১ কয়েল তারের দাম কত ২০২৪ | ১ কয়েল তার কত গজ ও কত ফুট?

1 Coil Wire Price in Bangladesh 2024 – আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ১ কয়েল তারের দাম কত ২০২৪। অর্থাৎ ১ কয়েল তারের বাংলাদেশে দাম কত। বাংলাদেশে তারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

এ তার তৈরিতে বাংলাদেশে রয়েছে অনেক স্বনামধন্য কোম্পানিগুলো যারা অনেকগুলো নতুন নতুন তার তৈরী করে থাকে। তেমনিভাবে তারা বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।

১ কয়েল তারের দাম কত ২০২৪ | 1 Coil Wire Price in Bangladesh

বাংলাদেশের মার্কেটে অনেক ধরণের ইলেক্ট্রিকাল তার পাওয়া যায়। আর এক একটি তারের দাম এক এক রকম। আমরা আজকে চেষ্টা করবো বাজারে সহজলভ্য ও ভালো মানের সকল তারের দাম আপনাদের সামনে তুলে ধরতে।

বাজারে সর্বনিম্ন দামের মধ্যে যে তার রয়েছে সেটি হলো লতা তার যার প্রতি কয়েল বাজার মূল্য ১৪০ টাকা মাত্র। অর্থাৎ ১ গজ তারের দাম পড়ছে ১.৪০ টাকা মাত্র। এরপর সবচেয়ে দামি তার হলো এমআরএস ব্রান্ডের তার যার প্রতি কোয়েলের দাম ১৪০০ টাকা মাত্র।

বন্ধুরা বাজারে ১৪০ টাকা থেকে শুরু করে ১৪০০ পর্যন্ত অনেক কোম্পানি ও ব্রান্ডের তার আপনি পেতে পারে। তারগুলোর দাম আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বাজেট ও দাম বিবেচনা করে আপনার জন্য যে তারটি ভালো হবে সেটি ক্রয় করবেন।

  • লতা তার – ১৪০ টাকা
  • লতা আরেক প্রকারের তার – ২৩০ টাকা
  • লতা আরেক প্রকারের তার – ২৪০ টাকা
  • লতা আরেক প্রকারের তার – ২৬০ টাকা
  • লতা আরেক প্রকারের তার – ২৭০ টাকা
  • লতা আরেক প্রকারের তার – ৩৩০ টাকা (টায়ার)
  • এফটি তার সর্বনিম্ন কোয়ালিটি – ৩৮০ টাকা
  • এমআরএস ব্রান্ডের তার – ৪৫০ টাকা
  • এফটি ৭০/৭৬ তার – ৬৫০ টাকা
  • এমআরএস তামা ৩/২২ তার – ৮২০ টাকা (ফায়ার প্রুফ)
  • এমআরএস তামা তার একটু উন্নত – ৯৫০ টাকা
  • এমআরএস ৩/২০ তার – ১১৫০ টাকা, ১২০০ টাকা, ১৪০০ টাকা (কোয়ালিটি ভেদে দাম কম বেশি)

উপরে নানা কোম্পানিগুলোর প্রতি কোয়েল তারের দাম সারি আকারে উপস্থাপন করা হয়েছে। আপনারা নিজের পছন্দের মতো তার সিলেক্ট করতে পারেন। এখানে যে তারগুলোর আলোচনা করা হয়েছে এগুলো সব হচ্ছে কমদামি তার।

অর্থাৎ মার্কেটে সস্তা দামে পাইকারি বাজারে এসব পেয়ে যাবেন। তবে এর চেয়ে অনেক উন্নত মানের তারও আছে। যেগুলোর দাম এই তারগুলোর দামের চেয়ে কয়েকগুন বেশি। যেমন দাম বেশি তেমন কোয়ালিটিও ভালো পাবেন সেসব তারের।

আরো পড়ুনকম্পিউটার বা ল্যাপটপ স্লো হলে করণীয় এবং ফাস্ট করার উপায়

সাথে সেগুলোর কোম্পানিও অনেক নামি দামি। কাজেই আপনি যদি আরো বেশি উন্নত মানের তার কিনতে আগ্রহী তাহলে সেগুলো ও পেয়ে যাবেন। তবে তাদের দামের পার্থক্যও অনেক বেশি পাবেন।

১ কয়েল তার কত গজ ও কত ফুট?

আমাদের দেশে যতগুলো কারেন্টের তার পাওয়া যায় এগুলো কোয়েল হিসেবেই পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে কয়েল কি এবং এই কয়েলে কত গজ বা কত ফুট তার থাকে? আমরা সর্বপ্রথমে ১ কয়েল তার কত গজ এর হিসাব দিয়ে দিব। প্রথমে গজের হিসাব শেষ করে এরপর আমরা ফুটে এর হিসাব করব।

এক কয়েল তার বলতে বোঝায়, একটি রিং-এর মত গোল তারের চক্র। এই চক্রে অনেক অধিক পরিমাণে তার থাকে তাই একে পরিমাণ হিসেবে গণনা না করে সরাসরি কোয়েল বলে আখ্যায়িত করা হয়।

আর ১ কয়েল তার মোট ৩০০ গজের হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি কোন কারেন্টের তার ১ কয়েল পরিমাণ কিনেন। আর সেটি আপনি যদি গজে হিসাব করতে যান সেটি মোট ৩০০ গজ দাঁড়াবে। আশা করছি বুঝে গিয়েছেন।

এখন কথা বলব এক কয়েল তার কত ফুট হয়ে থাকে। আমরা জানি প্রতি ৩ গজে ১ ফুট হয়। আর ১ কয়েল তার যদি ৩০০ গজের হয়ে থাকে তাহলে এটি আমরা ফুটে রূপান্তর করলে মোট ১০০ ফুট পাব। অর্থাৎ ১ কয়েল তার কমবেশি 100 ফুট হয়ে থাকে। বাংলাদেশের প্রায় সব তারের কয়েলে এই পরিমাণই তারা থাকে।

আরো পড়ুনক্ষুদে গল্প লেখার নিয়ম কি? ৯ টি নিয়ম জেনে ১০ নম্বর তুলুন

Conclusion

যেকোনো কোম্পানির ১ কয়েল তার ক্রয় করার পূর্বে আপনার পার্শবর্তী কোনো ক্যাবলের দোকান থেকে প্রোডাক্টের সর্বশেষ ও বর্তমান মূল্য জেনে নিবেন। কিংবা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ দাম জেনে নিবেন। ধন্যবাদ।

FAQ

এক কয়েল তার কত?

এক কয়েল তার ৩০০ গজ বা ১০০ ফুটের হয়ে থাকে। বিভিন্ন কোম্পানি ও কোয়ালিটিভেদে এক কয়েল তারের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে সবচেয়ে কমদামি তার হচ্ছে লতা তার। যার প্রতি ১ কয়েলের মূল্য – ১৪০ টাকা

কারেন্টের তারের গজ কত?

কারেন্টের তারের গজ বিভিন্ন কোম্পানি ও কোয়ালিটিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি কোন কোয়ালিটি ও কোম্পানির তার নিবেন তার এক কয়েল তাদের দাম আগে জেনে নিন। তারপর সেই দামকে ১০০ দিয়ে ভাগ করলে ১ গজ তারের দাম বেরিয়ে আসবে।

Leave a Comment