রৌমারী উপজেলার দর্শনীয় স্থান ও রৌমারী উপজেলা চেয়ারম্যান

আজকে আলোচনা করব বাংলাদেশের সীমান্তবর্তী একটি উপজেলা নিয়ে। উপজেলাটির নাম হচ্ছে রৌমারী উপজেলা। এই উপজেলাটি বাংলাদেশের পূর্বদিকে অবস্থিত। রৌমারী উপজেলার সীমানার সাথে ভারতের সীমানা লেগে আছে। এই সীমান্তবর্তী উপজেলাটি কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত।

আজকে এই অঞ্চল নিয়েই আলোচনা করবো। বিশেষ করে জানিয়ে দিবো রৌমারী উপজেলার দর্শনীয় স্থানসমূহরৌমারী উপজেলা চেয়ারম্যান এর নাম। তাছাড়াও উপজেলাটি নিয়ে আরো নানা তথ্য উপস্থাপন করবো।

রৌমারী উপজেলার পূর্ব দিকে ভারতের সীমানা, উত্তর ও পশ্চিম দিকে ব্রহ্মপুত্র নদী এবং দক্ষিণ দিকে ডাঙধারা অঞ্চল রয়েছে। তাছাড়াও এই উপজেলার মধ্যে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে যেগুলো আপনারা নিম্নের আলোচনায় জেনে যাবেন।

Read More : কুড়িগ্রাম জেলা কিসের জন্য বিখ্যাত? কুড়িগ্রাম জেলার বিখ্যাত ব্যক্তি

রৌমারী উপজেলার দর্শনীয় স্থানসমূহ

ইতিমধ্যে জেনে গিয়েছেন রৌমারী হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত একটি সীমান্তবর্তী উপজেলা। তাছাড়া অনেকেই জানেন এই উপজেলার মধ্যে বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ রয়েছে। এই স্থানসমূহের একটি লিস্ট আপনাদের মাঝে উপস্থাপন করে দিচ্ছি। যারা এই উপজেলায় ভ্রমণে যাবেন তারা এইসব দর্শনীয় স্থানসমূহ দেখে আসতে পারেন। রৌমারী উপজেলার দর্শনীয় স্থানসমূহ হচ্ছে –

  1. বড়াইবাড়ি স্মৃতিস্তম্ভ
  2. তুরা স্থলবন্দর
  3. রৌমারী সি. জি. জামান হাই স্কুল
  4. গোয়ালপাড়া রাজার ঘোড়দৌড় মাঠ (গয়টাপাড়া)
  5. চানমারী

রৌমারী কোন জেলায়?

পূর্বে এই উপজেলাটি রংপুর জেলা অধীনে ছিল। পরবর্তীতে ১৯৮৩ সালে রৌমারী উপজেলাটি কুড়িগ্রাম জেলার অধীনে চলে আসে। আজ পর্যন্ত কুড়িগ্রাম জেলার অধীনেই এই উপজেলাটি নিজের সকল কার্যক্রম সম্পাদন করছে।

কুড়িগ্রাম থেকে রৌমারী কত কিলোমিটার?

কুড়িগ্রাম থেকে রৌমারী উপজেলার দূরত্ব মোট ৩২.৫ কিলোমিটার (প্রায়)

রৌমারী উপজেলার আয়তন কত?

রৌমারী উপজেলার আয়তন ১৯৭.৮০ বর্গকিলোমিটার (প্রায়)।

রৌমারী উপজেলার মধ্যে কয়টি ইউনিয়ন, মৌজা ও গ্রাম রয়েছে?

  • ৬ টি ইউনিয়ন পরিষদ
  • ২৯ টি মৌজা
  • ১৯৮ টি গ্রাম

Read More : গাজীপুর কিসের জন্য বিখ্যাত? গাজীপুরের পূর্ব নাম কি?

রৌমারী উপজেলা চেয়ারম্যান এর নাম

রৌমারী উপজেলা পরিষদে ১ জন উপজেলা চেয়ারম্যান, ১ জন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ১ জন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। তাদের নাম, পদ এবং মোবাইল নাম্বার নিম্নে ছক আকারে উপস্থাপন করছি।

নামপদমোবাইল নাম্বার
জনাব মোঃ ইমান আলীউপজেলা চেয়ারম্যান01716-318382
জনাব মো: মোজাফ্ফর হোসেনউপজেলা ভাইস চেয়ারম্যান01913-835899
জনাব মোছাঃ মাহমুদা আক্তার স্মৃতিউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান01921-758373,
01991-499668

রৌমারী উপজেলার ইউনিয়নের নাম

রৌমারী উপজেলার মধ্যে মোট ৬ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। যাদের নাম হচ্ছে –

  1. দাঁতভাঙ্গা
  2. শৌলমারী
  3. বন্দবেড়
  4. রৌমারী
  5. যাদুরচর
  6. চর শৌলমারী

জামালপুর থেকে রৌমারী কত কিলোমিটার

জামালপুর থেকে রৌমারীর দূরত্ব ৮৯.৩ কিলোমিটার (প্রায়)। যেখানে যানবাহনের বা বাসের মাধ্যমে যাতায়াত করলে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই জামালপুর থেকে রৌমারী যাওয়া যায়।

Read More : ফরিদপুর কিসের জন্য বিখ্যাত | ফরিদপুর জেলার বিখ্যাত ব্যাক্তি

উপসংহার

আজকের রৌমারী উপজেলার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়ারৌমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পরিষদের প্রতিনিধিদের সম্বন্ধে বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে রৌমারী উপজেলা ম্যাপ, এর আয়তন, ইতিহাস ইত্যাদি তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment