জেনে নিন ৭/২২ তারের দাম কত? এবং ৭/২২ তার কত RM?

বৈদ্যুতিক তার নিয়ে আজকের আলোচনা। যারা ৭/২২ সাইজের বৈদ্যুতিক তার ক্রয় করতে চাচ্ছেন তারা এই পোস্টার মাধ্যমে অনেকটা উপকৃত হবেন। কেননা এই পোস্টে আলোচনা করবো বর্তমান বাংলাদেশের বাজারে ৭/২২ তারের দাম সম্পর্কে। তাছাড়া ৭/২২ তার কত RM এর হয়ে থাকে এটিও আজকের পোস্টে জানতে পারবেন।

বাংলাদেশে একাধিক নামিদামি কোম্পানিগুলো বৈদ্যুতিক তার তৈরী করে থাকে। যাদের মধ্য থেকে বেশ কয়েকটি কোম্পানি অত্যান্ত জনপ্রিয় এবং মার্কেট দখল করে রেখেছে। তারের কোয়ালিটি, পারফরম্যান্স ও স্থায়িত্বের মান বিবেচনা করে মানুষজন বিভিন্ন কোম্পানির তার ক্রয় করেন। তো চলুন মূল আলোচনার দিকে আলোকপাত করা যাক।

Read More : ১ কয়েল তারের দাম কত ২০২৪ | ১ কয়েল তার কত গজ ও কত ফুট?

৭/২২ তারের দাম কত?

বাংলাদেশে একাধিক নামিদামি কোম্পানি ৭/২২ সাইজের বৈদ্যুতিক তার তৈরী করে। তাই ৭/২২ সাইজের কোনো একটি নির্দিষ্ট দাম বলা সম্ভব হবে না। কেননা প্রত্যেকটি কোম্পানি আলাদা আলাদা দামে ৭/২২ তার বিক্রি করে থাকে। আবার অনেক ক্ষেত্রে বড় বড় ডিলাররা ও পাইকারি বিক্রেতারা এই দাম নির্ধারণ করে থাকেন।

তবে বর্তমান সময়ে বাজারে কিছু বিখ্যাত কোম্পানির ৭/২২ সাইজের তারের দাম জানিয়ে দিবো। আপনারা নিজের ইচ্ছেমতো ও দাম বিবেচনা করে যেকোনো কোম্পানির তার ক্রয় করতে পারেন।

ব্র্যান্ডপ্রতি মিটারের দাম (পাইকারি)
বিআরবি৪৫০ – ৫০০ টাকা
এনআরবি৪০০ – ৪৫০ টাকা
প্লাস্টিক৩৫০ – ৪০০ টাকা
অন্যান্য ব্র্যান্ড৩০০ – ৪০০ টাকা

টিপস

আপনি যদি বিশাল পরিমানে অর্থাৎ নিজের সম্পূর্ণ বাড়ির/কনস্ট্রাকশনের ওয়্যারিং এর জন্য তার ক্রয় করতে চান। তবে এক্ষেত্রে কিছু টিপস জেনে রাখা জরুরি। যার ফলে আপনার টাকা সাশ্রয় হবে এবং উন্নতমানের তার ক্রয় করতে সক্ষম হবেন। যারা খুচরা বিক্রির জন্যে ৭/২২ সাইজের তার ক্রয় করতে চাচ্ছেন তারাও এই টিপসগুলো অনুসরণ করতে পারেন।

  1. তার ক্রয় করার আগে বিভিন্ন ব্র্যান্ডের সাথে দাম তুলনা করে কিনুন।
  2. তার অবশ্যই পাইকারি বিক্রেতা কিংবা সরাসরি কোম্পানির ডিলারের কাছ থেকে কিনার চেষ্টা করুন।
  3. যে তার সহজে বেঁকে যায় এবং বেশি পরিমানে শক্ত নেই সেসব তার ভালোমানের হয়ে থাকে।
  4. তাই উপরোক্ত বৈশিষ্ট্যের তার কিনুন।
  5. তার ক্রয়ের ক্ষেত্রে কোনো দ্বিধা বা সন্দেহ থাকলে কোনো অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান এর সহায়তা গ্রহণ করুন।

৭/২২ তার কত RM

প্রত্যেকটি তারের RM সাইজ থাকে। ৭/২২ তারের বেশ কয়েকটি RM সাইজ আছে। তবে সচরাচর আমাদের মার্কেটে ৭/২২ সাইজের তারের প্রচলিত RM সাইজ আছে। সাধারণত ৭/২২ তার 3.0 RM সাইজের পাওয়া যায়। আপনি যেকোনো পাইকারি অথবা খুচরা দোকানে এই তার সহজে পেয়ে যাবেন।

উপসংহার

আজকের পোস্টে ৭/২২ তারের দাম এবং ৭/২২ তার কত RM আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া তার কেনার ক্ষেত্রে কিছু টিপস বা পরামর্শ বিস্তারিত জানানো হয়েছে। আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment