প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক করার ২টি নিয়ম

অনেক সময় দেখা যায় প্রিপেইড মিটার রিচার্জ করার পরও মিটারে টাকা ঢুকে না। এর জন্য রিচার্জ করার সাথে সাথে নাম্বারে আসা টোকেন দিয়ে মিটারে টাইপ করতে হয়। টাইপ করার পর আপনার রিচার্জকৃত টাকা মিটারে ঢুকে যায়।

অনেকে এই রিচার্জ এর টোকেন হারিয়ে ফেলেন। অথবা, মেসেজে টোকেন আসলেও তেমন কোন গ্রাহ্য দেন না। তবে কিছুদিন পর সেই টোকেনের প্রয়োজন পড়ে। কেননা মিটারে তখন রিচার্জকৃত টাকা প্রবেশ করে না।

টোকেন দিয়ে টাইপ করলেই মিটারের টাকা ঢুকে যায়। তখন আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেই টোকেন খুঁজে বের করা। আজকে আমি প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক করার ২টি নিয়ম শিখিয়ে দেব। এই নিয়ম অনুযায়ী আপনি যেকোনো সময় আপনার যেকোনো টোকেন খুঁজে বের করতে পারবেন।

Read More : সকল প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার – NESCO, DESCO, BPDB

কখন রিচার্জ করেছিলেন কোন বিকাশ দিয়ে করেছিলেন? এটি জানা থাকুক কিংবা না থাকুক তাতেও কোন সমস্যা হবে না। বিনা কোন তথ্যে শুধু মিটার নাম্বার দিয়ে আপনি নিজের টোকেন নম্বর বের করতে পারবেন।

তবে আগে বিকাশ থেকে প্রিপেড মিটার টোকেন নম্বর বের করার নিয়ম শিখিয়ে দেব। এরপর শুধুমাত্র মিটার নাম্বার বা কনজ্যুমার নম্বর দিয়ে কিভাবে টোকেন বের করতে হয় সেটি শিখিয়ে দেব।

নিয়ম-১ : বিকাশ অ্যাপ থেকে প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক

  • বিকাশ অ্যাপ চালু করুন।
  • পিন কোড দিয়ে লগইন করুন।
  • ড্যাশবোর্ডে “পে বিল” নামক অপশন দেখতে পাবেন। ক্লিক করুন।
  • রিসিট এবং টোকেন” এ ক্লিক করুন।
  • প্রিপেইড টোকেন” নামক অপশনে ক্লিক করে নিজের মিটার নাম্বার লিখুন।
  • আপনার সামনে সম্প্রতি বিকাশ থেকে রিচার্জ করা ৪টি টোকেন নম্বর চলে আসবে।
  • এদের নিচে তারিখ দেওয়া থাকবে। তারিখ অনুযায়ী নতুন-হতে-পুরাতন ক্রমে আপনার সামনে টোকেন প্রদর্শন হবে।
  • সেখান থেকে যে তারিখের টোকেন খুঁজছেন সেটি পেয়ে যাওয়ার পর নিজের মিটারে টোকেন প্রবেশ করে দিন।
  • যেকোনো বিকাশ একাউন্ট থেকে এই পদ্ধতিতে আপনি নিজের সম্প্রতি ৪টি টোকেন নম্বর দেখতে পারবেন।
  • এক্ষেত্রে যে বিকাশ একাউন্ট থেকে রিচার্জ করেছিলেন কেবল তাতেই টোকেন দেখা সম্ভব এটি জরুরি নয়।
  • বরং বিকাশ থেকে মিটার রিচার্জ করে থাকলে যেকোনো বিকাশ একাউন্ট থেকে মিটার নাম্বার দিয়ে টোকেন দেখতে পারবেন।

Read More : প্রিপেইড মিটার রিচার্জ হচ্ছে না? করণীয় জেনে নিন

বিকাশ অ্যাপ থেকে প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক

বিকাশ অ্যাপ থেকে প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক

নিয়ম-২ : ওয়েবসাইটের মাধ্যমে প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক

আপনি যে স্থানে বসবাস করছেন এবং যে প্রিপেইড মিটার ব্যবহার করছেন কেবলমাত্র তার ওয়েবসাইট থেকেই মিটারের টোকেন নম্বর দেখা সম্ভব। আপনার প্রিপেইড মিটারের কোম্পানির নাম জেনে নিন। যেমন আমার প্রিপেইড মিটার “নেস্কো” কোম্পানির।

আমি উত্তরাঞ্চলে থাকি এই এলাকায় নেস্কো কোম্পানি বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে। আমি নেস্কো কোম্পানির প্রিপেইড মিটারের ওয়েবসাইটে লগইন করে নিয়ম শিখিয়ে দিবো। সকল মিটারের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য।

যাদের নেস্কো কোম্পানির মিটার আছে তারা আমার নিয়ম অনুসরণ করবেন। বাকিরা এই একইভাবে নিজের মিটারের ক্ষেত্রে অনুসরণ করবেন।

  • এই লিংকে https://prepaid.nesco.gov.bd/index.php ক্লিক করে নেস্কোর ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • সেখানে নিজের মিটার নাম্বার দিয়ে লগইন করুন। (ক্যাপচা পূরণ করা আবশ্যক)
  • লগইন করার পর “রিচার্জ হিস্ট্রি দেখুন” নামক অপশনে ক্লিক করুন।
  • পেজ নিচের দিকে স্ক্রল করুন।
  • সেখানে “টোকেন নম্বর” অপশন পেয়ে যাবেন। তার নিচে আপনার মিটারে এই পর্যন্ত রিচার্জ করা সকল টোকেন নম্বর পেয়ে যাবেন।
  • আপনি যেই মাধ্যমেই রিচার্জ করেছেন না কেন। হোক বিকাশ কিংবা নগদ সকল টোকেন এখানে পেয়ে যাবেন।
  • নিজের হারিয়ে যাওয়া টোকেন টি তার তারিখ অনুযায়ী খুঁজে বের করুন।
  • এরপর নিজের মিটারে টোকেনটি টাইপ করে রিচার্জ সম্পন্ন করে নিন।

Read More : অনলাইনে NESCO প্রিপেইড বিল চেক করার নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক

প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম অনেক সহজ। এটি তেমন একটি জটিল প্রক্রিয়া নয়। আপনি চাইলে বাড়িতে বসেই নিজের প্রিপেইড মিটার নিজেই রিচার্জ করতে পারবেন। সাধারণত প্রিপেইড মিটার ২ ভাবে রিচার্জ করা যায়।

  1. রিচার্জের দোকানে গিয়ে
  2. নিজেই নিজের মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, উপায় ইত্যাদি) একাউন্ট থেকে

আমাদের দেশে অনেকেই প্রিপেইড মিটার রিচার্জ করার পদ্ধতি না জানার কারণে ১০ টাকা বাড়তি খরচ দিয়ে রিচার্জের দোকান থেকে মিটারে টাকা রিচার্জ করেন। তবে এই প্রক্রিয়া অনেক সহজ। আপনাকে কাউকে বাড়তি টাকা দিতে হবে না।

আপনি চাইলে বাড়িতে বসেই নিজের মিটারে টাকা রিচার্জ করতে পারবেন। যার জন্য প্রয়োজন যেকোনো একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট। যেমন: বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি। আপনার যদি এসব একাউন্ট নেই। তাহলে কিভাবে খুলবেন তা নিচের পোস্টে ক্লিক করে গিয়ে শিখে নিন।

তবে আপনি জেনে অবাক হবেন শুধুমাত্র স্মার্টফোন বা টাচ ফোন নয় আপনি চাইলে নিজের বাটন মোবাইল থেকেও নিজের প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন। কিভাবে করবেন, এর নিয়ম কি এই পোস্টে গিয়ে দেখে আসুন।

প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম – ২টি পদ্ধতি জেনে নিন

প্রিপেইড মিটার ব্যবহারের নিয়ম

প্রিপেইড মিটার ব্যবহারের নিয়ম অনেক সহজ। আগের মিটারের মতো এই মিটারে তেমন কোনো ভেজাল নেই। আগে আপনাকে মাসিক বিদ্যুৎ বিল দিতে হতো। কিন্তু এখন আগেই মিটারে টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হবে।

প্রিপেইড মিটার লাগানো তেমন কোনো ঝামেলা নয়। আপনার বিদ্যুৎ বিভাগ নিজেই এসে আপনার বাড়িতে এই মিটার লাগিয়ে দিবে অথবা, লাগিয়ে দিয়েছে। এখন আপনার কাজ হচ্ছে মাসিক টাকা রিচার্জ করা এবং বিদ্যুৎ ব্যবহার করা। এই ডিজিটাল প্রিপেইড মিটার সম্পর্কে আরো কিছু তথ্য –

  • প্রতিমাসে প্রিপেইড মিটারের ভাড়া ৪০ টাকা আপনার ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে।
  • মিটারের ব্যালেন্স শেষ হলে আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে।
  • এ সময় আপনাকে মিটারে টাকা রিচার্জ করতে হবে। পুনরায় আপনার বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে।
  • ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য আপনি নিজের মিটারে “99999” কোড ডায়াল করতে পারেন।
  • আপনার মিটারের ব্যালেন্স দেখার জন্য “801” ডায়াল করতে হবে।
  • ইমার্জেন্সি ব্যালেন্স দেখার জন্য ডায়াল করতে হবে “804

উপসংহার

আজকের পোস্টে প্রিপেইড মিটার টোকেন নম্বর চেক করার ২টি নিয়ম আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম এবং প্রিপেইড মিটার ব্যবহারের নিয়ম বিস্তারিত জানানো হয়েছে।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment