXPRESS (774) | কালনী এক্সপ্রেস (৭৭৪)
  • EGAROSINDHUR GODHULI (750) | এগারোসিন্ধুর গোধুলি (৭৫০)
  • MOHANAGAR EXPRESS (721) | মহানগর এক্সপ্রেস (৭২১)
  • KISHORGANJ EXPRESS (782) | কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২)
  • MAHANAGAR GODHULI (703) | মহানগর গোধুলি (৭০৩)
  • PARABAT EXPRESS (710) | পারাবত এক্সপ্রেস (৭১০)

সময়সূচি

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
তূর্ণা (৭৪১)সকাল ০৩:৩৩ মিনিট১ ঘন্টা ৪২ মিনিটকোনো ছুটি নেই
উপবন এক্সপ্রেস (৭৪০)সকাল ০৪:০৬ মিনিট১ ঘন্টা ৩৯ মিনিটসোমবার
এগারোসিন্ধুর প্রভাতি (৭৩৮)সকাল ০৮:২০ মিনিট২ ঘন্টা ১০ মিনিটকোনো ছুটি নেই
চট্টলা এক্সপ্রেস (৮০১)সকাল ১০:২১ মিনিট১ ঘন্টা ৪৯ মিনিটশুক্রবার
কালনী এক্সপ্রেস (৭৭৪)সকাল ১১:১০ মিনিট১ ঘন্টা ৫০ মিনিটশুক্রবার
এগারোসিন্ধুর গোধুলি (৭৫০)বিকাল ০২:৫৫ মিনিট১ ঘন্টা ৫০ মিনিটবুধবার
মহানগর এক্সপ্রেস (৭২১)বিকাল ০৪:৫৭ মিনিট১ ঘন্টা ৪৩ মিনিটরবিবার
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২)সন্ধ্যা ০৫:৪৮ মিনিট২ ঘন্টা ০৭ মিনিটসোমবার
মহানগর গোধুলি (৭০৩)সন্ধ্যা ০৭:০৭ মিনিট১ ঘন্টা ৪৮ মিনিটকোনো ছুটি নেই
পারাবত এক্সপ্রেস (৭১০)রাত ০৮:৩০ মিনিট১ ঘন্টা ৪৫ মিনিটমঙ্গলবার

Read More : ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ভৈরব থেকে ঢাকা ট্রেনের ভাড়া

আমরা জানি বাংলাদেশ রেলওয়ে’র প্রতিটি ট্রেনের বগিতে আসনের প্রকারভেদ রয়েছে। বাংলাদেশের প্রতিটি ট্রেনে ৪ রকমের আসন রয়েছে। প্রতি আসনের মানের ভিত্তিতে এদের ভাড়ার তারতম্য রয়েছে। আপনি যদি ভৈরব থেকে ঢাকা ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে সকল ৪ প্রকার আসনের ভাড়া নিম্নরূপ

AC_Bএ.সি. সিট৩৫১/- টাকা
S_CHAIRশোভন চেয়ার১০৫/- টাকা
F_SEATফার্স্ট ক্লাস সিট১৫৬/- টাকা
SNIGDHAস্নিগ্ধা১৯৬/- টাকা

নিজের যাত্রা সুবিধা ও ইচ্ছা অনুযায়ী এবং সাথে নিজের বাজেটের উপর ভিত্তি করে আপনি উপরের যেকোনো একটি সিট এর টিকিট ক্রয় করতে পারেন। আপনি চাইলে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা এপ থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন।

অথবা, ভৈরব বাজার রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে গিয়ে উপরের ট্রেনগুলোর কার্যদিবস বিবেচনা করে যে কোন পছন্দের একটি ট্রেনের টিকেট ক্রয় করতে পারেন। তবে মনে রাখবেন টিকিট ছাড়া রেলওয়ে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

অনলাইন থেকে টিকেট ক্রয় করার পর টিকিটের পিডিএফ নিয়ে স্টেশনের টিকেট কাউন্টারে যেতে হবে। সাথে যে এনআইডি কার্ড দিয়ে টিকেট কেনা হয়েছে সেটি থাকতে হবে। এরপর মূল টিকের সংগ্রহ করতে পারবেন। ট্রেন স্টেশনে প্রবেশ করার আগেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করবেন।

এয়ারপোর্ট টু ভৈরব ট্রেনের সময়সূচী ২০২৪

এয়ারপোর্ট টু ভৈরব ট্রেনের সময়সূচী ২০২৪ অনুযায়ী এই রুটে মোট ৭ টি ট্রেন চলাচল করছে। আপনি নিজের সময় ও চাহিদামতো যেকোনো একটি ট্রেন বেছে নিতে পারেন। ট্রেনগুলো হচ্ছে –

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
পারাবত এক্সপ্রেস (৭০৯)সকাল ০৬:৫৮ মিনিট১ ঘন্টা ০৫ মিনিটমঙ্গলবার
এগারোসিন্ধুর প্রভাতি (৭৩৭)সকাল ০৭:৪৩ মিনিট১ ঘন্টা ১০ মিনিটবুধবার
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১)সকাল ১০:৫৮ মিনিট১ ঘন্টা ১৭ মিনিটসোমবার
চট্টলা এক্সপ্রেস (৮০২)দুপুর ০২:১২ মিনিট১ ঘন্টা ১৮ মিনিটশুক্রবার
এগারোসিন্ধুর গোধুলি (৭৪৯)রাত ০৭:১৩ মিনিট১ ঘন্টা ১৭ মিনিটকোনো ছুটি নেই
মহানগর এক্সপ্রেস (৭২২)রাত ০৯:৪৮ মিনিট১ ঘন্টা ১২ মিনিটরবিবার
উপবন এক্সপ্রেস (৭৩৯)রাত ১০:২৮ মিনিট১ ঘন্টা ১২ মিনিটবুধবার

Read More : ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

যাত্রীর সম্বন্ধে কিছু কথা ও টিপস

আমরা যারা প্রতিনিয়ত বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করে থাকি তারা ট্রেনের নিয়ম-কানুন সম্পর্কে অবগত রয়েছে। তবে যারা বাংলাদেশ রেলওয়েতে নতুন যাত্রী তাদের সম্পর্কে আমি কিছু টিপস বা কথা জানিয়ে দিতে চাই।

  1. সব সময় ট্রেনের সময়সূচী এবং আপনার যাত্রা তারিখ মিলিয়ে ট্রেনের টিকেট ক্রয় করবেন।
  2. চেষ্টা করুন যে ট্রেনগুলো প্রতিদিন চলাচল করে সেগুলো টিকেট ক্রয় করার।
  3. যেহেতু ভৈরব থেকে ঢাকা পৌঁছাতে দুই ঘণ্টার মতো সময় লাগে। তাই বেশি দামি টিকেট ক্রয় করার কোন প্রয়োজন নেই।
  4. আপনি সাধারণ শোভন চেয়ারের টিকেট ক্রয় করুন।
  5. ট্রেনে ভ্রমণ করার সময় জানালা থেকে হাত কিংবা মাথা বের করবেন না।
  6. অনলাইনে টিকিট ক্রয় করলে, স্টেশনের ট্রেন ঢোকার আগেই টিকিটের pdf দেখিয়ে টিকিট কাউন্টার থেকে মূল টিকেট সংগ্রহ করুন।
  7. বিনা টিকিটে কখনোই ট্রেনে ভ্রমণ করবেন না

উপসংহার

আজকের পোস্টে ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment