ক্ষুদে গল্প লেখার নিয়ম কি? ৯ টি নিয়ম জেনে ১০ নম্বর তুলুন

ক্ষুদে গল্প হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ। আমাদের দেশের এইচএসসি বা সম্মান পরীক্ষার সিলেবাসে এই ক্ষুদে গল্প অংশটি রয়েছে। বাংলা দ্বিতীয় পত্র নির্মিতি অংশের পরীক্ষার সিলেবাসে ক্ষুদে গল্পের সাথে অথবা দিয়ে আরেকটি আইটেম রয়েছে। সেটি হলো সংলাপ রচনা।

অর্থাৎ কোন শিক্ষার্থী চাইলে সংলাপ রচনা লিখতে পারে। অথবা, সে যদি সংলাপ রচনা লিখতে না চায়। তাহলে সে ক্ষুদে গল্প লিখতে পারে। আজকে আমি আলোচনা করব ক্ষুদে গল্প লেখার নিয়ম সম্পর্কে। ক্ষুদে গল্প একটি সৃজনশীল বিষয়।

আরো পড়ুনল্যাপটপে বাংলা লেখার নিয়ম । ৩টি চমৎকার নিয়ম ও সফটওয়্যার

আমরা পরীক্ষার খাতায় অনেকগুলো সৃজনশীল লিখে থাকি। তাছাড়া বর্তমান সময়ে শিক্ষার্থীরা বানিয়ে বানিয়ে লিখতে অনেক আগ্রহী। তারা বই পড়তে তেমন চায় না। কিন্তু পরীক্ষার খাতায় তারা সৃজনশীল বানিয়ে লিখতে অনেক পারদর্শী।

তাই তাদের জন্য ক্ষুদেগল্প অনেক ভালো একটি অপশন থাকতে পারে পরীক্ষার খাতায় নম্বর তোলার জন্য। ক্ষুদে গল্পতে মুখস্থ কোন কিছু লিখতে হয় না। ক্ষুদে গল্প লেখার নিয়ম জানা থাকলে যে কেউই বানিয়ে বানিয়ে একটি গল্প লিখতে পারে।

আর এই গল্প লিখতে তেমন কোন কষ্ট হওয়ার কথা না। তাই ক্ষুদে গল্প লেখার নিয়ম বিস্তারিতভাবে জেনে রাখতে হবে। তাছাড়া যে বিষয়ের উপর ক্ষুদে গল্প লিখতে বলা হবে। সে বিষয়টি ভালোভাবে পড়ে বুঝতে হবে।

উদ্দীপকের মধ্যেই ক্ষুদে গল্প লেখার বিষয় এবং কিছু কিছু ইঙ্গিত ইশারা দেওয়া থাকে। এই ইঙ্গিতগুলো বুঝে বুঝে গল্পটি রচনা করতে হবে। ক্ষুদে গল্প বেশি বড় লিখতে হয় না।

তাছাড়াও এই ক্ষুদে গল্পতে রয়েছে মোট ১০ নম্বর। তাই শিক্ষার্থীদের জন্য নির্মিতি অংশে অনেক সুন্দর একটি বিষয় হচ্ছে ক্ষুদে গল্প।

ক্ষুদে গল্প লেখার নিয়ম

যারা যারা নিজেকে সৃজনশীলে পারদর্শী মনে করেন। যাদের চিন্তা ধারণা এমন যে তারা লেখালেখি তো অনেক ভালো। সহজে যে কোন গল্প বানিয়ে লিখতে পারে। তারা অবশ্যই ক্ষুদের গল্প লিখবেন। ক্ষুদে গল্প লেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অনেকগুলো গল্প পড়া।

আপনি যত বেশি গল্প পড়বেন, গল্প কিভাবে লিখতে হয় এবং গল্প লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। নিজে নিজে গল্প বানিয়ে লেখা অনেক প্রতিভাশীল একটি কাজ। আপনি যদি চিন্তা করেন যে আপনার মধ্যে এই প্রতিভা আছে।

তাহলে এটিকে কাজে লাগিয়ে আপনি পরীক্ষায় ১০ নম্বর তুলতে পারবেন। ক্ষুদে গল্প লেখার নিয়ম আপনাদের মাঝে উপস্থাপন করে দিচ্ছি।

  1. সর্বপ্রথম উদ্দীপকে দেওয়া বিষয়বস্তু দেখে একটি কাল্পনিক কাহিনী বেছে নিতে হবে।
  2. এরপর সে গল্প এবং উদ্দীপকে দেওয়া ইশারা অনুযায়ী গল্পের জন্য একটি সুন্দর নামকরণ করতে হবে। একে গল্পের শিরোনাম বলা হয়। গল্প লেখা শুরু করার আগে শিরোনাম লিখতে হবে।
  3. শিরোনাম ও উদ্দীপক অনুযায়ী লিখতে যাওয়া গল্পের আংশিক পরিকল্পনা করে নিতে হবে। গল্পের শুরু অত্যন্ত আকর্ষণীয় ভাবে করতে হবে।
  4. একটি গল্পকে দিকশিত ও দীর্ঘ করার জন্য চরিত্রের ভূমিকা অপরিসীম। তাই নিজের কল্পনা করা গল্প ভালোভাবে উপস্থাপনের জন্য এক বা একাধিক চরিত্র উপস্থাপনের দিকে লক্ষ্য রাখতে হবে।
  5. সকল চরিত্রের উপর ভিত্তি করে একটি রস মুলক গল্প আলোচনা করতে হবে। যেটি পড়ুয়াদের সামনে আকর্ষণীয় হয়।
  6. গল্পকে সহজ এবং শুদ্ধ ভাষায় উপস্থাপন করতে হবে। মানুষের বুঝতে কষ্ট হয় বা সাধু ভাষা ব্যবহার না করাই উত্তম। তবে এটি বাধ্যতামূলক নয়।
  7. আপনার গল্পের ধরন ও বর্ণনা অনুযায়ী আপনি নিজের গল্পকে একবার একাধিক অনুচ্ছেদে বিভক্ত করতে পারেন।
  8. গল্প লেখা শুরু করতে হবে সংগতিপূর্ণ ঘটনা দিয়ে। এই ভাবেই যথাযথভাবে গল্পটি সমাপ্তির দিকে নিয়ে যেতে হবে।
  9. গল্পের সূচনা থেকেই পাঠকদের কৌতূহল ধরে রাখতে হবে। পাঠকের মনে যত কৌতুহল জাগানো যায়। গল্প পড়ার জন্য পাঠক ততই আগ্রহী হয়।

উপরে ক্ষুদে গল্প লেখার এই কিছু বিশেষ বিশেষ নিয়ম উপস্থাপন করা হয়েছে। যেগুলো অবলম্বন করে ক্ষুদে গল্প লিখলে আপনি ভাল একটি ক্ষুদে গল্প রচনা করতে পারবেন। উপর একটি আদর্শ ক্ষুদে গল্প লেখার নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে।

তবে এই নিয়মগুলো অবলম্বন করা বাধ্যতামূলক নয়। কিন্তু আপনি যদি পরীক্ষায় সম্পূর্ণ ১০ নম্বর তুলতে চান; তাহলে উপরের নিয়ম গুলো অনুসরণ করা অপরিহার্য।

আরো পড়ুনগাজীপুর কিসের জন্য বিখ্যাত? গাজীপুরের পূর্ব নাম কি?

তবে মনে কোনো সন্দেহ থাকলে আপনি নিজের বিষয় শিক্ষকের কাছে মতামত নিতে পারে। আপনার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ক শিক্ষক আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবেন।

FAQ

গল্প লেখার নিয়ম কি

সর্বপ্রথম উদ্দীপকে দেওয়া বিষয়বস্তু দেখে একটি কাল্পনিক কাহিনী বেছে নিতে হবে। এরপর সে গল্প এবং উদ্দীপকে দেওয়া ইশারা অনুযায়ী গল্পের জন্য একটি সুন্দর নামকরণ করতে হবে। গল্পের সূচনা থেকেই পাঠকদের কৌতূহল ধরে রাখতে হবে। পাঠকের মনে যত কৌতুহল জাগানো যায়। গল্প পড়ার জন্য পাঠক ততই আগ্রহী হয়।

1000 শব্দের গল্প কিভাবে লিখতে হয়

যারা যারা নিজেকে সৃজনশীলে পারদর্শী মনে করেন। যাদের চিন্তা ধারণা এমন যে তারা লেখালেখি তো অনেক ভালো। সহজে যে কোন গল্প বানিয়ে লিখতে পারে। 1000 শব্দের গল্প লিখতে উপরের আলোচনাটি ভালোভাবে পড়ুন। সেখানে ৯টি সুন্দর সুন্দর নিয়ম বলা হয়েছে।

ছোট গল্প লিখতে কত সময় লাগে

ছোট গল্প লিখতে কত সময় লাগবে এটি আপনার লেখার গতি, চিন্তাভাবনার সময়, বিষয় ও কত শব্দের গল্প লিখছেন এসব কিছুর উপর নির্ভর করে। তবে সাধারণভাবে একটি ছোট গল্প লিখতে ১৫-২০ মিনিট লাগার কথা।

Leave a Comment