ভিশন ফ্রিজ 252 লিটার দাম ২০২৪ | কেনার আগের ও পরের করণীয়

আমাদের রান্না ঘরে বা কিচেনে বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক্স পণ্য হচ্ছে ফ্রিজ। বর্তমান সময়ে প্রত্যেকটি বাড়িতেই একটি করে ফ্রিজ থাকে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মধ্যে বেশিরভাগ পরিবারেই ফ্রিজ দেখা যায়। কম দামি হলেও সকলেই ফ্রিজ কিনে থাকে।

আবার যারা একটু ধনী, তাদের বাড়িতে ভালো মানের এবং উচ্চ মূল্যের ফ্রিজ দেখতে পাওয়া যায়। এসব ফ্রিজ গুলো কোয়ালিটির দিক দিয়ে এবং ধানের দিক দিয়ে উচ্চ মূল্যের থাকে। আসলে যাতে সামর্থ্য আছে তারা ভালো জিনিস ব্যবহার করতে পছন্দ করে। আপনার বাজেট যত বেশি হবে আপনি তত ভালো ফ্রিজ ক্রয় করতে পারবেন।

আজকে এমনই একটি ফ্রিফ্রিজজ নিয়ে কথা বলতে যাচ্ছি। ফ্রিজটি হচ্ছে ভিশন কোম্পানির আধুনিক কোয়ালিটি এবং ফিচার সম্পন্ন একটি ফ্রিজ। যার পরিমাণ হচ্ছে 252 লিটার। আপনারা আজকের আলোচনা জানতে পারবেন ভিশন ফ্রিজ 252 লিটার দাম এবং এই ফ্রিজের যাবতীয় তথ্য। তাছাড়া ফ্রিজ কেনার আগের ও পরের করণীয়সমূহ জানতে পারবেন।

Read More : গাজী পাম্প ১ ঘোড়া দাম কত ২০২৪? 1HP Gazi Water Pump Price

ভিশন ফ্রিজ 252 লিটার দাম কত ২০২৪ সালে?

আসলে বাংলাদেশে ভিশন কোম্পানির প্রায় অর্ধশতাধিক রকমের ফ্রিজ রয়েছে। প্রত্যেকটি ফ্রিজ এর মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, রং, নকশা, আকার, ফিচার রয়েছে এবং প্রত্যেকটি ফ্রিজের মূল্য আলাদা আলাদা রয়েছে। একইভাবে ভিশন কোম্পানির 252 লিটার পরিমাণের প্রায় ১৩ টি ফ্রিজ রয়েছে।

এই ফ্রিজগুলোর নাম, তথ্য ও এদের মূল্য তালিকা আলোচনা করব। সেখান থেকে নিজের বাজেট ও পছন্দের উপর ভিত্তি করে ২৫২ লিটার পরিমাণের যে কোন একটি ফ্রিজ ক্রয় করতে পারেন। চলুন ফ্রিজ গুলোর নাম এবং এদের দাম সম্পর্কে জানা যাক।

ক্রমিক নংফ্রিজের নামক্ষমতা/ক্যাপাসিটিদাম
০১ভিশন গ্লাস ডোর রেফ্রিজারেটর RE-252 লিটার ডিজিটাল ব্লু লিলি বটম মাউন্ট২৫২ লিটার৪০,৫০০/=
০২ভিশন গ্লাস ডোর ডিজিটাল ডিসপ্লে RE-252L পিঙ্ক টিউলিপ ব্ল্যাক বটম মাউন্ট২৫২ লিটার৪২,৫০০/=
০৩ভিশন জিডি রেফ্রিজারেটর RE-252L রেড রোজ ফ্লাওয়ার-বিএম২৫২ লিটার৪০,৫০০/=
০৪VSN GD রেফ্রিজারেটর RE-252L ডেইজি রেড FL -BM২৫২ লিটার৪০,৫০০/=
০৫VSN GD রেফ্রিজারেটর RE-252L ডিজিটাল রেড FL-BM২৫২ লিটার৪০,৫০০/=
০৬ভিশন গ্লাস ডোর রেফ্রিজারেটর RE-252L মিরর ব্লু ফ্লাওয়ার বটম মাউন্ট২৫২ লিটার৪১,৫০০/=
০৭VSN GD রেফ্রিজারেটর RE-252L মিরর Jaba FL-BM২৫২ লিটার৪১,৫০০/=
০৮ভিশন গ্লাস ডোর রেফ্রিজারেটর RE-252L মিরর লোটাস ফ্লাওয়ার বটম মাউন্ট২৫২ লিটার৪১,৫০০/=
০৯VSN GD রেফ্রিজারেটর RE-252L ব্লু লিলি 3D FL-BM২৫২ লিটার৪১,৫০০/=
১০VSN GD রেফ্রিজারেটর RE-252L মিরর ব্লুমিং FL-BM২৫২ লিটার৪১,৫০০/=
১১VSN GD রেফ্রিজারেটর RE-252L নীল FL-BM২৫২ লিটার৪০,৫০০/=
১২ভিশন গ্লাস ডোর রেফ্রিজারেটর ফ্রস্ট RE 252L রেড ফ্লাওয়ার বটম মাউন্ট২৫২ লিটার৪০,৫০০/=
১৩ভিশন গ্লাস ডোর রেফ্রিজারেটর RE-252L মিরর বেগুনি ফুলের নীচে মাউন্ট২৫২ লিটার৪১,৫০০/=
এই সকল তথ্য এবং মূল্য নির্ভুল। সকল তথ্য এবং মূল্য ভিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

উপরের লিস্টে থাকা এই ১৩ টি ফ্রিজই ২৫২ লিটার ক্ষমতা বা ক্যাপাসিটি সম্পন্ন। ভিশন ফ্রিজ 252 লিটার দাম সর্বনিম্ন ৪০,৫০০/= টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ দাম ৪২,৫০০/= টাকা। তবে আপনি যদি ফ্রিজ কেনার জন্য ভিশন এর কোন শোরুমে যান, সেখানে এই সকল ফ্রিজের বিভিন্ন রকম ডিজাইন দেখতে পারবেন।

আশা করছি এতক্ষণে আপনার একটি ধারণা হয়ে গিয়েছে যে, ২৫২ লিটার ক্ষমতাসম্পন্ন ফ্রিজ কেনার জন্য আপনাকে সাথে করে কত টাকা নিয়ে যেতে হবে। এই পরিমাণ টাকা নিয়ে আপনি নিজের শহরে স্থিত ভিশন এর শোরুমে গিয়ে সেখান থেকে দেখে শুনে ভালো একটি মডেলের ফ্রিজ কিনতে পারবেন।

Read More : ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৪-চার্জার ফ্যান কাজের পদ্ধতি

ফ্রিজ ক্রয় করার আগের করণীয়সমূহ

ফ্রিজ ক্রয় করার আগে অনেকগুলো খুঁটিনাটি জিনিস রয়েছে যেগুলো জেনে রাখা উচিত। একজন বুদ্ধিমান ব্যক্তি যেকোন ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করার আগে অনেক কিছু বিবেচনা করে থাকে। তেমনভাবে একটি ফ্রিজ কেনার আগে আপনাকে যেসব বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে।

  1. আপনার চাহিদা : একটি ফ্রিজের ক্রয় করার আগে অবশ্যই আপনার পরিবারের চাহিদার দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন আপনার পরিবার যদি অনেক বড় হয় তাহলে আপনাকে বড় ক্যাপাসিটির ফ্রিজ নিতে হবে। আবার পরিবার ছোট হলে ছোট ক্যাপাসিটির ফ্রিজই আপনার জন্য যথেষ্ট।
  2. রাখার স্থান : তার পরের ধাপই হচ্ছে আপনার ফ্রিজ রাখার স্থান বিবেচনা করা। ধরেন আপনি বড় একটি ফ্রিজ ক্রয় করলেন, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার বাড়িতে সেই ফ্রিজটি রাখার মতো কোনো জায়গায় নেই। আবার জায়গা থাকলেও ফ্রিজের সাইজ বড় সেখানে আটছে না। তাই রাখার স্থান কেমন আছে সেটিও বিবেচনায় আনুন।
  3. বাজেট : পরিবারের চাহিদা এবং রাখার স্থানের উপর ভিত্তি করে কেমন ফ্রিজ প্রয়োজন, অর্থাৎ কত লিটারের ফ্রিজ প্রয়োজন সেটি নির্ধারণ করার পরে আপনাকে বাজেট করতে হবে। যদি বড় ফ্রিজ কিনেন তাহলে বাজেট একটু বেশি করতে হবে। আবার ছোট ফ্রিজ নিলে অনেকটা কম বাজেটে হয়ে যাবে।
  4. কোয়ালিটি : আপনার বাজেটের উপর ফ্রিজের কোয়ালিটি নির্ভর করবে। বাজেট যত ভালো এবং বেশি হবে কোয়ালিটিও ততোটাই ভালো পাবেন। তবে আপনি আপনার বাজেটের মধ্যে একাধিক কোম্পানির ফ্রিজ খুঁজুন। যে কোম্পানির ফ্রিজ একটু ভালো হবে সেটি নিন।
  5. গ্যারান্টি/ওয়ারেন্টি : পছন্দের ফ্রিজের গ্যারান্টি বা ওয়ারেন্টি অবশ্যই ভালোভাবে জেনে নিবেন। বর্তমান সময়ে গুয়ারান্টি কিংবা ওয়ারেন্টি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস।

ফ্রিজ ক্রয় করার পরের করণীয়সমূহ

ধরেন আপনি একটি ফ্রিজ ক্রয় করে নিয়েছেন। এরপর আপনার করণীয়গুলো কি কি সেটি জানেন না। তাহলে কি হবে? অবশ্যই আপনি সেই ফ্রিজটি ব্যবহার করতে পারবেন। কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহার না করলে হতে পারে আপনার সেই ফ্রিজটি সমস্যা করা শুরু করবে কিংবা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।

সেই জন্য নির্দিষ্ট নিয়ম মেনে ফ্রিজ চালনা করা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আশা করছি জিনিসটি বুজেছেন। তাহলে একটি ফ্রিজ কেনার পর আপনার করণীয় কি কি জেনে নিন।

  • নির্দিষ্ট সময় পর পর ফ্রিজটি কিছুক্ষন বন্ধ রাখুন। ফ্রিজ ক্রয় করার সময় বিক্রেতার কাছে এই নিয়ম জেনে নিয়েন। এতে আপনার বিদ্যুৎ ব্যবহার ও কমবে।
  • প্রায় সময়ই ফ্রিজের কম্প্রেসর সমস্যা করা শুরু করে। এতে কমদামি বা বাইরের কোনো কম্প্রেসর লাগাবেন না।
  • যদি ওয়ারেন্টি বা গুয়ারান্টি থাকে তাহলে কোম্পানির লোককে কমপ্লেইন্ট করুন।
  • নতুবা তাদের মাধ্যমেই কোম্পানির অফিসিয়াল ও ভালোমানের কম্প্রেসর লাগিয়ে নিবেন।
  • ফ্রিজে দুর্গন্ধযুক্ত খাবার বা মসলা রাখবেন না। এতে সেই দুর্গন্ধ অন্যান্য খাবারের মধ্যেও ছড়িয়ে যাবে।
  • সপ্তাহে অন্তত একদিন করে ফ্রিজ পরিষ্কার করুন।

Read More : 12 হাজার টাকার মোবাইল vivo | সেরা ৪টি vivo সেটের তালিকা ২০২৪

উপসংহার

আজকের পোস্টে ভিশন ফ্রিজ 252 লিটার দাম আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া ফ্রিজ ক্রয় করার আগের এবং পরের করণীয়সমূহ জানানো হয়েছে। আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment