খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং সুপরিচিত একটি জেলা। ব্যবসা, বাণিজ্য ও ব্যক্তিগত নানা কারণে এই জেলার লোকজন বিভিন্ন জেলায় বা শহরে যাতায়াত করে থাকেন। আজকে বিশেষ করে আলোচনা করব যারা খুলনা জেলা

থেকে চুয়াডাঙ্গায় যেতে চান তাদের উদ্দেশ্যে। এই যাতায়াতের জন্য যারা রেলপথ ব্যবহার করতে চান তারা আমাদের আজকের পোস্ট থেকে অনেক সহায়তা পেতে পারবেন। এই পোস্টে আলোচনা করা হবে খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে।

আমরা আমাদের এই ব্লগ সাইটে প্রতিনিয়ত আপনাদের সাহায্য ও সহযোগিতার জন্য কনটেন্ট দিয়ে আসছি। আজকেও আপনাদের সুবিধা প্রদানের জন্য এই বিষয়ের উপর পোস্ট লেখা হবে। তো চলুন মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক।

Read More : খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী ২০২৪

খুলনা রেলওয়ে স্টেশন হতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রতিদিন মোট ছয়টি ট্রেন চলাচল করে। আসলে প্রতিদিন ছয়টি ট্রেন বললে ঠিক হবে না। এই ট্রেনগুলোর প্রত্যেকটি সপ্তাহে একদিন করে বন্ধ থাকে।

কোন ট্রেন কোন দিন বন্ধ থাকে এটি আপনি ট্রেনের সময়সূচিতে জেনে যাবেন। তাছাড়া, আগে আমাদের জেনে রাখা উচিত এই ছয়টি ট্রেনের নাম কি। ছয়টি ট্রেনের নাম হচ্ছে,

  • KAPOTAKSHA EXPRESS (715) – কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)
  • RUPSHA EXPRESS (727) – রূপসা এক্সপ্রেস (৭২৭)
  • CHITRA EXPRESS (763) – চিত্রা এক্সপ্রেস (৭৬৩)
  • SAGARDARI EXPRESS (761) – সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)
  • SIMANTA EXPRESS (747) – সিমান্ত এক্সপ্রেস (৭৪৭)
  • SUNDARBAN EXPRESS (725) – সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)

সময়সূচী

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫)সকাল ০৬:৪৫ মিনিট২ ঘন্টা ৪০ মিনিটশুক্রবার
রূপসা এক্সপ্রেস (৭২৭)সকাল ০৭:১৫ মিনিট২ ঘন্টা ৪৮ মিনিটবৃহস্পতিবার
চিত্রা এক্সপ্রেস (৭৬৩)সকাল ০৯:০০ মিনিট২ ঘন্টা ৫০ মিনিটরবিবার
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১)বিকাল ০৪:০০ মিনিট২ ঘন্টা ৪৫ মিনিটসোমবার
সিমান্ত এক্সপ্রেস (৭৪৭)রাত ০৯:১৫ মিনিট২ ঘন্টা ৪১ মিনিটসোমবার
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)রাত ০৯:৪৫ মিনিট২ ঘন্টা ৩৫ মিনিটমঙ্গলবার

উপরে আপনার যাতায়াতের রুটে সকল ট্রেনের সময়সূচী জানিয়ে দেওয়া হয়েছে। আপনি যে সময় যাত্রা করতে চাচ্ছেন। তার সময়ের সাথে মিলিয়ে যে ট্রেনটি উপলব্ধ পাচ্ছেন তাতেই যাত্রা করার চেষ্টা করুন। এই ট্রেনগুলোতে খুলনা জেলার লোকজনের জন্য কয়টি সিট বরাদ্দ রয়েছে, এবং এই আসনগুলোর ভাড়া কেমন তা নিচে জানানো হয়েছে।

Read More : চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের ভাড়া ২০২৪

খুলনা থেকে চুয়াডাঙ্গা যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মোট চার রকমের আসন বরাদ্দ করে রেখেছে। প্রত্যেকটি আসনের সেবা, সুবিধা ও কমফোর্ট এর উপর ভিত্তি করে এর টিকেটের মূল্যে বেশ ভালো তারতম্য রয়েছে।

এই রুটে যাত্রীদের জন্য যে চার ধরনের আসন বরাদ্দ রয়েছে তাদের নাম ও ভাড়া নিচে দেওয়া হলো।

S_CHAIR১৫৫ টাকা/-
SNIGDHA২৯৯ টাকা/-
AC_B৫৩৫ টাকা/-
AC_S৩৫৭ টাকা/-

চুয়াডাঙ্গা থেকে খুলনা কত কিলোমিটার?

চুয়াডাঙ্গা থেকে খুলনা অনেক দূরে অবস্থিত। দুটি ভিন্ন ভিন্ন শহর। চুয়াডাঙ্গা থেকে খুলনা প্রায় ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য রয়েছে রেলপথ, বাস, মাইক্রো বা কার ইত্যাদি মাধ্যম।

যারা এ দুটি শহরের যেকোনো একটি থেকে অপর শহরে যেতে চান তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং আরামদায়ক মাধ্যম হচ্ছে ট্রেন। যেখানে অন্যান্য যানবাহন আপনাকে খুলনা থেকে চুয়াডাঙ্গা পৌঁছে দিতে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো সময় নেবে।

সেখানে বাংলাদেশ রেলওয়ের ট্রেন আপনাকে ২ ঘন্টা ৩০ মিনিট অথবা, ২ ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই খুলনা হতে চুয়াডাঙ্গা পৌঁছে দিবে।

খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের অনলাইন টিকেট বুকিং

খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের যাতায়াত করার জন্য সবার আগে আপনাকে টিকেট ক্রয় করতে হবে। আপনি কোন ট্রেনে যাতায়াত করবেন এটি নির্বাচন করার পর আপনাকে সে ট্রেনের টিকেট ক্রয় করতে হবে। টিকিটের ভাড়া কত সেটি উপরে জানিয়ে দেওয়া হয়েছে।

এখন কথা হচ্ছে টিকেট কিভাবে ক্রয় করবেন। আপনি দুইভাবে টিকেট ক্রয় করতে পারেন। একটি হচ্ছে সরাসরি টিকেট কাউন্টারে গিয়ে। অপরটি হচ্ছে নিজের বাড়িতে বসে স্মার্ট ফোন বা এন্ড্রয়েড ফোনের মাধ্যমে অনলাইনে টিকিট কিনে। কিভাবে অনলাইনে টিকিট কিনবেন তা জেনে নিন –

  • গুগলে “বাংলাদেশ রেলওয়ে “Bangladesh Railway” লিখে সার্চ করুন।
  • আপনার সামনে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে।
  • সেখানে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্টার অপশনে নিজের এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্টার করুন।
  • এরপর আপনি যে স্টেশন থেকে যাত্রা করবেন সেটি নির্বাচন করুন।
  • তারপর আপনার গন্তব্যের স্টেশন বা আপনি যেখানে যেতে চাচ্ছেন সেই স্টেশন নির্বাচন করুন।
  • কোন তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন।
  • কোন আসনে টিকিট ক্রয় করতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন।
  • এবার সার্চ করুন। আপনার সামনে সকল ট্রেনের টিকিট চলে আসবে।
  • আপনার পছন্দের ট্রেনের সময়সূচীর উপর ভিত্তি করে সেই ট্রেনের উপলব্ধ টিকিট ক্রয় করুন।
  • টিকেট ক্রয় করার শেষ পর্যায়ে আপনাকে টিকিটের মূল্য প্রদান করতে হবে।
  • এর জন্য আপনি মোবাইল ব্যাংকিং এর নগদ বা বিকাশ ব্যবহার করতে পারেন।
  • টিকিট ক্রয় করা সম্পন্ন হলে পিডিএফ সংরক্ষণ করুন। পরবর্তীতে স্টেশনের টিকেট কাউন্টারে গিয়ে পিডিএফ প্রদর্শন করে মূল টিকেট সংগ্রহ করে নিন।

Read More : চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের অনলাইন টিকেট বুকিং

উপসংহার

আজকের পোস্টে খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে খুলনা থেকে চুয়াডাঙ্গা ট্রেনের অনলাইন টিকেট বুকিং করার নিয়ম আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment