রিমসো সোলার ব্যাটারি দাম কত? Rimso Battery Price in BD

রিমসো হচ্ছে একটি বাংলাদেশ কোম্পানি। এই কোম্পানিটি মূলত সোলার ব্যাটারি, ইউপিএস ব্যাটারি, আইপিএস ব্যাটারি ও সাধারণ ব্যাটারিগুলো তৈরি করে থাকে। এই কোম্পানির মূল উৎপাদন বাংলাদেশের মধ্যেই হয়ে থাকে। আর বাজারজাত করার ক্ষেত্রেও এই কোম্পানির মূল মার্কেট হচ্ছে বাংলাদেশ।

ইলেকট্রিক ফিল্ডে বিশেষ করে ব্যাটারির ক্ষেত্রে রিমসো কোম্পানির ব্যাটারির চাহিদা অন্যান্য কোম্পানির তুলনায় বেশি। যার পেছনে মূল কারণ হচ্ছে এটি একটি দেশীয় ব্রান্ড। সাথে উন্নত মানের ব্যাটারি তৈরি করে যা বাজারে সুলভ মূল্যে বাজেটের মধ্যে থাকে।

অপরদিকে এদের তৈরিকৃত ব্যাটারি গুলো টেকসই হয়। অনেক সময় ওয়ারেন্টি ও গ্যারান্টির সুবিধা দিয়ে থাকে। তাই আজকে আলোচনা করব এই রিমসো সোলার ব্যাটারি দাম নিয়ে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনার মধ্যে উপস্থাপন করা হবে। আপনারা প্রয়োজনীয় তথ্য জেনে নিন।

Read More : জেনে নিন ৭/২২ তারের দাম কত

২০২৪ সালে রিমসো সোলার ব্যাটারি দাম কত?

যেহেতু ব্যাটারি একটি ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তাই এর দাম কখনো স্থির থাকে না। উৎপাদন খরচ বেশি হলে ব্যাটারির দাম বৃদ্ধি হয়। উৎপাদন খরচ বাদেও চাহিদা, সাপ্লাই, দক্ষতা, ক্ষমতা, ক্যাপাসিটি ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে এসব প্রোডাক্ট এর দাম নির্ধারণ হয়।

আমি যে দামটি আলোচনা করব সেটি বর্তমান বাজার মূল্য হিসেবে থাকবে। পরবর্তীতে মূল্যের মধ্যে কোন তারতম্য হলে আপডেটেড দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে। ২০২৪ সালের বর্তমান বাজার মূল্য অনুযায়ী রিমসো সোলার ব্যাটারির দাম –

  1. রিমসো 100AH টিউবুলার সোলার IPS ব্যাটারির মূল্য = ৳ 18,900
  2. রিমসো 150AH টিউবুলার সোলার IPS ব্যাটারির মূল্য = ৳ 24,900
  3. রিমসো 180AH টিউবুলার সোলার IPS ব্যাটারির মূল্য = ৳28,900
  4. রিমসো 200AH টিউবুলার সোলার IPS ব্যাটারির মূল্য = ৳ 31,900
  5. রিমসো 250AH টিউবুলার সোলার IPS ব্যাটারির মূল্য = ৳ 38,900

এটি হচ্ছে রিমসো সোলার ব্যাটারির বর্তমান বাজার দাম। অর্থাৎ, এই মূল্যে মধ্যে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন। ব্যাটারির ক্ষমতার ভিন্নতার কারণে দামের মধ্যে তফাৎ দেখা যাচ্ছে। আপনি যদি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বাজেট বেশি রাখতে হবে।

এছাড়াও ব্যাটারি স্থাপন করার খরচ রয়েছে। ব্যাটারি ক্রয় করার পর একজন বিজ্ঞ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে সঠিকভাবে সোলার ব্যাটারিটি স্থাপন করিয়ে নিতে হবে। স্থাপন করার অতিরিক্ত খরচও আপনার বাজেটে রাখতে হবে।

সর্বোপরি জানিয়ে দিতে চায় বাজারে ব্যাটারির চাহিদা বৃদ্ধি পেলে কিংবা সাপ্লাই কম থাকলে অবশ্যই দাম আরো বেড়ে যাবে। কাজেই ক্রয় করার আগে তখনকার বাজারমূল্য জেনে নিন। সাথে দুয়েকটি দোকানে দরদাম করে যতটা দাম কমানো সম্ভব কমিয়ে নিন।

Read More : গাজী পাম্প ১ ঘোড়া দাম কত ২০২৪?

রিমসো সোলার ব্যাটারি এত জনপ্রিয় কেন?

বেশ কয়েকটি কারণে রিমসো সোলার ব্যাটারি বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাশ্রয়ী মূল্যের মধ্যে ভালো মানের একটি সোলার ব্যাটারি কিনতে গেলে দোকানদার প্রায়ই রিমসো ব্রান্ডে সোলার ব্যাটারি দেখিয়ে থাকেন। এই ব্র্যান্ডের বেশ কয়েকটি ভালো দিক রয়েছে।

  1. টেকসই
  2. পাঁচ বছরের ওয়ারেন্টি
  3. বিভিন্ন দাম ও ক্ষমতা সম্পন্ন
  4. অন্যান্য ব্যাটারির তুলনায় একটু সাশ্রয়ী
  5. পারফরম্যান্স ভালো
  6. দেশি ব্রান্ড

রিমসো সোলার ব্যাটারি কম দামে অনলাইনে কোথায় পাওয়া যাবে?

আপনি অনলাইনে বিভিন্ন ই-কমার্স প্লাটফর্মে কমদামে রিমসো সোলার ব্যাটারি পেয়ে যাবেন। তবে সেগুলো হতে ক্রয় করার পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বপ্রথম যেকোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করার আগে সেই প্লাটফর্মের সততা যাচাই করুন।

এর পরবর্তী কাজ হচ্ছে যে বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করবেন তার পণ্যের নিচে বাকি ক্রেতাদের রিভিউ পড়ুন। এতে সে পণ্য সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হয়ে উঠবে। আসলেই বিক্রেতা যে পণ্যটি বিক্রি করছে সেটি ভালো নাকি কোনো ভেজাল আছে। রিভিউতে আপনি সব সময় কম রেটিংয়ের রিভিউগুলো পড়ুন।

অর্থাৎ পণ্যটি কেনার পর কাস্টমারদের কি কি সমস্যা আছে/হয়েছে সেটি জানুন। ভালো রিভিউগুলো পড়ে লাভ নেই। সর্বশেষে সিদ্ধান্ত নিন সেই বিক্রেতার কাছ থেকে পণ্য কিনবেন নাকি অন্য বিক্রেতার সন্ধান করবেন। এভাবে অনলাইনে কেনাকাটা করুন। কখনো ঠকাবেন না।

আর যারা জানতে চান রিমসো সোলার ব্যাটারি অনলাইনে কোথায় কোথায় কিনতে পাওয়া যায় বা কিনলে ভালো হবে। তাদের জন্য নিচের তথ্যটি।

  • Daraz : দারাজ হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি ই-কমার্স ওয়েবসাইট। যেখানে বিভিন্ন বিক্রেতাগণ প্রয়োজনীয় দ্রব্যাদি, পণ্য-সামগ্রী, ইলেক্ট্রনিক্সস যন্ত্রাংশ বিক্রি করে থাকেন। আপনারা এখানে সহজে রিমসো সোলার ব্যাটারি ক্রয় করতে পারেন। যা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে।
  • Shop Up : সপ-আপ হলো দারাজের মতই আরেকটি জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস। এখানেও আপনি রিমসো সোলার ব্যাটারি কিনতে পারেন।
  • City Mart : সিটি মার্ট হলো বাংলাদেশের অনলাইন ডিপার্টমেন্টাল স্টোরগুলোর মধ্যে একটি। City Mart থেকে বিক্রেতাদের কাছ থেকে অতি সহজেই আপনি রিমসো সোলার ব্যাটারী কিনতে পারেন।
  • Techland : টেকল্যান্ড হচ্ছে বাংলাদেশের ইলেকট্রনিক্স দোকানগুলোর একটি অনলাইনভিত্তিক বড় চেইন। যেখানে বিক্রেতাগণ একত্রিত হয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের দোকানের মালামাল বিক্রি করে থাকেন। এখান থেকেও আপনি সুলভ মূল্যে রিমসো সোলার ব্যাটারি কিনতে পারেন।
  • Rangs Electronics : রেংস ইলেকট্রনিক্স বাংলাদেশের একজন ব্যক্তিত্ব নেতৃত্বাধীন একটি খুচরা ইলেকট্রনিক্স দোকান। অনলাইনেও এরা কেনাবেচা করে থাকে। আপনি এখান থেকে রিমসো সোলার ব্যাটারি কিনতে পারেন।

Read More : ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৪

উপসংহার

আজকের এই পোস্টে আলোচনা করা হয়েছে রিমসো সোলার ব্যাটারি দাম সম্পর্কে। তার সাথে রিমসো সোলার ব্যাটারি ক্রয় করার বিষয়ে করণীয় ও সাবধানতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কত ক্ষমতার ব্যাটারির দাম কেমন পড়বে তার একটি তালিকা দেওয়া হয়েছে।

আপনার চাহিদামতো যত ক্ষমতার ব্যাটারি প্রয়োজন তার দাম উপরে দেখে নিতে পারেন। বিশেষ করে একটি বিষয় না বললেই নয়, আমরা যে দামের তালিকা দিয়েছি এটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক রিসার্চের উপর নির্ধারিত।

আপনি স্বশরীরে দোকানে গিয়ে যদি ব্যাটারি ক্রয় করেন তবে মূল্যের মধ্যে কিছু ছাড় পেতে পারেন।ক্রয় করার পূর্বে অবশ্যই কয়েকটি দোকান থেকে দাম যাচাই-বাছাই করে নিবেন। যেখানে টাকা সাশ্রয়ী হবে সে দোকান থেকেই কিনুন।

আশা করছি এই পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment