চুয়াডাঙ্গা হচ্ছে বাংলাদেশের পশ্চিমে অবস্থিত একটি জেলা। জেলাটি বাংলাদেশের মানুষদের কাছে অত্যন্ত সুপরিচিত। চুয়াডাঙ্গা জেলার রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন শহরের রেলওয়ে স্টেশনে ট্রেন যাতায়াত করে থাকে।
তেমনি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে যশোর রেলওয়ে স্টেশনের জন্য অনেকগুলো ট্রেন চলাচল করে। যারা চুয়াডাঙ্গা থেকে যশোর যেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। আজকে আলোচনার বিষয় হচ্ছে চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে।
যাবতীয় তথ্য ও সময়সূচী আপনি নিচে পেয়ে যাবেন। চলুন তাহলে মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক।
Read More : চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪
চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের সময়সূচী ২০২৪
চুয়াডাঙ্গা ও যশোর রেলওয়ে স্টেশনের মাঝে মোট সাতটি ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর কয়েকটি ট্রেন সপ্তাহের প্রতিদিন চলাচল করে। আবার, অনেকগুলো ট্রেন সপ্তাহে একদিন করে বন্ধ থাকে। তাছাড়া ট্রেনগুলো প্রতিদিন বিভিন্ন সময়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন হতে যশোরের উদ্দেশ্যে রওনা হয়। এই সাতটি ট্রেনের নাম হচ্ছে,
- SIMANTA EXPRESS (748) – সিমন্ত এক্সপ্রেস (৭৪৮)
- CHITRA EXPRESS (764) – চিত্রা এক্সপ্রেস (৭৬৪)
- BENAPOLE EXPRESS (796) – বেনাপোল এক্সপ্রেস (৭৯৬)
- SAGARDARI EXPRESS (762) – সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২)
- SUNDARBAN EXPRESS (726) – সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)
- RUPSHA EXPRESS (728) – রূপসা এক্সপ্রেস (৭২৮)
- KAPOTAKSHA EXPRESS (716) – কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬)
সময়সূচী
ট্রেনের নাম | সময়সূচি | যাত্রার সময় | ট্রেনের ছুটির দিন |
---|---|---|---|
সিমন্ত এক্সপ্রেস (৭৪৮) | রাত ০১:১৭ মিনিট | ১ ঘন্টা ৩৮ মিনিট | সোমবার |
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) | রাত ০১:৫৭ মিনিট | ১ ঘন্টা ৪৩ মিনিট | রবিবার |
বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) | ভোর ০৪:২২ মিনিট | ১ ঘন্টা ৩৮ মিনিট | বুধবার |
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২) | সকাল ০৮:৫০ মিনিট | ১ ঘন্টা ৪৫ মিনিট | সোমবার |
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) | দুপুর ১২:৫৬ মিনিট | ১ ঘন্টা ৩৬ মিনিট | বুধবার |
রূপসা এক্সপ্রেস (৭২৮) | বিকাল ০৩:২৪ মিনিট | ১ ঘন্টা ৪৩ মিনিট | বৃহস্পতিবার |
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) | সন্ধ্যা ০৫:১৩ মিনিট | ১ ঘন্টা ৫২ মিনিট | শুক্রবার |
চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের ভাড়া ২০২৪
চুয়াডাঙ্গা থেকে যশোর যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সবগুলো ট্রেনের মোট চার রকমের আসন বরাদ্দ করে রেখেছে। প্রত্যেকটি আসনের সেবা, সুবিধা ও কমফোর্ট এর উপর ভিত্তি করে এর টিকেটের দাম কম বা বেশি রয়েছে। এই রুটে যাত্রীদের জন্য যে চার ধরনের আসন বরাদ্দ রয়েছে তাদের নাম ও ভাড়া নিচে দেওয়া হলো।
S_CHAIR | ১০০ টাকা/- |
SNIGDHA | ১৮৪ টাকা/- |
AC_B | (৩৪৩-৫৩৫) টাকা/- |
AC_S | ২২৫ টাকা/- |
Read More : খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪
চুয়াডাঙ্গা থেকে যশোর কত কিলোমিটার?
চুয়াডাঙ্গা থেকে যশোর মোট ৭৪.৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই দুইটি শহরের মধ্যে যশোর জেলা ও শহর অনেক বেশি বিখ্যাত। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষের কাছে যশোর জেলাটি সুপরিচিত। অপরদিকে চুয়াডাঙ্গা জেলা বিখ্যাত হলেও যশোর জেলার ঊর্ধ্বে নয়।
চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের অনলাইন টিকেট বুকিং
চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের অনলাইন টিকেট বুকিং করার মোট দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অ্যাপ ইন্সটল করে। অপরটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। তবে সবচেয়ে সহজ হচ্ছে কোন অ্যাপ ইন্সটল না করে ওয়েবসাইটের মাধ্যমে টিকেট বুকিং করা। এর জন্য আপনাকে যা করতে হবে,
- নিজের এনআইডি কার্ডের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে লগইন করুন।
- এরপর আপনি কোন স্টেশন থেকে যাত্রা করতে চাচ্ছেন সেটি লিখে সার্চ করুন।
- স্টেশনের নাম দেখা দিলে সেটি সিলেক্ট করে নি।
- এরপর আপনার গন্তব্যের স্টেশন কোনটি সেটি সিলেক্ট করুন।
- কত তারিখে টিকিট বুকিং করতে চাচ্ছেন সেটি বাছাই করুন।
- কোন ধরনের আসন নিতে যাচ্ছেন সেটি বাছাই করুন।
- এরপর সার্চ অপশনে ক্লিক করুন।
- আপনার সামনে ঐ তারিখে চলাচলের জন্য সকল ট্রেনের বরাদ্দকৃত টিকিটগুলো চলে আসবে।
- এর মধ্য থেকে দেখুন কোন ট্রেনের টিকিট উপলব্ধ আছে কিনা।
- উপলব্ধ থাকলে তার উপর ক্লিক করুন এবং কিনে নিন।
- পেমেন্ট করার জন্য আপনি বিকাশ অথবা নগদ ব্যবহার করতে পারেন।
- এরপর আপনাকে অনলাইন টিকেট বুকিং এর একটি পিডিএফ দেওয়া হবে।
- আপনি যে স্টেশন থেকে যাত্রা করবেন তার টিকিট কাউন্টারে গিয়ে এই পিডিএফ টি দেখাতে হবে। সাথে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে।
- তারা আপনাকে পিডিএফ দেখে মূল টিকেট দিয়ে দেবেন।
- সে মূল টিকেট নিয়ে আপনি ট্রেনে যাতায়াত করতে পারবেন।
- এভাবে আপনি চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের টিকিটের অনলাইন বুকিং করতে পারবেন।
যশোর টু চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী ২০২৪
ট্রেনের নাম | সময়সূচি | যাত্রার সময় | ট্রেনের ছুটির দিন |
---|---|---|---|
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫) | সকাল ০৭:৫২ মিনিট | ১ ঘন্টা ৩৩ মিনিট | শুক্রবার |
রূপসা এক্সপ্রেস (৭২৭) | সকাল ০৮:২৩ মিনিট | ১ ঘন্টা ৪০ মিনিট | বৃহস্পতিবার |
চিত্রা এক্সপ্রেস (৭৬৩) | সকাল ১০:০৮ মিনিট | ১ ঘন্টা ৪২ মিনিট | রবিবার |
বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) | দুপুর ০২:১৫ মিনিট | ১ ঘন্টা ৪১ মিনিট | বুধবার |
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১) | সন্ধ্যা ০৫:১২ মিনিট | ১ ঘন্টা ৩৩ মিনিট | সোমবার |
সিমন্ত এক্সপ্রেস (৭৪৭) | রাত ১০:২৬ মিনিট | ১ ঘন্টা ৩০ মিনিট | সোমবার |
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) | রাত ১০:৫৬ মিনিট | ১ ঘন্টা ২৪ মিনিট | মঙ্গলবার |
Read More : ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪
যশোর টু চুয়াডাঙ্গা ট্রেনের ভাড়া ২০২৪
যশোর টু চুয়াডাঙ্গা ট্রেনের ভাড়া ২০২৪ অনুযায়ী এটি চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের ভাড়ার অনুরূপ।
S_CHAIR | ১০০ টাকা/- |
SNIGDHA | ১৮৪ টাকা/- |
AC_B | ৩৪৩ টাকা/- |
AC_S | ২২৫ টাকা/- |
উপসংহার
আজকের পোস্টে চুয়াডাঙ্গা থেকে যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে যশোর টু চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ সাল অনুযায়ী আপনাদের মাঝে উপস্থাপন করেছি।
আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।