ভিভো 4 64 দাম কত ২০২৪? ২০ টি ভিভো মোবাইলের দামের তালিকা

আজকে আলোচনা করব ভিভো ব্র্যান্ডের মোবাইল নিয়ে। আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ভিভো 4 64 দাম কত সেটি জানিয়ে দেওয়া। কথা হচ্ছে যে ভিভো কোম্পানির অনেকগুলো ফোনে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম রয়েছে।

তাই চেষ্টা করব ভিভো কোম্পানি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি র‍্যাম রম এর মার্কেটে যে মোবাইলগুলো জনপ্রিয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা। আমি যথাসাধ্য চেষ্টা করব আলোচনা বিস্তারিত করা যাতে আপনার জানতে ও বুঝতে সুবিধা হয়।। তাহলে চলুন এবার আমরা জেনে নেই ভিভো 4 64 দাম কত।

Read More : রিয়েলমি C35 দাম কত ২০২৪ | রিয়েলমি C35 বাংলাদেশ প্রাইস

Table of Contents

ভিভো 4 64 দাম কত?

নিচে আমি ভিভো 4 64 সকল মোবাইলগুলোর দাম লিস্ট আকারে জানিয়ে দিচ্ছি। এরপর সে মোবাইলগুলোর স্পেসিফিকেশন, ক্যামেরা, পারফরম্যান্স ও যাবতীয় তথ্য আলোচনা করবো।

এই সকল তথ্য ভিভো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন মোবাইলের সাইট থেকে সংগ্রহ করে আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরছি।

মোবাইলের নাম র‍্যাম রম দাম
Vivo Y17s ৪ জিবি ৬৪ জিবি ১৫,৯৯৯/- টাকা
Vivo Y22 ৪ জিবি ৬৪ জিবি ২০,৯৯৯/- টাকা
Vivo Y21 2021 ৪ জিবি ৬৪ জিবি ১৫,৯৯৯/- টাকা
Vivo Y02t 4G ৪ জিবি ৬৪ জিবি ১২,৯৯৯/- টাকা
Vivo Y16 ৪ জিবি ৬৪ জিবি ১৪,৯৯৯/- টাকা
Vivo Y18 ৪ জিবি ৬৪ জিবি ১৩,০০০/- টাকা
Vivo U3 ৪ জিবি ৬৪ জিবি ১২,৫০০/- টাকা
Vivo Y21 (2020) ৪ জিবি ৬৪ জিবি ১৮,৪৬৬/- টাকা
Vivo Y21G ৪ জিবি ৬৪ জিবি ১৮,০০০/- টাকা
Vivo Y95 ৪ জিবি ৬৪ জিবি ১৮,৫০০/- টাকা
Vivo V9 ৪ জিবি ৬৪ জিবি ২৬,৯৯০/- টাকা
Vivo T1x 4G ৪ জিবি ৬৪ জিবি ১৮,০০০/- টাকা
Vivo V5s ৪ জিবি ৬৪ জিবি ২৫,৫০০/- টাকা
Vivo Y21A ৪ জিবি ৬৪ জিবি ১৯,০০০/- টাকা
Vivo Y15A ৪ জিবি ৬৪ জিবি ১৫,০০০/- টাকা
Vivo Y53L ৪ জিবি ৬৪ জিবি ১৭,১৫৮/- টাকা
Vivo Y20 (2021) ৪ জিবি ৬৪ জিবি ১৩,৯৯০/- টাকা
Vivo Y3 ৪ জিবি ৬৪ জিবি ১৮,০০০/- টাকা
Vivo Y20 ৪ জিবি ৬৪ জিবি ১৩,৯৯০/- টাকা
Vivo Y15 ৪ জিবি ৬৪ জিবি ১৬,৯৯০/- টাকা

Read More : 12 হাজার টাকার মোবাইল vivo | সেরা ৪টি vivo সেটের তালিকা ২০২৪

Vivo Y17s মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে গ্লিটার বেগুনি এবং বন সবুজ
  • RAM & ROM : ভিভো Y17s মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.৫৬ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 1612 x 720 পিক্সেলস (২৬৯ পিপিআই)রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৮৬ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : Vivo Y17s মোবাইলে লিথিয়াম আয়ন ৫০০০mAh ব্যাটারি সংযোগ আছে। সাথে আপনাকে ১৫ ওয়াটের একটি চার্জার দেয়া হবে। যেটি এই ব্যাটারিকে দ্রুত চার্জ করতে সক্ষম।
  • পারফরম্যান্স : Vivo Y17s মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ১৩ ভার্সন রয়েছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা ডুয়াল ক্যামেরা
রেজুলেশন 50+2 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 2160p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 8 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

Vivo Y22 মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে মেটাভার্স গ্রিন এবং স্টারলিট ব্লু।
  • RAM & ROM : ভিভো Y22 মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.৫৫ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 1612 x 720 পিক্সেলস HD+ রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৯০ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : vivo Y22 মোবাইলে লিথিয়াম পলিমারের ৫০০০mAh ব্যাটারি সংযোগ আছে। সাথে আপনাকে ১৮ ওয়াটের একটি চার্জার দেয়া হবে। যেটি এই ব্যাটারিকে দ্রুত চার্জ করতে সক্ষম।
  • পারফরম্যান্স : vivo Y22 মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ১২ ভার্সন রয়েছে। সাথে মিডিয়াটেক হেলিও জি৮৫ এর একটি প্রসেসর আছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Read More : স্যামসাং A13 বাংলাদেশ প্রাইস | স্যামসাং A13 দাম কত ২০২৪

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা ডুয়াল ক্যামেরা
রেজুলেশন 50+2 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 8 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

Vivo Y21 এবং Vivo Y20 এর স্পেসিফিকশন নিয়ে আলাদা পোস্ট করা আছে গিয়ে দেখে আসুন।

  1. বাংলাদেশে Vivo Y21 এর দাম | বিবু Y21 এর RAM & ROM রিভিউসহ
  2. বাংলাদেশে ভিভো Y20 দাম কত । এর RAM & ROM সম্পূর্ণ রিভিউসহ

Vivo Y02t 4G মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে অর্কিড ব্লু এবং কসমিক গ্রে
  • RAM & ROM : ভিভো Y02t 4G মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.৫১ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 1600 x 720 পিক্সেলস HD+ রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৮৬ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : vivo Y02t 4G মোবাইলে লিথিয়াম পলিমারের ৫০০০mAh ব্যাটারি সংযোগ আছে। সাথে আপনাকে ১০ ওয়াটের একটি চার্জার দেয়া হবে। যেটি এই ব্যাটারিকে দ্রুত চার্জ করতে সক্ষম।
  • পারফরম্যান্স : vivo Y02t 4G মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ১৩ ভার্সন রয়েছে। সাথে মিডিয়াটেক হেলিও পি৩৫ এর একটি প্রসেসর আছে।

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 8 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 5 Megapixels
ভিডিও কোয়ালিটি *

Vivo Y16 মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে গুঁড়ি গুঁড়ি গোল্ড এবং স্টেলার ব্ল্যাক।
  • RAM & ROM : ভিভো Y16 মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.৫১ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 1600 x 720 পিক্সেলস HD+ রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৮৩ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : vivo Y16 মোবাইলে লিথিয়াম পলিমারের ৫০০০mAh ব্যাটারি সংযোগ আছে। সাথে আপনাকে ১০ ওয়াটের একটি চার্জার দেয়া হবে। যেটি এই ব্যাটারিকে দ্রুত চার্জ করতে সক্ষম।
  • পারফরম্যান্স : vivo Y16 মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ১২ ভার্সন রয়েছে। সাথে মিডিয়াটেক হেলিও পি৩৫ এর একটি প্রসেসর আছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা ডুয়াল ক্যামেরা
রেজুলেশন 13+2 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 8 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

Read More : ভিভো 4 64 দাম কত ২০২৪? ২০ টি ভিভো মোবাইলের দামের তালিকা

Vivo Y18 মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে মিনারেল ব্লু এবং মিস্টিরিওস পার্পাল
  • RAM & ROM : ভিভো Y18 মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.৩৫ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 720 x 1544 পিক্সেলস রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল।
  • ব্যাটারি : vivo Y18 মোবাইলে লিথিয়াম পলিমারের ৫০০০mAh ব্যাটারি সংযোগ আছে। যা সম্পূর্ণ ১০০% চার্জ হতে ৩ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে।
  • পারফরম্যান্স : vivo Y18 মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ১০ ভার্সন রয়েছে। সাথে স্ন্যাপড্রাগন ৪৩৯ এর একটি চিপসেট এবং এডরেনো ৫০৫ জিপিইউ আছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা ডুয়াল ক্যামেরা
রেজুলেশন 16+2 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 8 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

Vivo U3 মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে অ্যাগেট ব্ল্যাক, স্পার ব্লু এবং জেড পোর্সেলিন গ্রিন
  • RAM & ROM : ভিভো U3 মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.৫৩ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 10800 x 1240 পিক্সেলস রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৯৩ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : vivo YU3 মোবাইলে লিথিয়াম পলিমারের ৫০০০mAh ব্যাটারি সংযোগ আছে। সাথে আপনাকে ১৮ ওয়াটের একটি চার্জার দেয়া হবে। যেটি এই ব্যাটারিকে দ্রুত চার্জ করতে সক্ষম।
  • পারফরম্যান্স : vivo YU3 মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ৯ ভার্সন রয়েছে। সাথে স্ন্যাপড্রাগন ৬৭৫ এর একটি চিপসেট এবং এডরেনো ৬১২ জিপিইউ আছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে ফেস আনলক সিস্টেমও আছে।

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা ত্রিপল ক্যামেরা
রেজুলেশন 16+8+2 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 16 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

Vivo Y95 মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে নেবুলা বেগুনি, অরোরা রেড এবং স্টারি ব্ল্যাক
  • RAM & ROM : ভিভো Y95 মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.২২ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 720 x 1520 পিক্সেলস HD+ রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৬৩.৫ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : vivo Y95 মোবাইলে লিথিয়াম পলিমারের ৪০৩০mAh ব্যাটারি সংযোগ আছে।
  • পারফরম্যান্স : vivo Y95 মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ৮ ভার্সন রয়েছে। সাথে স্ন্যাপড্রাগন ৪৩৯ এর একটি চিপসেট এবং এডরেনো ৫০৫ জিপিইউ আছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে ফেস আনলক সিস্টেমও আছে।

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা ডুয়াল ক্যামেরা
রেজুলেশন 13+2 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 20 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

Vivo V9 মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে সোনালি, কালো এবং নীলা
  • RAM & ROM : ভিভো V9 মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.৩ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 1080 x 2280 পিক্সেলস (৪০০ পিপিআই)রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৫০ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : vivo V9 মোবাইলে লিথিয়াম পলিমারের ৩২৬০mAh ব্যাটারি সংযোগ আছে। যেটি অনেক কম।
  • পারফরম্যান্স : vivo V9 মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ৮ ভার্সন রয়েছে। সাথে স্ন্যাপড্রাগন ৬২৬ এর একটি চিপসেট এবং এডরেনো ৫০৬ জিপিইউ আছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা ডুয়াল ক্যামেরা
রেজুলেশন 16+5 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 2160p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 24 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

Vivo V5s মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে ক্রাউন গোল্ড এবং ম্যাট ব্ল্যাক।
  • RAM & ROM : ভিভো V5s মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৫.৫ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 720 x 1280 পিক্সেলস (২৬৭ পিপিআই) রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৫৪ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : vivo V5s মোবাইলে লিথিয়াম পলিমারের ৩০০০mAh ব্যাটারি সংযোগ আছে। যেটি অনেক কম।
  • পারফরম্যান্স : vivo V5s মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ৬ ভার্সন রয়েছে। সাথে মিডিয়াটেক এর একটি চিপসেট এবং মালি-T860MP2 জিপিইউ আছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 13 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 20 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

Vivo Y15 মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য

  • রং : সর্বপ্রথম কথা বলব মোবাইলটির রং নিয়ে। এ মোবাইলের রং হচ্ছে ওয়েভ গ্রিন এবং মিস্টিক ব্লু।
  • RAM & ROM : ভিভো Y15 মোবাইলে ৪ জিবি এবং ৬৪ জিবি আছে।
  • স্ক্রিন এবং সাইজ : মোবাইলটির স্ক্রিন গ্লাসের তৈরি। আর এটি প্লাস্টিক বডির একটি মোবাইল। যার ডিসপ্লের সাইজ ৬.৫১ ইঞ্চি
  • রেজুলেশন : এর রেজুলেশন নিয়ে কথা বলা যাক। এটি এইচডি প্লাস 720 x 1600 পিক্সেলস (২৭০ পিপিআই) রেজুলেশন সম্পন্ন একটি ফোন।
  • টাচ এবং ওজন : মোবাইলটি একটি মাল্টি টাচ মোবাইল। মোবাইলটির নেট ওজন ১৭৯ গ্রাম। তেমন একটা ভারী নয় এবং হাতের মধ্যে ভালোভাবেই হোল্ড করতে পারবেন।
  • ব্যাটারি : Vivo Y15 মোবাইলে লিথিয়াম পলিমারের ৫০০০mAh ব্যাটারি সংযোগ আছে। সাথে আপনাকে ১০ ওয়াটের একটি চার্জার দেয়া হবে। যেটি এই ব্যাটারিকে দ্রুত চার্জ করতে সক্ষম।
  • পারফরম্যান্স : Vivo Y15 মোবাইলের পারফরম্যান্স মোটামোটি অনেক ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রোইড ১১ ভার্সন রয়েছে। সাথে মিডিয়াটেক হেলিও পি৩৫ এর একটি চিপসেট এবং PowerVR GE8320 জিপিইউ আছে।
  • সিকিউরিটি সেন্সরস : সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে ফেস আনলক সিস্টেমও আছে।

এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে –

পিছনের ক্যামেরা :

ক্যামেরা ডুয়াল ক্যামেরা
রেজুলেশন 13+2 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

সামনের ক্যামেরা :

ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা
রেজুলেশন 8 Megapixels
ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ HD 1080p

Colclusion

আশা করছি ভিভো 4 64 দাম কত জেনে গিয়েছেন। এখানে ৪জিবি-৬৪জিবি একটা মোবাইল নেই। ভিভো কোম্পানির অনেকগুলো মোবাইল 4 64 তে আছে। তাই আমি যথাসম্ভব সকল মোবাইলগুলো আপনাদের স্বার্থে একত্রে করেছি।

তারপর এগুলোর মধ্যে থেকে ১০টি জনপ্রিয় মোবাইল বাছাই করে সেগুলোর বিস্তারিত তথ্য, স্পেসিফিকশন ও পারফরম্যান্স তুলে ধরার চেষ্টা করেছি। এমনও হতে পারে এই ১০ টির বাইরে অন্য কোনো মোবাইল আপনার পছন্দ হয়েছে।

কিন্তু আমি সেটির স্পেসিফিকেশন আলোচনা করি নি। তাহলে চিন্তার কিছু নেই। আপনি নিচে কমেন্ট করে জানিয়ে দেন কোন মোবাইলের স্পেসিফিকেশন আপনার প্রয়োজন। আমি সেটি আপনার কাছে তুলে ধরার জন্য প্রস্তুত।

Leave a Comment