আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি – রিকভারের নিয়ম জেনে নিন

আমরা অনেকে আছি যারা জিমেইল একাউন্ট খোলার পর দীর্ঘদিন ধরে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন না। অথবা নতুন মোবাইল কেনার সময় যখন প্লে স্টোর বা কোথাও সাইন ইন করতে বলা হয়। কেবল তখনই জিমেইল একাউন্ট খুলেছিলাম এবং পাসওয়ার্ড তখনই মনে ছিল।

এরপর দীর্ঘদিন ধরে সেই জিমেইল এর দিকে তাকাইনি। তাই আজ আপনি নিজের জিমেইল অ্যাকাউন্ট ভুলে গেছেন। কোন সমস্যা নেই চিন্তার কোন বিষয় নেই আজকে আমি আপনার সাথে এই বিষয়ে আলোচনা করব।

Read More : ফেসবুকে ফলোয়ার দেখার উপায় কি? কারা ফলো করেছে জেনে নিন

ভুলে যাওয়া জিমেইল একাউন্ট রিকভার করুন

অনেকে প্রশ্ন করে থাকেন আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি। এখন কিভাবে জিমেইল একাউন্ট আবার থেকে জানতে পারবো। এ পদ্ধতিতে কিন্তু অনেক সহজ তবে আমরা অনেকে না জানার কারণে এটি আমাদের কাছে কঠিন মনে হয়।

গুগলও এই বিষয়ে জানে যে, একজন মানুষ নিজের জিমেইল অ্যাকাউন্ট ভুলতেই পারে এটা স্বাভাবিক বিষয়। সেজন্য তারা এই জিমেইল একাউন্ট রিকভার করার জন্য অনেকগুলো পদ্ধতি নিজের গুগল সার্চ ইঞ্জিনে রেখেছে।

তবে আমরা এই বিষয়ে অবগত না হওয়ার কারণে সে সব জিনিস জানিনা। আপনার জিমেইল একাউন্ট কি ছিল সেটি জানার জন্য আপনাকে নিজের হাতে থাকা ডিভাইস কিংবা কোন কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই কাজটি করতে হবে।

কাজটি কি সেটি বিস্তারিতভাবে আপনাকে সহজ করে জানিয়ে দেওয়া হবে। সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে নিজের জিমেইল একাউন্ট খুলেছিলেন। সেই মোবাইল নাম্বারের সিম কার্ড আপনার কাছে থাকতে হবে।

আর যদি সেই সিম কার্ড কোন ফোনে থাকে। তাহলে সেই ফোনটি দিয়ে আপনি নিজের জিমেইল একাউন্ট রিকভার করতে পারেন। আশা করছি আপনি বুঝে গিয়েছেন আপনার কি প্রয়োজন। আপনাকে প্রয়োজন যে সিম কার্ড থেকে আপনি নিজের জিমেইল অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটি নেওয়া।

সেই সিম কার্ডটি যে মোবাইল রয়েছে সে মোবাইলটি নেড়ে আরো ভালো হয়। এরপর সে মোবাইল থেকে আপনি পরবর্তী ধাপগুলো অনুসরণ করে নিজের জিমেইল অ্যাকাউন্ট রিকভার বা জানতে পারবেন।

  1. আপনাকে এই লিংকে ক্লিক (Click here) করতে হবে এরপর আপনার সামনে google এর একটি ড্যাসবোর্ড ওপেন হবে।
  2. সেখানে যে নাম্বার দিয়ে আপনি নিজেই জিমেইল একাউন্ট খুলেছিলেন সেটি টাইপ করে দিন। নেক্সট বাটনে চাপুন।
  3. এরপর আপনার নামের প্রথম অংশ এবং শেষের অংশ সেখানে লিখুন। নেক্সট করে দিন।
  4. এরপর আপনার সেই নাম্বারে একটি 6 ডিজিট এর ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি আপনার নম্বরে এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে। অনেক সময় ফোন কল করে এই কোডটি বলে দেওয়া হয়।
  5. সেই কোডটি জানার পর এখানে বসিয়ে দিন। এরপর নেক্সট করে দিন।
  6. সেখানে আপনাকে জিমেইল একাউন্ট দেখানো হবে যেটি এই নাম্বার দিয়ে খোলা হয়েছে।
  7. এবার আপনি নিজের জিমেইল একাউন্ট জেনে গিয়েছেন। তবে সেখানে ক্লিক করে নিজের জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করতে পারেন।
  8. এর জন্য ওই জিমেইল এ ক্লিক করুন তারপর আপনি নিজের পাসওয়ার্ড দিয়ে জিমেইল একাউন্টে লগইন করুন।
  9. আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান। তাহলে “ফরগট পাসওয়ার্ড (Forgot Password)” নামের অপশন এ ক্লিক করুন।
  10. এরপর আপনার নাম্বারে আবার কোড পাঠানো হবে। সেই ছয় ডিজিটের কোড এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করুন।
  11. এরপর আপনাকে নতুন পাসওয়ার্ড বসানোর জন্য বলা হবে। আপনি নিজের জিমেইল একাউন্টের জন্য নতুন একটি পাসওয়ার্ড বেছে নিন এবং সেভাবে আপনি নিজের জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন।
  12. এখন আপনি সফলভাবে নিজের ভুলে যাওয়া জিমেইল অ্যাকাউন্ট জেনে গিয়েছেন এবং জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ও জেনে গিয়েছেন।
  13. পরবর্তীতে এই জিমেইল এড্রেস এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি এই একাউন্টে লগইন করতে পারেন।

Read More : মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে? দ্রুত চার্জ দেয়ার উপায়

আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি

Read More : পুরাতন ল্যাপটপ কোথায় পাওয়া যায়? কেনার আগে করণীয় কি?

আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি

আপনি যদি আপনার আমি ইমেইল আইডি ভুলে গিয়ে থাকেন তাহলে চিন্তার কোনো বিষয় নেই। ইমেইল আইডি পুনরায় জানা কঠিন কোনো ব্যাপার নেই। এর জন্য কিছু কিছু নিয়ম অনুসরণ করতে হবে।

নিয়মগুলো আমি উপরের আলোচনায় বিস্তারিতভাবে ছবি সহকারে জানিয়ে দিয়েছি। আপনি সেই নিয়মটি অনুসরণ করে নিজের ভুলে যাওয়া ইমেইল আইডি পুনরুদ্ধার করতে পারবেন। ১০০% কার্যকর পদ্ধতি এটি। উপরের নিয়ম অনুসরণ করুন।

Conclusion

আজকের আলোচনাটি সম্পূর্ণ একটি ট্রাবলশ্যুটিং বিষয় নিয়ে। যারা নিজের জিমেইল একাউন্ট ভুলে গিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা এই পোস্ট থেকে সাহায্য পাবেন। যত সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করা যায় আমি চেষ্টা করেছি।

আপনি উপরের প্রত্যেকটি ধাপ ভালোভাবে অনুসরণ করুন প্রয়োজনে ছবিরগুলোর সাহায্য নিন। সফলভাবে নিজের ভুলে যাওয়া জিমেইল একাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন।

কোনো কিছু জানতে চাইলে কিংবা বুঝতে কষ্ট হলে কমেন্টে জানাতে পারেন। শতভাগ চেষ্টা করা হবে। কামনা করছি পোস্টটি আপনার সহায়ক হোক।

Leave a Comment