ল্যাপটপে বাংলা লেখার নিয়ম । ৩টি চমৎকার নিয়ম ও সফটওয়্যার

আমরা সবাই ইংলিশ টাইপিং করতে মোটামুটি অনেকটাই দক্ষ। কোন ট্রেনিং সেন্টারে মাইক্রোসফট কম্পিউটারের ট্রেনিং নেওয়ার সময় তারা সবার আগে ইংলিশ টাইপিং শিখিয়ে দেয়। কিন্তু সেসব ট্রেনিং সেন্টারে বাংলা টাইপিং তেমন সুন্দরভাবে শেখানো হয় না।

আবার বাংলা টাইপিং শিখানো হলেও পরবর্তীতে চর্চার অভাবে সে টাইপিং আপনি ভুলে যান। তাই আজকে আলোচনা করব আপনার কম্পিউটারে বা ল্যাপটপে বাংলা লেখার নিয়ম সম্পর্কে। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা যা যা পেতে পারবেন বা শিখতে পারবেন সেগুলো হচ্ছে –

সফটওয়্যার এর মাধ্যমে ল্যাপটপে বাংলা লেখার নিয়ম, বা শর্টকাটে ইংলিশ টাইপিং এর মাধ্যমে বাংলা কিভাবে লেখা যাবে সেসব বিষয়।আজকের আমাদের আলোচনাটি যেমন টেকনিক্যাল হতে যাচ্ছে তেমনি এখানে অনেকগুলো টিপস পেয়ে যাবেন।

এই টিপসগুলো আপনার পরবর্তী জীবনকে এবং যারা কম্পিউটার লাইনে রয়েছেন তাদের কাজকে সহজ করতে অনেক অবদান রাখবে। তাহলে আমরা এখন বিস্তারিত আলোচনাতে চলে যাচ্ছি।

Read More : ল্যাপটপে কিভাবে অ্যাপস ডাউনলোড করব?

ল্যাপটপে বাংলা লেখার নিয়ম

বন্ধুরা ল্যাপটপ কিংবা কম্পিউটারে একই জিনিস। শুধু এদের মধ্যে তফাৎ হচ্ছে কম্পিউটার অপারেট করার জন্য আলাদা আলাদা পার্টসগুলোকে একসাথে ডেক্সটপে সাথে কানেক্ট করতে হয়। যেমন মনিটার, কিউবোর্ড, মাউস, হেডফোন ও ওয়েবক্যাম ইত্যাদি।

কিন্তু ল্যাপটপের বিষয়ে এই জিনিসটি আলাদা হয়ে যায়। ল্যাপটপে আপনাকে সব পার্টস গুলো আলাদা আলাদাভাবে কানেক্ট করতে হয় না। ল্যাপটপ হচ্ছে মিনি কম্পিউটার অর্থাৎ ল্যাপটপে সকল পার্টসগুলো আগে থেকে একসাথে যুক্ত থাকে।

এই ল্যাপটপটি ফোল্ড করে রাখা যায়। তাই যারা যাতায়াত করে কাজ করেন তাদের জন্য কাজটি সহজ হয় এবং নিজের ল্যাপটপ নিজের সাথে নিয়ে যেতে পারেন। এই ল্যাপটপে বাংলা লেখার জন্য দুই তিনটি পদ্ধতি আলোচনা করব।

  1. বাংলা লেখার সফটওয়্যার বিজয় ৫২ ইনস্টল
  2. অভ্র সফটওয়্যার ইনস্টল
  3. অনলাইনের মাধ্যমে বাংলা টাইপিং

মোটামুটি এই তিনটি বিষয়ে ধারণা নিলে আপনি নিজের ল্যাপটপে বাংলা লিখতে পারবেন। ল্যাপটপে বাংলা লেখার নিয়ম তেমন কোন কঠিন নয়।

আপনি চাইলে কঠিন পরিশ্রম করে বাংলা টাইপিং করতে পারেন অথবা, একটু বুদ্ধি খাটিয়ে নিজের কাজকে সহজ করে বাংলা টাইপিং করতে পারেন।

