আমরা অনেকে আছি যারা দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন না। আবার হঠাৎ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টের কথা মনে পড়ে যায়। তবে সমস্যাটি হচ্ছে আপনার ফেসবুক আইডি কি ছিল আপনি সেটাই ভুলে গিয়েছেন।
তবে আপনি কি জানেন? আপনাকে যদি মনে থাকে যে আপনি ঠিক কোন নাম্বার থেকে নিজের ফেসবুক আইডি খুলেছিলেন। তাহলে আপনি নিজের ফেসবুক আইডি আবারও ফিরে পেতে পারেন। জি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন।
মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা অনেক সহজ। আর যদি সেই নাম্বারটি আপনার নিজের হয়ে থাকে তাহলে তো কোন কথাই নয়। এছাড়া আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে। সেই নাম্বার থেকে যতগুলো ফেসবুক আইডি খোলা হয়েছে সবগুলো আপনি জানতে পারবেন।
Read More : ফেসবুকে ফলোয়ার দেখার উপায় কি? কারা ফলো করেছে জেনে নিন
মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম
এটা কেমন পদ্ধতি, কিভাবে কাজ করে, এমন কি কি করতে হবে সবকিছু আজকে আলোচনা করা হবে। আজকের আলোচনায় মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা শিখিয়ে দেব। এই পদ্ধতি অনুসরণ করার জন্য যা যা প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে –
- একটি মোবাইল কিংবা অন্য যে কোন ডিভাইস যেমন ট্যাব, ল্যাপটপ ও কম্পিউটার।
- এটি ইন্টারনেট কানেকশন। অথবা এমবি থাকলেও হবে।
- যে নম্বর থেকে ফেসবুক আইডি খুলেছিলেন সে নম্বরটি।
বাস এই অল্প কয়েকটি জিনিস হলেই হয়ে যাবে। এই জিনিসগুলো আপনার সাথে থাকলে যে মোবাইল নম্বর থেকে আপনি নিজের ফেসবুক আইডি খুলেছিলেন। সে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা যাবে। এই কাজ করার জন্য আপনাকে নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে।
- আপনি সরাসরি নিজের ফেসবুক অ্যাপ ওপেন করুন।
- ফেসবুকে অ্যাপ না থাকলে ক্রোম ব্রাউজার এর মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে পারেন।
- এরপর আপনাকে নিজের মোবাইল নম্বর বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে।
- তার নিচেই আপনি একটি অপশন দেখতে পারবেন ফরগট পাসওয়ার্ড (Forgot Password)।
- এই অপশনের উপর ক্লিক করুন।
- এরপর আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে।
- সেখানে আপনার অ্যাকাউন্ট অনুসন্ধান (Find Your Account) করার জন্য বলা হবে।
- সেখানে টাইপিং এর জন্য যে বক্সটি দেওয়া হয়েছে তার মধ্যে নিজের মোবাইল নম্বরটি লিখুন। এখানে সে মোবাইল নম্বরটি দিবেন যেটা দিয়ে আপনি নিজের ফেসবুক একাউন্ট খুলেছিলেন।
- তারপর নিচে সার্চ বাটনে ক্লিক করে দিন।
- এখন সেই মোবাইল নম্বর দিয়ে খোলা ফেসবুক আইডিগুলো আপনার সামনে দেখানো হবে।
- আপনি যদি সেই নম্বর দিয়ে একটি আইডি খুলেছেন তাহলে আপনি একটি আইডি দেখতে পারবেন।
- অথবা, আপনি বা অন্য কেউ সেই নাম্বার ব্যবহার করে আরও কয়েকটি আইডি খুলে থাকলে সকল আইডি সেখানে দেখানো হবে।
- এবার আপনার অ্যাকাউন্ট কোনটি সেটি আপনি সেখান থেকে দেখে নিবেন।
- এভাবেই আপনি সফলভাবে নিজের মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা শিখে গেলেন।
ধাপ-১ :
ধাপ-২ :
ধাপ-৩ :
Read More : ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম | সুবিধা এবং অসুবিধা
একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা ফেসবুক আইডি খোলা যায়?
ফেসবুকের প্রাইভেসি পলিসি অনুযায়ী একটি মোবাইল নম্বর দিয়ে কেবলমাত্র একটি ফেসবুক আইডি খোলা যায়। অর্থাৎ প্রতিজন একটি করে ফেসবুক আইডি চালাতে পারবেন।
তবে আপনার কাছে যদি একাধিক সিম কার্ড থেকে থাকে। তাহলে আপনি একাধিক আইডি খুলতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় একটি নাম্বার দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলা যায়। আজ থেকে দুই তিন বছর আগে এই প্রবণতা অনেক বেশি ছিল।
একই নাম্বার দিয়ে একাধিক ফেসবুক আইডি অনায়াসে খোলা যেত। কিন্তু যত দিন যাচ্ছে Facebook ততটাই আপডেট হচ্ছে। তারা নিজেদের ইউজারদের প্রাইভেসি নিয়ে অনেক চিন্তিত। এজন্য ফেসবুক সব সময় একটি নম্বর দিয়ে কেবলমাত্র একটি Facebook আইডি খোলার আগ্রহ যোগায়।
কিন্তু অনেকে আছেন যারা একটি নাম্বার দিয়ে একাধিক ফেসবুক আইডি ও প্রোফাইল চালান। এক্ষেত্রে একটি ফেসবুক আইডির সাথে অপর ফেসবুক আইডির কোন সম্পর্ক থাকে না। কিন্তু এই সকল আইডি একটি নম্বর দিয়েই খোলা হয়।
এক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ চাইলে সেই নাম্বারের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। অথবা তারা সেই নাম্বার দিয়ে খোলা সকল ফেসবুক আইডি নিষ্ক্রিয় করে দিতে পারে। যা আমরা প্রতিনিয়তই দেখতে পারি।
যারা যারা একটি নাম্বার দিয়ে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করেন। তাদের ক্ষেত্রে তাদের আইডি নিষ্ক্রিয় হওয়ার ঝুঁকি অনেক বেশি। তাই সব সময় চেষ্টা করবেন একটি নাম্বার দিয়ে কেবলমাত্র একটি ফেসবুক আইডি চালাবেন।
এতে আপনার আইডি কোন জটিল সমস্যার সম্মুখীন হবে না। তাছাড়াও ফেসবুক আইডি ডিজেবল ও লক হওয়া থেকে বেঁচে থাকবে।
পুরাতন পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগইন করা যায় কি না?
পুরাতন পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগইন করার কোন নিয়ম নেই। কেউ যদি চায় যে তার পুরাতন পাসওয়ার্ড দিয়ে তার ফেসবুক আইডি লগইন করবে তাহলে এটি সম্ভব না। কেননা ফেসবুক সব সময় আপডেট পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগইন করতে হয়।
আপনার সাথে যদি এমন কোন ঘটনা হয়ে থাকে যে, আপনি যে ফেসবুকের পাসওয়ার্ড নতুন করে চেঞ্জ করার পর পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন। এখন আর সেই পাসওয়ার্ডটি মনে আসছে না। যার কারণে নিজের ফেসবুক আইডি লগইন করতে অক্ষম হয়েছেন।
তবে এখানে ঘাবড়ানোর কোন কিছু নয়। আপনি চাইলে নিজের ফেসবুক আইডি লগইন করতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় শর্ত হচ্ছে, যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি খোলা সেই নাম্বার আপনার কাছে থাকতে হবে।
তারপর আপনি যখন ফেসবুকে লগইন করবেন তখন আপনার আইডির সেই নম্বরটি বসাবেন। এরপর পাসওয়ার্ড মনে না থাকলে “ফরগট পাসওয়ার্ড” করবে। এরপর আপনাকে আপনার সেই মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হবে। কোডটি মোট ছয় সংখ্যার হবে।
সেই কোড আপনাকে পুনরায় ফেসবুকে বসিয়ে নিজের আইডি ভেরিফাই করতে হবে। একবার ভেরিফাই করে নিলে ফেসবুক আপনাকে আবারো নতুন করে পাসওয়ার্ড বসানোর সুযোগ দেবে। এবার আপনি যে নতুন পাসওয়ার্ডটি সিলেক্ট করবেন। সেটি ভালোভাবে মনে রাখবেন।
কেননা পরবর্তীতে লগইনের সময় আপনাকে এই পাসওয়ার্ডটি দিতে হবে। এভাবে আপনি নিজের আইডিতে লগইন করতে পারবেন। এ নতুন পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ফেসবুকের আপডেট পাসওয়ার্ড। আশা করছি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনি ভালোভাবে বুঝে গিয়েছেন।