দিনাজপুর থেকে পঞ্চগড় ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

বাংলাদেশের ভ্রমণের জন্য ট্রেনকে সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। অসংখ্য ছোট বড় জেলা এবং উপজেলায় ট্রেন চলাচল করে। বাংলাদেশের অভ্যন্তরে ট্রেন চালনা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজকে আলোচনা করতে চাচ্ছি দিনাজপুর থেকে পঞ্চগড় ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে।

আমরা সকলেই জানি দিনাজপুর এবং পঞ্চগড় উভয় জেলা বাংলাদেশের বিখ্যাত জেলাগুলোর মধ্যে একটি।যেখানে পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের মধ্যবর্তী জেলা। এই জেলার সাথে ভারতের সীমানা লেগে আছে। তাছাড়াও পঞ্চগড় জেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত একটি জেলা।

এর পার্শ্ববর্তী কিংবা প্রতিবেশী জেলা হিসেবে দিনাজপুর জেলা পরিচিত। দুটি জেলার মধ্যে দূরত্ব তেমন একটা নেই বললেই চলে। তাছাড়া বিভিন্ন কাজে জেলা থেকে অপর জেলায় মানুষজন যাতায়াত করে থাকেন। এসব যাত্রীদের কাছে সবচেয়ে বিশ্বস্থ মাধ্যম হচ্ছে ট্রেন। এছাড়াও দিনাজপুর থেকে পঞ্চগড় যাওয়ার জন্য আরও বিভিন্ন যাতায়াতের মাধ্যম রয়েছে।

যেমন বাস, ট্যাক্সি বা মাইক্রো, সিএনজি, অটো ইত্যাদি। ট্রেনে যাতায়াত করা সুবিধাজনক এবং অন্যান্য মাধ্যমের তুলনায় সাশ্রয়ী হওয়ায় লোকজন ট্রেনে যাতায়াত করেন। তো চলুন দিনাজপুর থেকে পঞ্চগড় ট্রেনে ভ্রমণ কিংবা যাতায়াত করার সমস্ত তথ্য জেনে নিই।

Read More : পঞ্চগড় থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

দিনাজপুর থেকে পঞ্চগড় ট্রেনের সময়সূচী ২০২৪

দিনাজপুর থেকে পঞ্চগড় রুটে বাংলাদেশ রেলওয়ের ৪টি ট্রেন যাতায়াত করে। ট্রেনগুলো নানা গন্তব্য থেকে ছুতে এসে দিনাজপুর হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে গমন করে। দিনাজপুর থেকে পঞ্চগড় যাওয়ার জন্য অপেক্ষমান যাত্রীরা এসব ট্রেনে যাতায়াতের মাধ্যমে পঞ্চগড় পৌঁছে যান। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের যে ৫টি ট্রেন দিনাজপুর থেকে পঞ্চগড় রেলওয়ে রুটে চলাচল করে সেগুলো হলো –

  1. BANGLABANDHA EXPRESS (803) – বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৩)
  2. DRUTOJAN EXPRESS (757) – দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭)
  3. PANCHAGARH EXPRESS (793) – পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)
  4. DOLONCHAPA EXPRESS (767) – দোলনচাপা এক্সপ্রেস (৭৬৭)
  5. EKOTA EXPRESS (705) – একতা এক্সপ্রেস (৭০৫)

সময়সূচী

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৩)রাত ০২:২৫ মিনিট২ ঘন্টা ০৫ মিনিটশুক্রবার
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭)সকাল ০৪:২৫ মিনিট২ ঘন্টা ২০ মিনিটকোনো ছুটি নেই
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)সকাল ০৭:১৮ মিনিট২ ঘন্টা ৩২ মিনিটকোনো ছুটি নেই
দোলনচাপা এক্সপ্রেস (৭৬৭)সন্ধ্যা ০৫:৪৭ মিনিট১ ঘন্টা ৩৩ মিনিটকোনো ছুটি নেই
একতা এক্সপ্রেস (৭০৫)রাত ০৭:০৫ মিনিট১ ঘন্টা ৫৫ মিনিটকোনো ছুটি নেই

দিনাজপুর থেকে পঞ্চগড় ট্রেনের ভাড়া ২০২৪

দিনাজপুর থেকে পঞ্চগড় শহরে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের জন্য রেলওয়ে রুটে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যে ৫টি ট্রেন বরাদ্দ করে রেখেছে সেই সকল ট্রেনগুলোতে মোট ৬ রকমের আসন বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, যেসব যাত্রীগণ দিনাজপুর থেকে পঞ্চগড় ট্রেনের মাধ্যমে যেতে চাচ্ছেন তারা ৬ রকমের আসনে বাসে যাতায়াত করতে পারবেন। যেখানে সর্বনিম্ন আসনের টিকেট মূল্য ১০০/- টাকা।

অপরদিকে সর্বোচ্চ আসনের টিকেট মূল্য ৪৬৪/- টাকা। নিশ্চয় টিকিটের দামের সাথে আসনের মানও সামঞ্জস্যতা রাখে। টিকিটের মূল্য বাড়ার সাথে সাথে আসনের মান এবং কমফোর্টও বৃদ্ধি পাবে। যত ভালো মানের আসন নিতে চাচ্ছেন টিকেট মূল্য তার উপর নির্ভর করবে। আসুন একনজরে ৬ রকমের ভিন্ন ভিন্ন আসনের টিকেট মূল্য দেখে নিই।

SHOVAN১০০/- টাকা
S_CHAIR১২০/- টাকা
F_SEAT১৮৪/- টাকা
SNIGDHA২৩০/- টাকা
AC_S২৭৬/- টাকা
AC_B৪৬৪/- টাকা

Read More : ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪


দিনাজপুর থেকে পঞ্চগড় ট্রেনের ভাড়া

দিনাজপুর থেকে পঞ্চগড় যাওয়ার জন্য বাস নাকি ট্রেন কোনটি বেশি সুবিধাজনক?

দিনাজপুর থেকে পঞ্চগড় যাওয়ার জন্য একাধিক বাহন রয়েছে। যাদের মধ্যে অন্যতম বাহন দুটি হচ্ছে বাস এবং ট্রেন। মানুষজন এই দুই মাধ্যমই বেশি ব্যবহার করেন। তবে কথা হচ্ছে এই দুই মাধমের মধ্য থেকে কোনটি বেশি সুবিধাজনক, আরামদায়ক ও সময় সাশ্রয়ী। এই ব্যাপারে জানাতে চায়। অনেকের মনে এই বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে।

আসলে দিনাজপুর থেকে পঞ্চগড় তেমন বেশি একটা দূরে নেই। সফর দীর্ঘ না হওয়ায় লোকজন যেকোনো বাহনে চড়ে যাতায়াত করেন। তবে এটি চিরন্তন সত্য যে বাসের তুলনায় ট্রেন হচ্ছে সবচেয়ে সুবিধাজনক মাধ্যম। আসনের দিক দিয়ে, পরিবেশের দিক দিয়ে, অতিরিক্ত জায়গার দিক দিয়ে, বাতাস চলাচলের দিক দিয়ে প্রায় সর্বক্ষেত্রে বাসের তুলনায় ট্রেন বেশি আরামদায়ক।

এমনকি বাসে ওয়াশরুম বা টয়লেট সুবিধা থাকে না কিন্তু ট্রেনে এসকল সুযোগ-সুবিধা আছে। সাথে ট্রেনের বগিতে ফুড কর্নার, ওযু খানা এবং নামাজ ঘরও বিদ্যমান। এই সকল দিক বিবেচনা করলে বাসের চেয়ে ট্রেনে যাতায়াত করা বেশি লাভজনক ও সুবিধাজনক হবে। তাছাড়াও আপনি চাইলে বাসে যাতায়াত করতে পারেন।

এতে কোনো সমস্যা নেই। কেননা দেড় ঘন্টার মতো যাতায়াতের সময় লাগে। এতে এসকল অসুবিধাগুলো বেশি প্রভাব ফেলে না। হ্যাঁ, কেউ যদি দীর্ঘতম সফর করবেন তাহলে বাসের তুলনায় ট্রেনকে অগ্রাধিকার দিন।

Read More : যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

উপসংহার

আজকের পোস্টে দিনাজপুর থেকে পঞ্চগড় ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে দিনাজপুর থেকে পঞ্চগড় যাওয়ার জন্য বাস নাকি ট্রেন কোনটি বেশি সুবিধাজনক হবে তা নিয়ে যাত্রীগণদের উদ্দেশ্যে কিছু পরামর্শ আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

তাছাড়া বিভিন্ন স্থানের ট্রেনের সময়সূচি জানতে আমাদের ওয়েবসাইটের মেনুবার থেকে “Travel” এ ক্লিক করে আপনার পছন্দের স্থানের ট্রেনের সময়সূচি সহজে জেনে নিন।

Leave a Comment