1. বাংলা লেখার সফটওয়্যার বিজয় ৫২ ইনস্টল

কম্পিউটার শেখার সময় আমরা যখন টাইপিং করি তখন আমরা সকলেই বিজয় বায়ান্ন নামক এই সফটওয়্যারটির সাথে পরিচিত হয়েছি। তাছাড়া স্কুল লাইফে ক্লাস সিক্স সেভেনের আইসিটি বইয়ে আমরা বিজয় ৫২ ব্যাপারে অনেক কিছু পড়েছি।

বিজয় বায়ান্ন সফটওয়্যারটি হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপে বাংলা লেখার একটি সফটওয়্যার। এ সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেটআপ করে আপনি বাংলা টাইপিং করতে পারবেন।

এই সফটওয়্যারটি ল্যাপটপে সেটাপ করার পর আপনাকে তিনটি বাটন চাপ দিতে হবে তারপরে সফটওয়্যারটি এক্টিভেট হয়ে যাবে। এরপর আপনি নিজের কিবোর্ডে যা কিছুই টাইপিং করবেন না কেন সেটি বাংলা টাইপিং হবে।

যে তিনটি কি প্রেস করলে এই সফটওয়্যারটি চালু হয় সেটি হচ্ছে –

Ctrl + Alt + B

এছাড়াও বিজয় ৫২ সফটওয়্যার যদি আপনি ইন্সটল করতে না পারেন তাহলে সেটিও আমি বলে দেব। এই সফটওয়্যারটি ইন্সটল করা অনেক সহজ। আপনাকে বিজয় বানানোর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এর পিসি ভার্শন ইনস্টল করতে হবে।

এরপর আপনি এটি ব্যবহার করতে পারেন। এর অফিসিয়াল ইনস্টল লিংক হচ্ছে – Bijoy Bayanno

বাংলা লেখার সফটওয়্যার বিজয় ৫২ ইনস্টল

Read More : পুরাতন ল্যাপটপ কোথায় পাওয়া যায়? কেনার আগে করণীয় কি?

2. অভ্র সফটওয়্যার ইনস্টল

অভ্র হচ্ছে অত্যন্ত চমৎকার একটি বাংলা লেখার সফটওয়্যার। যেকোনো ব্যক্তি প্রথমবারেই অভ্র ব্যবহার করার পর এর থেকে ভালোবাসা শুরু করে দিবে। অভ্র সফটওয়্যার এ টাইপিং করা অনেক সহজ।

বাংলা টাইপিং করার সময় আমাদেরকে নির্দিষ্ট ভাবে বাংলা বর্ণগুলো টাইপিং করতে হয়। কিন্তু অভ্র টাইপিং এ এমন কোন নিয়ম নেই। অভ্র নামক এই সফটওয়্যার বাংলিশ টাইপিং হিসেবে কাজ করে।

আমরা নিজেদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যে টাইপিং করে থাকি সেগুলোকে বাংলিশ টাইপিং বলা হয়। যেমন কিছু উদাহরণ হচ্ছে –

Hello Bhai kemon acho; ami valo achi; tumi ki kheyecho;ইত্যাদি

আশা করি বুঝতে পেরেছেন বাংলিশ টাইপিং কি? অভ্র সফটওয়্যার আপনার ল্যাপটপের কিবোর্ড কে এই বাংলিশ টাইপিং এর মত করে দেয়। ল্যাপটপে আপনি তো ইংলিশ এই টাইপিং করবেন কিন্তু এটি বাংলায় রূপান্তরিত হয়ে দেখা যাবে। এর কিছু সামান্য ধারণ হচ্ছে –

ইনপুটআউটপুট
Amar Sonar Banglaআমার সোনার বাংলা
Ami bhat khaiআমি ভাত খাই
Ami Bangladeshiআমি বাংলাদেশি

এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্র সফটওয়্যার নিজেদের ল্যাপটপে ইন্সটল করবেন কিভাবে? অভ্র সফটওয়্যার ইএক্সই ফাইলে (.exe file) পাওয়া যায়। যেকোনো ওয়েব ব্রাউজার বা ক্রম ওয়েব ব্রাউজার দিয়ে আপনি এই ফাইলটি ইন্সটল করতে পারবেন।

এরপর নিজের পিসিতে বা ল্যাপটপে অ্যাডমিনিস্ট্রেটার্স অ্যাক্সেস প্রদান করে এটি রান করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার ল্যাপটপে এটি ইন্সটল হয়ে যাবে। এরপর আপনি এটিকে নিজের টাক্স বারে পিক করতে পারেন।

তারপর যখন আপনাকে বাংলা টাইপিং করার প্রয়োজন পড়বে আপনি এই সফটওয়্যারটি অন করে টাইপিং করবেন বাংলিশে। টাইপিং হবে বাংলিশে কিন্তু রূপান্তর হয়ে দেখা যাবে বাংলায়। আবার ইনস্টল হয়ে যাওয়ার পর অভ্র সফটওয়্যার চালু করার কিছু শর্টকাট কি রয়েছে।

এই শর্টকাট কি গুলি হচ্ছে F1, F12 | এই F1 বা F12 কি প্রেস করলে আপনার অভ্র সফটওয়্যার চালু হয়ে যাবে।

অভ্র সফটওয়্যার ইনস্টল করার লিংক হচ্ছে – Avro Keyboard

অভ্র সফটওয়্যার ইনস্টল
অভ্র সফটওয়্যার ইনস্টল

Read More : নতুন ল্যাপটপ চার্জ দেওয়ার নিয়ম জেনে নিন | ৫টি কার্যকর নিয়ম

3. অনলাইনের মাধ্যমে বাংলা টাইপিং

অনেকগুলো অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি বাংলা টাইপিং করতে পারেন। এর জন্য আপনাকে প্রয়োজন পড়বে একটি ইন্টারনেট কানেকশন থাকার।

আপনার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকলে আপনি সোজাসুজি ক্রোম ব্রাউজার বা অন্য কোন ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটগুলিতে ঢুকে বাংলা টাইপিং করতে পারেন। টাইপিং শেষে সেখান থেকে আপনার লেখাগুলি কপি করে আপনি নিজের ডকুমেন্টে পেস্ট করতে পারেন।

এভাবে আপনি অনলাইন ভিত্তিক প্লাটফর্ম গুলো ব্যবহার করে বাংলা টাইপিং করতে পারেন। এটি একটি সুবিধা এবং একটি অসুবিধা রয়েছে। সুবিরা হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনাকে বাড়তিভাবে কোন সফটওয়্যার ইন্সটল করতে হচ্ছে না।

আর অসুবিধাটি হচ্ছে যে আপনার ল্যাপটপে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনি এই মাধ্যমটি ব্যবহার করে বাংলা টাইপিং করতে পারবেন না।

অনলাইনে সবচেয়ে বড় বা জনপ্রিয় বাংলা টাইপিং ওয়েবসাইট হচ্ছে গুগল ট্রান্সলেট (Google Translate)। গুগল ট্রান্সলেট হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। এটি বিশ্বের প্রায় সব কটি ভাষায় টাইপিং করতে পারে।

তাছাড়া আপনি যদি কোন ভাষাকে নিজ ভাষায় রূপান্তর করতে চান তাহলে আপনি এই গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। গুগল ট্রান্সলেট মূলত অভ্র সফটওয়্যার এর মত কাজ করে। গুগল ট্রান্সলেট ওপেন করে আপনি যদি বাংলিশে টাইপিং করেন তাহলে এর আউটপুট বাংলায় আসবে।

আশা করি গুগল ট্রান্সলেট এ কিভাবে বাংলা লিখতে হবে সেটি বুঝেছেন। সেখানে আপনাকে বাংলিশ বা অভ্র সফটওয়্যার এর মত টাইপিং করতে হবে।

গুগল ট্রান্সলেটের লিংক হচ্ছে – Google Translate

Leave a Comment