ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

যারা ঢাকা থেকে রংপুরে ট্রেনে করে আসতে চান আজকের পোস্ট তাদের জন্য। আজকের পোস্টে আলোচনা করা হবে ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। আপনি যদি এ বিষয়ে জানতে ইচ্ছুক তাহলে আমাদের সম্পূর্ণ পোস্ট ভালোভাবে পড়ুন।

বলতে গেলে ঢাকা হচ্ছে বাংলাদেশের মানচিত্রে সবার মাঝখানে অবস্থিত একটি উন্নত শহর। এটি বাংলাদেশের বৃহত্তম একটি শহর এবং বাংলাদেশের রাজধানী। অপরদিকে রংপুর হচ্ছে উত্তরাঞ্চলের বিভাগীয় জেলা।

উত্তরাঞ্চলের প্রায় সকল জেলা রংপুর বিভাগের অধীনে রয়েছে। ঢাকা ও রংপুর উভয় স্টেশন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটি স্টেশন। ঢাকা শহর রাজধানী হওয়ায় বিভিন্ন কাজে সারা দেশ থেকে মানুষজন ঢাকা শহরে পৌঁছান। ঢাকা যেতে সবচেয়ে সহজ মাধ্যম ও মানুষদের কাছে গ্রহণযোগ্য মাধ্যমটি হচ্ছে রেলওয়ে।

Read More : খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ২০২৪

ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী জানার আগে এটি জেনে রাখতে হবে যে ঢাকা থেকে রংপুর এই রুটে কয়টি ট্রেন চলাচল করে। তাহলে ঢাকা থেকে রংপুর রেলওয়ে রুটে মোট দুটি ট্রেন চলাচল করে।

  1. RANGPUR EXPRESS (771) | রংপুর এক্সপ্রেস (৭৭১)
  2. KURIGRAM EXPRESS (797) । কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭)

এই ট্রেনগুলোর প্রত্যেকটি সপ্তাহে একদিন করে বন্ধ থাকে। সেটি কোন দিন এবং এই ট্রেনগুলো কয়টার দিকে ঢাকা স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হয় এই সকল তথ্য নিচের দিকে পেয়ে যাবেন।

সময়সূচী

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
রংপুর এক্সপ্রেস (৭৭১)সকাল ০৯:১০ মিনিট১০ ঘন্টাসোমবার
কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭)রাত ০৮:৪৫ মিনিট৮ ঘন্টা ১৬ মিনিটবুধবার

ঢাকা থেকে রংপুর ট্রেনের ভাড়া ২০২৪

ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য মোট দুইটি ট্রেন রয়েছে। এই ট্রেনগুলোতে কয়েক প্রকারের আসন বরাদ্দ রয়েছে। যাত্রীগণ নিজের বাজেট ও ইচ্ছা অনুযায়ী যেকোনো ধরনের আসন টিকিটের মাধ্যমে নিতে পারেন।

এই আসন গুলোর ভাড়া ভিন্ন প্রকার। যার ভাড়া যত বেশি সে আসনটি আপনার জন্য তত আরামদায়ক হবে। ভাড়াগুলো নিম্নরূপ,

AC_B১৬২২/- টাকা
S_CHAIR৫০৫/- টাকা
SNIGDHA৯৬৬/- টাকা
AC_S১১৬২/- টাকা

Read More : ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া

ভিন্ন রুটে ঢাকা থেকে রংপুর ট্রেনে যাতায়াত

হ্যাঁ, বন্ধুরা ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য আরেকটি ট্রেনের রুট রয়েছে। তবে ঢাকা থেকে রংপুর সরাসরি ভাবে এই দুইটি ট্রেন পৌঁছায়। আপনি যদি অন্যরুটে রংপুর যেতে চান তাহলে আপনাকে একটি অথবা, দুইটি ট্রেন বদল করতে হবে।

এই রুটটি আপনি তখনই ব্যবহার করুন যখন আপনি ঢাকা টু রংপুর ট্রেনের কোন টিকেট না পেয়ে থাকেন। রংপুরের কাছাকাছি একটি শহরের নাম হচ্ছে পার্বতীপুর। পার্বতীপুর রেলওয়ে স্টেশন হচ্ছে একটি জংশন।

এই জংশন থেকে একটি রুট রংপুরের দিকে, একটি চিলাহাটির দিকে এবং অপরটি দিনাজপুরের দিকে চলে যায়। কাজেই এই জংশন দিয়ে ঢাকাগামী অনেক কয়েকটি ট্রেন প্রতিদিন যাতায়াত করে। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে –

  1. আপনার ভ্রমণের তারিখে ঢাকা হতে পার্বতীপুরের কোন টিকেট উপলব্ধ রয়েছে কিনা সেটি দেখুন।
  2. থাকলে আপনি টিকিটটি কিনে নিন।
  3. এরপর আপনি পার্বতীপুর জংশনে পৌঁছে যাবেন।
  4. সেখানে টিকেট কাউন্টার থেকে রংপুরগামী যে কোন একটি ট্রেনের টিকিট কেঁটে নিন।
  5. এতে করে সরাসরি ঢাকা থেকে রংপুর যাওয়ার ট্রেনের টিকেট না পেলেও আপনি অন্য রুটের মাধ্যমে রংপুর পৌঁছে যাবেন।

ঢাকা থেকে রংপুর কত কিলোমিটার?

আগেই জানিয়ে দিয়েছি রংপুর হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি বিভাগীয় জেলা ও অন্যতম বড় শহর। আর ঢাকা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রে অবস্থিত রাজধানী। এই দুইটি বড় বড় শহরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ২৯৬.৪ কিলোমিটার

ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে রংপুর অথবা রংপুর থেকে ঢাকা পৌঁছাতে মোট ৮ থেকে ৯ ঘন্টার মত সময় লেগে থাকে। অপরদিকে বাসের মাধ্যমে যেতে ১২ হতে ১৩ ঘণ্টার মতো সময় লাগতে পারে।

Read More : ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

রংপুর এক্সপ্রেস ঢাকা থেকে রংপুর

রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর শহরের নামেই রাখা হয়েছে। এটি রংপুর শহরের সাথে রাজধানী ঢাকার সংযোগ স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন। রংপুর এক্সপ্রেস শুধুমাত্র সোমবার বাদে সপ্তাহের প্রতিদিন চলাচল করে।

এটি যাত্রীদের রংপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে রংপুরে পৌঁছে দেয়। রংপুর এক্সপ্রেস ঢাকা থেকে রংপুর যাওয়ার সময়সূচী উপরে উল্লেখ করা আছে। সোমবার বাদে এটি প্রতিদিন সকাল ৯ঃ১০ মিনিটে ঢাকার স্টেশন হতে রংপুর রেলওয়ে স্টেশনের দিকে রওনা দেয়।

আর প্রায় ১০ ঘণ্টার মতো যাত্রা করে প্যাসেঞ্জারদের রংপুরে পৌঁছে দেয়। এর মাঝখানে এটি সান্তাহার, বগুড়া এবং গাইবান্ধা ইত্যাদি বড় বড় শহর হয়ে রংপুর পৌঁছায়।

যারা ট্রেনটিতে ভ্রমণ করতে ইচ্ছু। অথবা ঢাকা থেকে রংপুর এই রংপুর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আসতে চান তারা যে কাজটি করবেন –

  • ঢাকা রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার থেকে রংপুর এক্সপ্রেস এর টিকেট কেটে নিতে পারেন।
  • চাইলে আপনি অনলাইনেও টিকিট কাটতে পারেন।
  • এর জন্য আপনাকে বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটার অফিশিয়াল অ্যাপটি ইন্সটল করতে হবে।
  • অথবা, আপনি চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও টিকিটটি ক্রয় করতে পারেন।
  • এর জন্য আপনার এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে।
  • আপনি টিকেট ক্রয় করার জন্য বিকাশ, নগদ ব্যবহার করতে পারেন।
  • টিকেট কাটার পর পিডিএফ সংগ্রহ করুন এবং টিকেট কাউন্টারে গিয়ে pdf টি দেখিয়ে মূল টিকিটটি নিয়ে নি।
  • এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি রংপুর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে রংপুর যাতায়াত করতে পারবেন।

উপসংহার

আজকের পোস্টে ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment