বাংলাদেশে Vivo Y21 এর দাম | বিবু Y21 এর RAM & ROM রিভিউসহ

আজকে আলোচনা করব বাংলাদেশে Vivo Y21 এর দাম সম্পর্কে। বাংলাদেশে মোবাইল তৈরির কোম্পানিগুলোর দৌড়ে ভিভো অত্যন্ত জনপ্রিয় একটি কোম্পানি।

তাছাড়া বাংলাদেশের জনগণ vivo কোম্পানির মোবাইল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রতিনিয়ত vivo কোম্পানি নতুন নতুন মডেলের মোবাইল লঞ্চ করে থাকে।

তবে আজকে আমরা ভিভো কোম্পানির একটি জনপ্রিয় ও অনেক সুন্দর মোবাইল সম্পর্কে আলোচনা করব। যেটি হচ্ছে Vivo Y21। এটি ভিভোর Y সিরিজের একটি মোবাইল। যেটি ২০২১ সালের ২০ শে আগস্ট রিলিজ করা হয়।

বাংলাদেশে Vivo Y21 এর দাম, এর র‍্যাম-রম, পারফরমেন্স, স্পেসিফিকেশন, রিভিউ ও যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করা হবে। আমাদের আজকের পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। এই সকল তথ্য আপনি জেনে যাবেন।

Read More : বাংলাদেশে ভিভো Y20 দাম কত । এর RAM & ROM সম্পূর্ণ রিভিউসহ

বাংলাদেশে Vivo Y21 এর দাম কত ২০২৪ সালে?

ভিভো Y21 মোবাইল দিয়ে vivo ব্র্যান্ডের একটি মোবাইল। যেটি ২০২১ সালের ২০ শে আগস্ট মার্কেটে রিলিজ করা হয়। এই মোবাইলের মধ্যে আপনি 2G, 3G এবং 4G কানেক্টিভিটি পেয়ে যাবেন। সাথে যদি কথা বলি এর আকৃতি সম্পর্কে তাহলে এটি একটি স্লিম ফোন।

ভিভোর এই মোবাইলটিতে আপনি ডুয়াল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এই মোবাইলে রয়েছে উন্নত মানের ক্যামেরা। পিছনের ক্যামেরা স্কয়ারশেপে লাগানো রয়েছে। যেটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়।

আর যদি এর দাম সম্পর্কে আলোচনা করি। বাংলাদেশে Vivo Y21 এর দাম হচ্ছে – ১৬,০০০/- টাকা। এটি vivo Y21 এর অফিসিয়াল দাম। তাছাড়াও এই ফোনের সাথে ডিসকাউন্ট অফার পাওয়া যায়।

বিভিন্ন উৎসব ও পরবে আপনি এই ডিসকাউন্টটি নিতে পারেন। মোবাইলের অফিশিয়াল শোরুম থেকে আপনাকে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে। এটি ফিক্সট নয় তবে অনেক সময় ডিসকাউন্ট দিতে দেখা যায়।

Vivo Y21 মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য (বিবু Y21)

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে ডায়মন্ড গ্লো এবং মিডনাইট ব্লু
  • RAM & ROM : ভিভো Y21 মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.৫১ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 720 x 1600 পিক্সেলস (২৭০ পিপিআই)রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৮২ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : vivo Y21 মোবাইলে লিথিয়াম পলিমারের ৫০০০mAh ব্যাটারি সংযোগ আছে। সাথে আপনাকে ১৮ ওয়াটের একটি চার্জার দেয়া হবে। যেটি এই ব্যাটারিকে দ্রুত চার্জ করতে সক্ষম।
  • পারফরম্যান্স : vivo Y21 মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ১১ ভার্সন রয়েছে। সাথে মিডিয়াটেক হেলিও পি৩৫ এর একটি চিপসেট এবং PowerVR GE8320 জিপিইউ আছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে ফেস আনলক সিস্টেমও আছে।

Read More : মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে? দ্রুত চার্জ দেয়ার উপায়

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা ডুয়াল ক্যামেরা
রেজুলেশন 13+2 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 8 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p


Vivo Y21 মোবাইলের রিভিউ

vivo Y21 মোবাইলটি রিভিউ দিতে আমি সর্বপ্রথম কথা বলব এর দাম নিয়ে। আমার কাছে এর দাম একটু বেশি মনে হয়েছে। এ প্রধান কারণ হচ্ছে ‘Y’ সিরিজের আরেকটি মোবাইল যাকে vivo Y20 বলা হয়। সে মোবাইলটির স্পেসিফিকেশন প্রায় একই।

কিন্তু Y20 মোবাইলটি দাম 14 হাজার টাকা আর এই vivo Y21 মোবাইলটির দাম 16 হাজার টাকা। যেটি আমাকে একটু বেশি মনে হয়েছে। এ মোবাইলে রয়েছে 4GB RAM ও 64GB ROM।

অপরদিকে Y20 মোবাইলেও একই র‍্যাম রয়েছে এবং রম রয়েছে। কাজেই দুটি মোবাইলের মধ্যে এত মিল থাকায় আমি ২০০০ টাকা কম দিয়ে ১৪ হাজার টাকার Y20 মোবাইলটি নিতে স্বাচ্ছন্দবোধ করব। আপনি আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন।

এবার এর সাইজ ও আকৃতি নিয়ে কথা বললে, মোবাইলটি যথেষ্ট হালকা, দেখতে সুন্দর, পিছনের দিকে স্কয়ারশেপে ক্যামেরা বসানো রয়েছে। যেটি অত্যন্ত দারুণ দেখাচ্ছে।

Read More : ভিভো 4 64 দাম কত ২০২৪? ২০ টি ভিভো মোবাইলের দামের তালিকা

Vivo Y21 মোবাইলের ভালো দিক

  • যথেষ্ট হালকা
  • দেখতে সুন্দর ও নিখুঁত ডিজাইন
  • ক্যামেরা প্লেসমেন্ট ভালো
  • উন্নতমানের প্রসেসর, চিপসেট ও জিপিইউ আছে
  • এন্ড্রোইড ১১ সাপোর্ট করে
  • ৫০০০mAh এর অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ

Vivo Y21 মোবাইলের মন্দ দিক

  • Y সিরিজের মোবাইলগুলোর তুলনায় দাম বেশি
  • ক্যামেরা রেজুলেশন আরো বেশি বাড়ানো যেত।
  • প্লাষ্টিক যদি
  • কোনো গোরিলা গ্লাস সুরক্ষা নেই

Conclusion

আশা করি আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশে Vivo Y21 এর দাম কত। তাছাড়া আরো আশা করা যায় আমার আলোচনা করা মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন পড়ে মোবাইলটি সম্পর্কে যত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো জেনে গিয়েছেন।

আমার আজকের এই কনটেন্টটি ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনার বন্ধু-বান্ধব বা অন্যকেউ নতুন মোবাইল কিনতে চাইলে এ মোবাইলটি তার কাছে সাজেস্ট করতে পারেন। vivo Y21 মোবাইলটির পারফরম্যান্স মোটামুটি অনেক ভালো।

তাই আশা করি মোবাইলটি আপনার কাছে গ্রহণযোগ্য হবে। তার সাথে আমার এই পোস্টটিও আপনার কাছে গ্রহণযোগ্য হবে। কোনো কিছু জানার কিংবা বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। মার্কেটে মোবাইলের দাম প্রতিনিয়ত উঠানামা করতে থাকে।

তাই ক্ষেত্রবিশেষে ও মার্কেট অনুযায়ী মোবাইলটির দাম কিছুটা কম-বেশি হতে পারে। এর ব্যাপারে আপডেট থাকার জন্য আপনি নিজের পার্শবর্তী কোনো ভিভো শোরুম থেকে কিংবা ভিভো মোবাইলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে vivo Y21 মোবাইলের সর্বশেষ দাম জেনে নিতে পারেন।

Leave a Comment