পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

পঞ্চগড় এবং দিনাজপুর উভয় হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দুটি জেলা ও শহর। যেখানে পঞ্চগড় জেলার সাথে লেগে আছে ভারতের সীমানা। অপরদিকে দিনাজপুর হচ্ছে উত্তরাঞ্চলের অত্যান্ত উন্নত এবং বিখ্যাত একটি জেলা ও শহর। দিনাজপুর লিচু ও চা বাগান এর জন্য অত্যন্ত বিখ্যাত। পঞ্চগড় এবং দিনাজপুর জেলার মধ্যে তেমন কোনো বড় দূরত্ব নেই।

তাছাড়াও শহর দুটি পাশাপাশি অবস্থান করায় এক জেলার মানুষ নানা কাজে ওপর জেলায় যাতায়াত করে। যেখানে তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হচ্ছে ট্রেন বা বাংলাদেশ রেলওয়ে। তাই যারা পঞ্চগড় জেলা হতে দিনাজপুর জেলায় ট্রেনের মাধ্যমে যাতায়াত কিংবা ভ্রমণ করতে চাচ্ছেন তারা আজকের পোস্টের মাধ্যমে অনেক উপকৃত হবেন।

কেননা এই পোস্টে আলোচনা করব পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। আশা করছি আজকের আলোচনা আপনার জন্য সহায়ক হবে এবং যাবতীয় সকল তথ্য আপনি এই আলোচনার মাধ্যমে পেয়ে যাবেন। তাই শেষ অব্দি পোস্টটি ভালো করে পড়ুন।

Read More : ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী ২০২৪

পঞ্চগড় থেকে দিনাজপুর রেলওয়ে রুটে বাংলাদেশ রেলওয়ের মোট ৫টি ট্রেন সপ্তাহজুড়ে চলাচল করে। এই ট্রেনগুলোর মধ্যে ১টি হচ্ছে সিটি এক্সপ্রেস ট্রেন। আর বাকিগুলো হচ্ছে আন্তনগর ও লোকাল ট্রেন। আমরা প্রথমে ট্রেনগুলোর নাম জেনে নেবো এরপরে ট্রেনগুলোর সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য ছক আঁকারে জেনে নিবো। ট্রেন ৫টির নাম হচ্ছে –

  1. DOLONCHAPA EXPRESS (768) – দোলনচাপা এক্সপ্রেস (৭৬৮)
  2. DRUTOJAN EXPRESS (758) – দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮)
  3. BANGLABANDHA EXPRESS (804) – বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৪)
  4. PANCHAGARH EXPRESS (794) – পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪)
  5. EKOTA EXPRESS (706) – একতা এক্সপ্রেস (৭০৬)

সময়সূচী

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
দোলনচাপা এক্সপ্রেস (৭৬৮)সকাল ০৬:০০ মিনিট২ ঘন্টা ২৮ মিনিটকোনো ছুটি নেই
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮)সকাল ০৭:২০ মিনিট২ ঘন্টা ১৫ মিনিটকোনো ছুটি নেই
বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৪)সকাল ০৯:০০ মিনিট২ ঘন্টা ০৬ মিনিটশনিবার
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪)দুপুর ১২:২০ মিনিট১ ঘন্টা ৫৩ মিনিটকোনো ছুটি নেই
একতা এক্সপ্রেস (৭০৬)রাত ০৯:১০ মিনিট১ ঘন্টা ৫৫ মিনিটকোনো ছুটি নেই

Read More : ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের ভাড়া ২০২৪

পঞ্চগড় থেকে দিনাজপুর যাতায়াতের জন্য রেলওয়ে রুটে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যে ৫টি ট্রেন বরাদ্দ করে রেখেছে সেই সকল ট্রেনগুলোতে কমবেশি ৬ রকমের আসন বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ যেসব যাত্রীগণ পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের মাধ্যমে যেতে চাচ্ছেন তারা ৬ রকমের আসন বরাদ্দ পেয়েছেন। যেখানে সর্বনিম্ন আসনের টিকেট মূল্য ১০০/- টাকা।

অপরদিকে সর্বোচ্চ আসনের টিকেট মূল্য ৪১৪/- টাকা। অবশ্যই টিকেট মূল্যে যেমন পার্থক্য দেখা যাচ্ছে তেমনি আসনের মানের মধ্যেও পার্থক্য আছে। যত ভালো মানের আসন নিতে চাচ্ছেন টিকেট মূল্য তার উপর নির্ধারণ করবে। আসুন একনজরে ৬ রকমের ভিন্ন ভিন্ন আসনের টিকেট মূল্য দেখে নিই।

SHOVAN১০০/- টাকা
S_CHAIR১২০/- টাকা
F_SEAT১৮৪/- টাকা
SNIGDHA২৩০/- টাকা
AC_S২৭৬/- টাকা
AC_B৪১৪/- টাকা

পঞ্চগড় থেকে দিনাজপুর কত কিলোমিটার?

পঞ্চগড় থেকে দিনাজপুর প্রায় ৯৪ কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে ঢাকা-রংপুর হাইওয়ে-এর উপর দিয়ে বাস কিংবা অন্য চার চাকার গাড়ির মাধ্যমে এক শহর থেকে অপর শহরে যাতায়াত করলে আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে যায়। অপরদিকে ট্রেনের মাধ্যমে যাতায়াত করলে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা। যাত্রীগণ তাদের বাজেট, সময় ও সুবিধা বিবেচনা করে একেক মাধ্যম ব্যবহার করে থাকেন।

Read More : ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের টিকেট ক্রয়

  • টিকেট ক্রয় করার দুটি মাধ্যম আছে। একটি অনলাইনে, অপরটি অফলাইনে টিকেট কাউন্টারে গিয়ে।
  • ট্রেন স্টেশনে আসার আগেই টিকেট ক্রয় করে রাখুন।
  • যেহেতু ২ ঘন্টার যাত্রা। তাই কম বাজেটের টিকেট ক্রয় করা বুদ্ধিমানের কাজ হবে।
  • আপনি অর্থবান হলে নিজের সুবিধার জন্য উচ্চমূল্যের টিকেট ক্রয় করতে পারবেন। এতে প্রচুর সুবিধাজনক আসন পেয়ে যাবেন।
  • অনলাইনে টিকেট ক্রয় করার জন্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে যেতে হবে।
  • আপনি বিকাশ কিংবা নগদ এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। সাথে টিকেট এর পিডিএফ পেয়ে যাবেন।
  • পিডিএফ দেখিয়ে টিকেট কাউন্টার থেকে মূল টিকেট সংগ্রহ করতে হবে।
  • অনলাইনে টিকেট ক্রয় করার সময় এনআইডি কার্ড দিয়ে লগইন করতে হবে।
  • ট্রেনে ভ্রমণের সময় অবশ্যই এনআইডি কার্ড সাথে রাখুন।
  • সাবধান! বিনা টিকেটে রেল ভ্রমণ করবেন না।

উপসংহার

আজকের পোস্টে পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীগণদের উদ্দেশ্যে কিছু পরামর্শ আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

তাছাড়া বিভিন্ন স্থানের ট্রেনের সময়সূচি জানতে আমাদের ওয়েবসাইটের মেনুবার থেকে “Travel” এ ক্লিক করে আপনার পছন্দের স্থানের ট্রেনের সময়সূচি সহজে জেনে নিন।

Leave a Comment