ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ট্রেনে যাতায়াত কিংবা ভ্রমণ করতে আমরা সকলেই পছন্দ করি। বাংলাদেশে যাতায়াত কিংবা ভ্রমণের অনেকগুলো মাধ্যম থাকা সত্ত্বেও লোকেরা ট্রেনে ভ্রমণ করতে সাচ্ছন্দবোধ করেন।

এর পিছনে প্রধান কারণ হচ্ছে ট্রেনে যাতায়াত খরচ অনেক কম সাথে নিরাপত্তার হার অনেক বেশি। এছাড়াও ট্রেনে রয়েছে যাত্রীগণের জন্য অনেকগুলো সুযোগ-সুবিধা। তাই যারা ভ্রমণ পিপাসু তারা ট্রেনে ভ্রমণ করতেই পছন্দ করেন।

সেটি হোক দূরবর্তী কোনো স্থানে কিংবা নিকটবর্তী কোনো স্থানে। যারা ঢাকা থেকে বি বাড়িয়া/ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে যাতায়াত করতে চাচ্ছেন আজকের পোস্ট তাদের জন্য।

আজকে আলোচনা করবো ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। এই বিষয়ে সকল তথ্য জানতে আমাদের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে উপলদ্ধি করুন।

Read More : ভৈরব থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী

আপনি যদি ঢাকা হতে বি বাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া; অথবা ব্রাহ্মণবাড়িয়া হতে ঢাকা যেতে চান। তাহলে আপনাকে জেনে রাখতে হবে যে ঢাকা টু বি বাড়িয়া রুটে মোট সাতটি ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর মধ্যে অনেকগুলো ট্রেন সপ্তাহে একদিন অথবা দুইদিন করে বন্ধ থাকে।

তবে কয়েকটি ট্রেন আছে যেগুলো প্রত্যেকদিনই চলাচল করে। ঢাকা থেকে বি বাড়িয়া যাওয়ার পথে যে ৭ টি ট্রেন চলাচল করে সেগুলো হচ্ছে।

  • PARABAT EXPRESS (709) | পারাবত এক্সপ্রেস (৭০৯)
  • MAHANAGAR PROVATI (704) | মহানগর প্রভাতি (৭০৪)
  • JAYENTIKA EXPRESS (717) । জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)
  • CHATTALA EXPRESS (802) | চট্টলা এক্সপ্রেস (৮০২)
  • UPAKUL EXPRESS (712) । উপকুল এক্সপ্রেস (৭১২)
  • MOHANAGAR EXPRESS (722) । মহানগর এক্সপ্রেস (৭২২)
  • TURNA (742) | তূর্ণা (৭৪২)

সময়সূচি

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
পারাবত এক্সপ্রেস (৭০৯)সকাল ০৬:৩০ মিনিট১ ঘন্টা ৫৬ মিনিটমঙ্গলবার
মহানগর প্রভাতি (৭০৪)সকাল ০৭:৪৫ মিনিট১ ঘন্টা ৪ মিনিটকোনো ছুটি নেই
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)সকাল ১১:১৫ মিনিট১ ঘন্টা ৫৬ মিনিটমঙ্গলবার
চট্টলা এক্সপ্রেস (৮০২)দুপুর ০১:৪৫ মিনিট২ ঘন্টা ১০ মিনিটশুক্রবার
উপকুল এক্সপ্রেস (৭১২)বিকাল ০৩:১০ মিনিট২ ঘন্টা ০৭ মিনিটমঙ্গলবার
মহানগর এক্সপ্রেস (৭২২)রাত ০৯:২০ মিনিট২ ঘন্টা ০৮ মিনিটরবিবার
তূর্ণা (৭৪২)রাত ১১:১৫ মিনিট১ ঘন্টা ৫৭ মিনিটকোনো ছুটি নেই

Read More : চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের ভাড়া

আমরা সকল সাতটি ট্রেনের সময়সূচী, যাত্রার সময় ও ছুটির দিন সম্পর্কে জেনে গেছি। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানার হচ্ছে এ সকল ট্রেনের টিকিটের মূল্য কেমন। আপনি যদি ঢাকা হতে ব্রাহ্মণবাড়িয়া যেতে চান তাহলে ট্রেনের টিকেট ভাড়া জানা অত্যন্ত জরুরী।

যেহেতু আমরা জানি, বাংলাদেশ রেলওয়ে এর প্রতিটি ট্রেনে আলাদা আলাদা আসন ও সার্ভিসের উপর ভিত্তি করে ট্রেনের টিকিটের কিছুটা মূল্য কম বেশি হয়ে থাকে। যেমন ঢাকা থেকে বি বাড়িয়া যাওয়ার পথে আপনার ট্রেনের ভাড়া নিম্নরূপ।

AC_B৪৮৯/- টাকা
S_CHAIR১৪৫/- টাকা
F_SEAT২১৯/- টাকা
SNIGDHA২৭৬/- টাকা
F_BERTH৩২৮/- টাকা
AC_S৩২৮/- টাকা
SHOVAN১২০/- টাকা

বি বাড়িয়া টু ঢাকা তিতাস ট্রেনের সময়সূচী ২০২৪

যারা বি বাড়িয়া টু ঢাকা তিতাস ট্রেনের সময়সূচী ২০২৪ জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিতে চায়; ঢাকা টু বি বাড়িয়া রুটে এখন কোনো তিতাস ট্রেন চলাচল করে না। হয়তো বা আগে চলাচল করতো। তবে বর্তমানে এই ট্রেনটি উক্ত রুটে চলাচল করছে না।

ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের যাত্রীদের সম্পর্কে কিছু কথা

আপনারা যারা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে করে যাতায়াত করতে চাচ্ছেন। তারা উপরে দেওয়া তথ্য গুলো থেকে ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন। এবার আমরা যাত্রীদের কাছে কিছু কথা জানিয়ে দিতে চাই। যেটি আপনার উপকারে আসবে।

  • সর্বপ্রথম মনে রাখবেন বিনা টিকিটে রেল ভ্রমণ করবেন না।
  • যেহেতু আপনার যাত্রার সময় কমপক্ষে দুই ঘন্টা। কাজে বেশি দামি টিকেট কিনে কোন লাভ হবে না।
  • আপনি শোভন চেয়ারের ১২০ অথবা ১৪৫ টাকার টিকিট কিনুন। তবে যারা কমফোর্ট নিতে চান তারা নিজের সাধ্য অনুযায়ী কিনতে পারেন।
  • বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের সময় নিজের জিনিসপত্র ও মালের হেফাজত নিজে করুন।
  • আপনি চাইলে অনলাইনেও টিকেট কাটতে পারেন। এর জন্য আপনাকে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অ্যাপের ব্যবহার করতে হবে।
  • অনলাইনে টিকিট কাটার পর পিডিএফ সংগ্রহ করুন।
  • আপনার ট্রেনটি স্টেশনে ঢোকার আগেই পিডিএফ দেখিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন।
  • যে এনআইডি কার্ড দিয়ে টিকিট কিনেছেন সেটি সাথে নিয়ে ভ্রমণ করুন।

ট্রেনে যাত্রা করার আগে এই সামান্য কিছু কথা জেনে রাখা জরুরি। অনেকেই অভিজ্ঞ থাকতে পারেন। আবার, অনেকেই আছেন যারা প্রতিনিয়ত রেল ভ্রমণ করেন। তবে আমার এই উপদেশগুলো ছিল তাদের জন্য যারা প্রথমবার রেল ভ্রমণ করছেন। সাথে রেল ভ্রমণের কোনো অভিজ্ঞতা কিংবা নিয়ম জানা নেই।

Read More : খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

বিমানবন্দর টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ২০২৪

বিমানবন্দর টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ২০২৪ অনুযায়ী এই রুটে মোট ৫ টি ট্রেন চলাচল করছে। আপনি নিজের সময় ও চাহিদামতো যেকোনো একটি ট্রেন বেছে নিতে পারেন। ট্রেনগুলো হচ্ছে –

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
পারাবত এক্সপ্রেস (৭০৯)সকাল ০৬:৫৮ মিনিট১ ঘন্টা ২৮ মিনিটমঙ্গলবার
মহানগর প্রভাতি (৭০৪)সকাল ০৮:১২ মিনিট১ ঘন্টা ২৭ মিনিটকোনো ছুটি নেই
চট্টলা এক্সপ্রেস (৮০২)দুপুর ০২:১২ মিনিট১ ঘন্টা ৪৩ মিনিটশুক্রবার
উপকুল এক্সপ্রেস (৭১২)বিকাল ০৩:৩৮ মিনিট১ ঘন্টা ৩৯ মিনিটমঙ্গলবার
মহানগর এক্সপ্রেস (৭২২)রাত ০৯:৪৮ মিনিট১ ঘন্টা ৪০ মিনিটরবিবার

বিমানবন্দর টু বি বাড়িয়া ট্রেনের ভাড়া ২০২৪ সালে ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের ভাড়ার অনুরূপ। অর্থাৎ উপরে যে ভাড়ার ছকটি উপস্থাপন করা হয়েছে বিমানবন্দর টু বি বাড়িয়া যাওয়ার সময়ও ট্রেনে একই ভাড়া প্রযোজ্য হবে। কাজেই ভাড়া জানার জন্য উপরের ভাড়ার তালিকাটি দেখে নিন।

উপসংহার

আজকের পোস্টে ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment