গাজী পাম্প ১ ঘোড়া দাম কত ২০২৪? 1HP Gazi Water Pump Price

আজকে আলোচনা করবো গাজী পাম্প ১ ঘোড়া দাম নিয়ে। গাজী গ্ৰুপ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কোম্পানিগুলোর মধ্যে একটি। গাজী গ্ৰুপ ইলেক্ট্রনিক্স থেকে শুরু করে প্রায় সকল ধরণের প্রোডাক্ট তৈরী করে থাকে।

সেই সাথে গাজী বাংলাদেশের মানুষদের কাছে অত্যান্ত পরিচিত এবং পছন্দনীয় কোম্পানি। বাজারে যেকোনো গাজী কোম্পানির পণ্য বা যন্ত্র কিনতে ক্রেতাগন দ্বিধাবোধ করেন না। গাজীর জনপ্রিয়তার মতো এর পণ্যের মানও অনেক উন্নত।

তাই সকলের কাছে এই কোম্পানির জিনিসপত্রগুলো অনেক গ্রহণযোগ্য। আমরা অনেকে নিজের বাড়িতে পানির মটর লাগানোর কথা চিন্তা করছি। তবে সমস্যা হচ্ছে যে কোন কোম্পানির মটর কিনবো সেটি বাছাই করতে পাচ্ছি না।

তাহলে নিশ্চিন্তে আপনি গাজী পাম্প ১ ঘোড়া নিজের বাড়িতে লাগাতে পারেন। এটি অনেক ভালো পারফরম্যান্স দেয়। সাথে মাঝারি আকারের একটি মটর যেটি মদ্ধবিত্ত পরিবারের জন্য অনেক ভালো।

১ ঘোড়া বা ১ এইচপি সম্পন্ন গাজীর মটর ব্যবহারে বিদ্যুৎ খরচ কম হয় সাথে এটি দীর্ঘস্থায়ী একটি মটর। গাজী কোম্পানির মোট ৪টি মটর ১ ঘোড়া বা ১ এইচপি পাওয়ার সম্পন্ন আছে।

পুরো ৪টি মটরেরই তথ্য এবং দাম আপনাদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করবো। তো চলুন আমরা আমাদের মূল আলোচনার দিকে অগ্রসর হয়।

Read More : ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৪-চার্জার ফ্যান কাজের পদ্ধতি

গাজী পাম্প ১ ঘোড়া দাম কত ২০২৪?

আগেই যেহেতু বলেছি যে গাজী গ্ৰুপের অফিসিয়ালি ৪টি পানির মটর বা পাম্প ১ ঘোড়া বিশিষ্ট। তাই আমি সকল ৪টি মটর এর দাম নিয়ে আলোচনা করবো। এগুলোর দাম আপনাদের সামনে উপস্থাপন করবো।

মডেলপাওয়ারদাম
TJSW-10M – Gazi Jet Pump1 HP / ১ ঘোড়া৭,২৫৪/- টাকা
TJSW-100XL – Gazi Pump1 HP / ১ ঘোড়া৫,৫০০/- টাকা
TJSW-100 ECO – Gazi Pump1 HP / ১ ঘোড়া৭,১৫০/- টাকা
JDW-1A-2 – Gazi Pump1 HP / ১ ঘোড়া৯,৮০০/- টাকা

আপনারা এই ছকে দেখতেই পাচ্ছে যে গাজীর মোট ৪টি মটর একই পাওয়ার সম্পন্ন। কিন্তু এদের দামের মধ্যে অনেক তফাৎ আছে। আপনি প্রশ্ন করতে পারেন যে দামের এত বড় পার্থক্য কেন?

আসলে প্রত্যেকটি মটরের পারফরম্যান্স, টেকসই থাকা, ব্যাবহারকারির চাহিদা ও যন্ত্রাংশের কোয়ালিটির উপর ভিত্তি করে মোটরগুলোর দাম আলাদা আলাদা। তবে এটি অস্বীকার করা যাবে না যে, মটর ৪টির পাওয়ার ১ ঘোড়া।

এটি আপনার ঐচ্ছিক বিষয় আপনি কোন মটরটি কিনবেন। অবশ্যই মটর ক্রয় করার আগে আপনি একটি বাজেট করে রেখেছেন। নিজের বাজেটের সাথে খাপ খাইয়ে কোন মটর কিনবেন এটি নির্বাচন করুন।

এখন আমার কর্তব্য হচ্ছে আপনাকে মটর নির্বাচনে সহায়তা করা। যার জন্যে আমি এই ৪টি মটরের সম্পূর্ণ তথ্যাবলী আপনার সামনে তুলে ধরবো। যাতে এগুলোর তথ্য জানার পর আপনাকে মটর নির্বাচন করতে সুবিধা হয়।

Read More : 12 হাজার টাকার মোবাইল vivo | সেরা ৪টি vivo সেটের তালিকা ২০২৪

TJSW-10M – Gazi Jet Pump এর তথ্যাবলী

TJSW-10M – Gazi Jet Pump মটরটি গাজী গ্ৰুপের একটি মধ্যম মুলা পানির মটর বা পাম্প। বিশেষ করে ছোট পরিবার ও মধ্যবিত্তরা এই মোটর ব্যবহার করতে স্বাচ্ছন্দবোধ করবেন বলে আশা করি। উক্ত মটর সম্পর্কিত তথ্যগুলি হচ্ছে –

ভোল্টেজ১৮০-২২০ ভোল্ট
পাওয়ার1 Hp / ০.৭৫ কিলোওয়াট
স্পিড২৯০০ আরপিএম
পারফরম্যান্সমিনিট (হেড 40-20) (ক্ষমতা 10-80 লিটার)
শোষণ১”
আউটপুট১”
ফ্রেকুয়েন্সি50Hz

এছাড়াও এই মটরের পাম্প সাইড সম্পর্কে বলা যায়। কাস্ট আয়রন এর পাম্প বডি এবং ব্র্যাকেট আছে। ব্রাশ আইএম-পেলার; স্টেইনলেস স্টীল খাদ এবং উচ্চ মানের যান্ত্রিক সীল আছে।

গাজী ব্রান্ডের সমস্ত পাম্প ইউএনআই 6871-71P cat III standards অনুসারে পৃথকভাবে কারখানায় পরীক্ষা করা হয়। আশা করছি এই তথ্যগুলো আপনার জন্য যথেষ্ট হবে।

TJSW-100XL – Gazi Pump এর তথ্যাবলী

TJSW-100XL – Gazi Pump মটরটি ১ ঘোড়া গাজী পাম্পগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন বাজেটের একটি মটর। ছোট পরিবার ও মধ্যবিত্তদের জন্য কম বাজেটের মধ্যে উচ্চমানসম্পন্ন মটর হতে পারে এটি। উক্ত মটর সম্পর্কিত তথ্যগুলি হচ্ছে –

ভোল্টেজ১৮০-২২০ ভোল্ট
পাওয়ার1 Hp / ০.৭৫ কিলোওয়াট
স্পিড২৯০০ আরপিএম
পারফরম্যান্সমিনিট (হেড 32-20) (ক্ষমতা 10-70 লিটার)
শোষণ১”
আউটপুট১”
ফ্রেকুয়েন্সি50Hz

Read More : ভিভো 4 64 দাম কত ২০২৪? ২০ টি ভিভো মোবাইলের দামের তালিকা

এছাড়াও এই মটরের পাম্প সাইড সম্পর্কে বলা যায়। কাস্ট আয়রন এর পাম্প বডি এবং ব্র্যাকেট আছে। ব্রাশ আইএম-পেলার; স্টেইনলেস স্টীল খাদ এবং উচ্চ মানের যান্ত্রিক সীল আছে।

বাকি মটরের সাথে এই মোটরটিকে তুলনা করলে এর পারফরম্যান্স এ কিছুটা ঘাটতি দেখা দিবে। কিন্তু এই ঘাটতি বা তফাৎ ততবেশি নয়। এর মূল্য হিসেবে এটি যথেষ্ট ভালো পারফর্ম করবে বলে আশা করা যায়।

যেহেতু আপনি দামের মধ্যে একটু ছাড় পাচ্ছেন। কাজেই এর পারফরম্যান্স এ একটু তো কমতি হবেই। কিন্তু সেটি তেমন কোনো প্রভাব ফেলবে না।

গাজী ব্রান্ডের সমস্ত পাম্প ইউএনআই 6871-71P cat III standards অনুসারে পৃথকভাবে কারখানায় পরীক্ষা করা হয়। আশা করছি এই তথ্যগুলো আপনার জন্য যথেষ্ট হবে।

TJSW-100 ECO – Gazi Pump এর তথ্যাবলী

TJSW-100 ECO – Gazi Pump এবং TJSW-10M – Gazi Jet Pump এর মধ্যে তেমন কোনো বড় পার্থক্য নেই বললেই চলে। উভয় পাম্প প্রায় একই রকম পারফরম্যান্স দেয়, এদের ফিচার একই এবং দামের মধ্যেও অতি নগন্য পার্থক্য লক্ষ্য করা যায়।

তবে পাম্প দুইটির ডিজাইন ও মডেল একটু ভিন্ন। উক্ত মটর সম্পর্কিত তথ্যগুলি হচ্ছে –

ভোল্টেজ১৮০-২২০ ভোল্ট
পাওয়ার1 Hp / ০.৭৫ কিলোওয়াট
স্পিড২৯০০ আরপিএম
পারফরম্যান্সমিনিট (হেড 32-20) (ক্ষমতা 10-65 লিটার)
শোষণ১”
আউটপুট১”
ফ্রেকুয়েন্সি50Hz

এছাড়াও এই মটরের পাম্প সাইড সম্পর্কে বলা যায়। কাস্ট আয়রন এর পাম্প বডি এবং ব্র্যাকেট আছে। ব্রাশ আইএম-পেলার; স্টেইনলেস স্টীল খাদ এবং উচ্চ মানের যান্ত্রিক সীল আছে।

এই মোটরটির মিনিট হেড TJSW-10M – Gazi Jet Pump মোটরটির অপেক্ষায় কিছুটা কম। কিন্তু TJSW-100XL – Gazi Pump এর তুলনায় সমান আছে বলে লক্ষ্য করা যায়।

অপরদিকে এর ক্ষমতা উপরের ঊভয় মোটরের তুলনায় কম। কিন্তু দামের দিক দিয়ে এটি ২য় মোটর অর্থাৎ TJSW-100XL – Gazi Pump তুলনায় অনেক বেশি।

কাজেই যদি বিবেচনা করা হয় তাহলে এর চেয়ে ভালো হচ্ছে ২য় মোটর অর্থাৎ TJSW-100XL – Gazi Pump. বাকিটা আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে।

গাজী ব্রান্ডের সমস্ত পাম্প ইউএনআই 6871-71P cat III standards অনুসারে পৃথকভাবে কারখানায় পরীক্ষা করা হয়। আশা করছি মটরটির তথ্যগুলো আপনার জন্য যথেষ্ট হবে।

Read More : বাংলাদেশে Vivo Y21 এর দাম | বিবু Y21 এর RAM & ROM রিভিউসহ

JDW-1A-2 – Gazi Pump এর তথ্যাবলী

JDW-1A-2 – Gazi Pump মটরটি ১ ঘোড়া পাম্পের তালিকায় গাজী গ্ৰুপের সবচেয়ে উচ্চ মূল্যের একটি পানির মটর। তবে উচ্চ মূল্য হওয়ায় এর পারফরম্যান্স কেমন সেটি কি জানেন? এর জন্য সর্বপ্রথম এর তথ্যগুলো জানতে হবে।

তারপর বাকি তিনটি মটরের সাথে তুলনা করলে বুঝা যাবে এই মটরটি আসলেই কি এর দামের মতো ভালো। নাকি বাকি ৩টি মটর দামে কম ও মানে ভালো। তো চলুন এই মটরটির তথ্যগুলো জেনে নেই।

ভোল্টেজ১৮০-২২০ ভোল্ট
পাওয়ার1 Hp / ০.৭৫ কিলোওয়াট
স্পিড২৯০০ আরপিএম
পারফরম্যান্সমিনিট (হেড 32-10) (ক্ষমতা 10-25 লিটার)
শোষণ১.৫”
আউটপুট১”
ফ্রেকুয়েন্সি50Hz

এছাড়াও এই মটরের পাম্প সাইড সম্পর্কে বলা যায়। কাস্ট আয়রন এর পাম্প বডি এবং ব্র্যাকেট আছে। ব্রাশ আইএম-পেলার; স্টেইনলেস স্টীল খাদ এবং উচ্চ মানের যান্ত্রিক সীল আছে।

গাজী ব্রান্ডের এই মটরটি তার দাম অনুযায়ী তেমন কোনো বেশি সুবিধাজনক বলে মনে হচ্ছে না। এর দামের তুলনায় এটি অনেক এভারেজ মানের মটর মনে হচ্ছে।

যেখানে মিনিট ও ক্ষমতার পারফরম্যান্স এর দিক দিয়ে এটি বাকি ৩ টি মটরের তুলনায় অনেকটা পিছিয়ে। শুধুমাত্র এর শোষণ ক্ষমতা বাকি মোটরের তুলনায় একটু বেশি।

যেখানে বাকি মোটরগুলোর শোষণ ক্ষমতা ১” সেখানে এ মোটরের শোষণ ক্ষমতা ১.৫” . আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এতো দামে এই মটর না নিয়ে বাকি ৩ টি মটরের মধ্য থেকে যেকোনো একটি বিচার-বিবেচনা করে বাছাই করুন।

গাজী ব্রান্ডের সমস্ত পাম্প ইউএনআই 6871-71P cat III standards অনুসারে পৃথকভাবে কারখানায় পরীক্ষা করা হয়। আশা করছি মটরটির তথ্যগুলো আপনার জন্য যথেষ্ট হবে।

Read More : বাংলাদেশে ভিভো Y20 দাম কত । এর RAM & ROM সম্পূর্ণ রিভিউসহ

Conclusion

এই পোস্টে গাজী পাম্প ১ ঘোড়া দাম, মান ও যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। যেখানে গাজী ব্রান্ডের মোট ৪টি মটর যেগুলো ১ ঘোড়া বা ১ এইচপি সম্পন্ন সেগুলোর দিকে আলোকপাত করা হয়েছে।

এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমি সকল মটরের ভালো এবং খারাপ উভয় দিক তুলে ধরেছি। তাছাড়া প্রত্যেকটি মটরকে ওপর মটরগুলোর সাথে তুলনা করে দেখিয়েছি যে কোনটি নিজের দাম অনুযায়ী কেমন।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে আপনি ১ম তিনটি মটরের মধ্যে যেকোনো একটি কিনুন। এগুলো আপনার বাজেটের মধ্যে আসবে। সাথে এগুলো আপনাকে যথেষ্ট ভালো সার্ভিস দিবে। আপনার বাজেটের কথা মাথায় রেখে ভেবে দেখুন।

আশা করি আমার আলোচনাটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, সাথে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে বা বলার থাকলেও কমেন্ট করুন।

Leave a Comment