ওয়ালটন মোবাইল 4000 টাকা – কমদামি ৭টি ওয়ালটন মোবাইল

বন্ধুরা, আবার উপস্থিত হয়েছি একটি নতুন আলোচনা নিয়ে। আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে ওয়ালটন কোম্পানির মোবাইল নিয়ে। ওয়ালটন হচ্ছে বাংলাদেশি একটি ইলেকট্রনিক্স কোম্পানি। ওয়ালটন ইলেকট্রনিক্স প্রোডাক্ট এর পাশাপাশি উন্নতমানের মোবাইল ফোন তৈরি করে।

যেখানে বোতাম ফোন থেকে শুরু করে উন্নত মানের এন্ড্রয়েড ও স্মার্টফোন রয়েছে। ফোন গুলোর মানের উপর ভিত্তি করে এদের দাম নির্ধারণ করা আছে। খুব অল্প দামে ওয়ালটন মোবাইল কেনা সম্ভব। আবার, আপনার বাজেট যদি বেশি থাকে সে ক্ষেত্রেও আপনি ভালো মানের ওয়ালটন স্মার্ট ফোন ক্রয় করতে পারবেন।

আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভালো ওয়ালটন মোবাইল 4000 টাকার মধ্যে কোনটি। অর্থাৎ চার হাজার টাকা মূল্যের ওয়ালটন মোবাইল নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে।

Read More : ভিভো 4 64 দাম কত ২০২৪? ২০ টি ভিভো মোবাইলের দামের তালিকা

Table of Contents

ওয়ালটন মোবাইল 4000 টাকা

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমান বাজারে এই 4000 টাকা মূল্যের মধ্যে ওয়ালটনের কোন মোবাইল উপলব্ধ নয়। তবে হ্যাঁ কিছু বছর পূর্বে এই মূল্যের মধ্যে ওয়ালটনের মোবাইল পাওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে ইলেকট্রনিক্স পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই মূল্যের মধ্যে কোন স্মার্টফোন নেই।

  1. ওয়ালটন মোবাইল 4000 টাকার এখন পাওয়া যায় না।
  2. এই মূল্যের মধ্যে ওয়ালটন মোবাইল নিতে হলে আপনাকে সেকেন্ড হ্যান্ড বা পুরাতন মোবাইল নিতে হবে।

তবে এর চেয়ে একটু বেশি মূল্যে আপনি ওয়ালটন কোম্পানির নতুন মোবাইল কিনতে পারবেন। সে জন্য আপনাকে আরো ১৫০০ থেকে ২০০০ টাকা বাজেট বৃদ্ধি করতে হবে। সে অনুযায়ী সর্বমোট সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আপনি একটি ভালো মানে ওয়ালটন মোবাইল কিনতে পারবেন।

এই মূল্যের মধ্যে কোন মোবাইল রয়েছে সেগুলোর দাম ও সকল তথ্য নিচে আলোচনা করা হবে। তাছাড়া আপনি পুরাতন মোবাইল ৪০০০ টাকার মধ্যে কিভাবে সংগ্রহ করবেন ভিডিও জানিয়ে দেব।

Read More : ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৪-চার্জার ফ্যান কাজের পদ্ধতি

4000 টাকার মধ্যে পুরাতন (সেকেন্ড হ্যান্ড) ওয়ালটন মোবাইল কিনুন

আপনি চাইলে বেশ কয়েকটি স্থান থেকে হাজার টাকার মধ্যে ব্যবহার করা ওয়ালটন মোবাইল সহজে ক্রয় করতে পারবেন এক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধাটি পাবেন সেটি হল আপনি নিজের আশার চেয়ে বেশি পরিমাণে RAM এবং ROM সম্পন্ন মোবাইল পেতে পারবেন।

মানুষ যতই দামে নতুন মোবাইল কিনে থাকে সেটি পুরাতন হলে তার অর্ধেকের চেয়েও কম দামে মোবাইলটি বিক্রি করে। এই অনুযায়ী আপনি কমপক্ষে ২ কিংবা ৩ জিবি RAM সম্পন্ন মোবাইল সহজেই পেয়ে যাবেন। আপনি যে যে স্থান থেকে পুরাতন মোবাইল সংগ্রহ করতে পারবেন –

  • মোবাইল দোকান : নিজের পার্শ্ববর্তী কোন মোবাইল সার্ভিসিং দোকানে গেলেই পুরাতন মোবাইলের সন্ধান পেতে পারবেন। সেখানে চার হাজার টাকার সুলভ মূল্যে অতি সুন্দর একটি মোবাইল ক্রয় করতে পারবেন।
  • ওয়ালটন শোরুম : কোম্পানির শোরুম গুলোতেও পুরাতন মোবাইল উপলব্ধ থাকে। আপনি আপনার এলাকার ওয়ালটন মোবাইল শোরুমে গিয়ে খোঁজ নিলে চার হাজার টাকার মধ্যে মোবাইল পেয়ে যাবেন।
  • বিক্রয় ডট কম : bikroy.com হচ্ছে ব্যবহার করা ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করার অত্যন্ত বিশ্বস্ত একটি অনলাইন মাধ্যম। এই ওয়েবসাইটে গিয়ে নিজের ঠিকানা সিলেক্ট করে মোবাইল সন্ধান করতে পারবেন।

এই কয়েকটি সুন্দর, সহজ ও বিশ্বস্ত মাধ্যম দিয়ে আপনি সহজে ৪০০০ টাকার মধ্যে একটি ভালো ওয়ালটন মোবাইল ক্রয় করতে পারবেন মোবাইলগুলো ব্যবহার করা হলেও এদের অবস্থা অনেক ভালো থাকে যা নতুন এর চেয়ে কোন অংশে কম হয়।

যেখানে চার হাজার টাকার মধ্যে অল্প ফিচার সম্পন্ন ও নিম্নমানের মোবাইল পাবেন। সেখানে সামান্য সময় ব্যবহার করা একটি মোবাইল ক্রয় করলে উন্নত ফিচার সহ ভালো RAM ও কোয়ালিটির মোবাইল পেতে পারবেন।

Read More : স্যামসাং A13 বাংলাদেশ প্রাইস | স্যামসাং A13 দাম কত ২০২৪

কমদামি ৭টি ওয়ালটন মোবাইল এর দাম

কমদামি পণ্যের মান ও কোয়ালিটি ভালো থাকেনা। তাই সবচেয়ে উত্তম হচ্ছে বাজেট একটু বাড়িয়ে ভালো মানের পণ্য কিনা। তবে যারা কম দামের মধ্যে মোবাইল কিনতে চাচ্ছেন। তাদের জন্য ওয়ালটন কোম্পানির কয়েকটি কম দামি মোবাইল বাজারে উপলব্ধ হয়েছে।

এসব ওয়ালটন মোবাইলের মূল্য ও নাম আপনাদের মাঝে তুলে ধরব। এগুলোর মূল্য বিবেচনা করে আপনার কোন মোবাইল পছন্দ হলে কিংবা বাজেটের মধ্যে হলে সেটি ক্রয় করতে পারেন।

মোবাইলের নাম RAM ROM মূল্য
PRIMO F10 ১ জিবি ১৬ জিবি ৫,৭৯৯/- টাকা
PRIMO F10 ২ জিবি ৩২ জিবি ৬,৯০০/- টাকা
ORBIT Y20 ২ জিবি ৩২ জিবি ৮,৫০০/- টাকা
ORBIT Y50 ৪ জিবি ৬৪ জিবি ১০,৯৯৯/- টাকা
Walton Primo GM2 ১ জিবি ৮ জিবি ৬,১৯৯/- টাকা
Walton Primo NH3 ২ জিবি ১৬ জিবি ৭,৩৯০/- টাকা
Walton Primo GH9 ৩ জিবি ৩২ জিবি ৭,৭৯৯/- টাকা

আমি উপরে মোট ৭টি কমদামি ওয়ালটন মোবাইল এর দাম আলোচনা করেছি। আশা করছি এই তথ্যগুলো আপনার উপকারে আসবে। আপনার বাজেট বৃদ্ধি করার পর এগুলো হতে যেটি কিনতে আপনি সাছন্দবোধ করবেন সেটিই কিনুন।

Read Mor : ভিশন ফ্রিজ 252 লিটার দাম ২০২৪ | কেনার আগের ও পরের করণীয়

উপসংহার

আজকে ওয়ালটন মোবাইল 4000 টাকার মধ্যে কোনটি আছে অথবা নেই সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়া পুরাতন (সেকেন্ড হ্যান্ড) ওয়ালটন মোবাইল কোথায় থেকে ক্রয় করতে পারবেন এই সম্বন্ধে বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে কমদামি ৭টি ওয়ালটন মোবাইল এর দাম আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment