ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

বাংলাদেশে রেলওয়ের সেবা খুবই গতিময় এবং সহজলভ্য। ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হলে, আমরা আমাদের স্থানীয় রেলওয়ে স্টেশন অথবা অনলাইনে সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যবহার করতে পারি।

এই সংশ্লিষ্ট সংস্থাগুলি নানা মাধ্যমে ব্যাপক তথ্য প্রদান করে থাকে। যা থেকে ট্রেনের সময়সূচি, ভাড়া ও অন্যান্য বিষয়ে জানা যায়। বর্তমানে, ঢাকা টু জামালপুর যাওয়া ট্রেনগুলো ভিন্ন ভিন্ন সময়ে উপলব্ধ আছে। বেশ কিছু ট্রেন সরকারী এবং কিছু ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে চালু হয়েছে।

তাই আজকে এই বিষয়েই সম্পূর্ণ তথ্যবহুল পোস্ট লিখবো। যাতে ঢাকা থেকে জামালপুর ট্রেনের সময়সূচি ও ভাড়াসমূহ আপনি জানতে পারেন। আপনাকে নানা তথ্য দিয়ে সন্তুষ্ট করায় আমাদের ওয়েবসাইটের মূল লক্ষ্য। আশা করি সম্পূর্ণ আলোচনা পড়বেন।

Read More : ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ২০২৪

ঢাকা টু জামালপুর রেলওয়ে রুটে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের মোট ৫টি ট্রেন চলাচল করে। ট্রেনগুলোর নাম ভিন্ন ভিন্ন এবং এ সকল ট্রেন ভিন্ন ভিন্ন সময়ে যাত্রীগণের জন্য উপলদ্ধ থাকে। ৫টি ট্রেনের নাম হচ্ছে –

  1. TISTA EXPRESS (707) – তিস্তা এক্সপ্রেস (৭০৭)
  2. JAMALPUR EXPRESS (799) – জামালপুর এক্সপ্রেস (৭৯৯)
  3. AGHNIBINA EXPRESS (735) – অগ্নিবীনা এক্সপ্রেস (৭৩৫)
  4. JAMUNA EXPRESS (745) – যমুনা এক্সপ্রেস (৭৪৫)
  5. BHRAMMAPUTRA EXPRESS (743) – ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩)

সময়সূচী

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
তিস্তা এক্সপ্রেস (৭০৭)সকাল ০৭:৩০ মিনিট৩ ঘন্টা ৪০ মিনিটসোমবার
জামালপুর এক্সপ্রেস (৭৯৯)সকাল ১০:০০ মিনিট৩ ঘন্টা ৪০ মিনিটরবিবার
অগ্নিবীনা এক্সপ্রেস (৭৩৫)সকাল ১১:৩০ মিনিট৩ ঘন্টা ৪৬ মিনিটকোনো ছুটি নেই
যমুনা এক্সপ্রেস (৭৪৫)বিকাল ০৪:৪৫ মিনিট৪ ঘন্টা ৩৭ মিনিটকোনো ছুটি নেই
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩)সন্ধ্যা ০৬:১৫ মিনিট৪ ঘন্টা ১৫ মিনিটকোনো ছুটি নেই

এই ট্রেনগুলোর সময়সূচি ভালোভাবে দেখে নিয়ে নিজের সুবিধামতো এমন ট্রেন বাছাই করুন যার মধ্যে আপনি আরামে সফর করতে পারবেন। বলার উদ্দেশ্য আপনি যে সময়ে সফর করতে ভালোবাসেন সে সময়ে যে ট্রেনটির শিডিউল আছে তাতেই যাত্রা করুন।

কেউ রাতে সফর করতে ভালোবাসেন, কেউ সকালে আর কেউ কেউ বিকালে সফর করতে আনন্দ পায়। তবে ঢাকা হতে জামালপুর ট্রেনে যাত্রা দীর্ঘক্ষণের কাজেই নিজের সুবিধামতো ট্রেনটিতেই যাত্রা করুন।

ঢাকা টু জামালপুর ট্রেনের ভাড়া ২০২৪

ঢাকা টু জামালপুর ট্রেনে করে যাত্রা করতে প্রায় ৪ ঘন্টা বা তারও বেশি সময় লেগে যায়। এত বড় দূরত্বে ট্রেনের ভাড়াও বেশি হবে এটিই স্বাভাবিক। তবে অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনে যাত্রা করা নিরাপদ এবং এটি দ্রুত পৌঁছে দিতে পারে।

ভাড়াও তেমন একটা বেশি নয়। আমি নিচে ঢাকা থেকে জামালপুর ট্রেনের ভাড়ার তালিকা দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে নিজের বাজেটের ভিত্তিতে পছন্দের আসনের ভাড়া দেখে নিন।

SHOVAN১৬০ টাকা/-
S_CHAIR১৯০ টাকা/-
F_SEAT২৯৪ টাকা/-
SNIGDHA৩৬৮ টাকা/-
AC_S৪৩৭ টাকা/-

Read More : ঢাকা থেকে নারায়ণগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা টু জামালপুর ট্রেনের ভাড়া ২০২৪

কমলাপুর থেকে জামালপুর ট্রেনের সময়সূচী ২০২৪

কমলাপুর রেলওয়ে স্টেশনই সাধারণত ঢাকা রেলওয়ে স্টেশন নামে পরিচিত। ঢাকা শহরের মধ্যে মোট তিনটি রেলওয়ে স্টেশন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেলওয়ে স্টেশন। বাকি অপর দুটি হচ্ছে, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনকে অনেকেই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের নামে জেনে থাকেন। উপরে আমি ট্রেনের যে সময়সূচীগুলো আলোচনা করেছি এগুলো সব কমলাপুর রেলওয়ে স্টেশন হতে জামালপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনের সময়সূচী। অর্থাৎ যারা কমলাপুর থেকে জামালপুর ট্রেনের সময়সূচী জানতে চাচ্ছেন তারা উপরের সময়সূচী দেখে নিন।

এয়ারপোর্ট টু জামালপুর ট্রেনের সময়সূচী ২০২৪

ঢাকা শহরের অন্যতম বিশাল একটি রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। ঢাকা শহরের লোকজন এয়ারপোর্ট বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে জামালপুরের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করে থাকেন।

যারা এই রুটে ট্রেনে যাত্রা করতে চাচ্ছেন অথচ ট্রেনের সময়সূচি জানা নেই। তাদের উদ্দেশ্যে নিচে এয়ারপোর্ট টু জামালপুর ট্রেনের সময়সূচী উপস্থাপন করে দিচ্ছি। তবে উপরে যে ৫টি ট্রেনের নাম দেখেছেন এই একই ট্রেনগুলি এয়ারপোর্ট টু জামালপুর এর উদ্দেশ্যে গমন করে।

তবে কমলাপুর তথা ঢাকা রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন দুই জায়গায় ভিন্ন ভিন্ন সময়সূচিতে এই ট্রেনগুলো চলাচল করে। এয়ারপোর্ট থেকে জামালপুর এই ট্রেনগুলোর সময়সূচি নিম্নরূপ –

সময়সূচী

ট্রেনের নামসময়সূচিযাত্রার সময়ট্রেনের ছুটির দিন
তিস্তা এক্সপ্রেস (৭০৭)সকাল ০৭:৩০ মিনিট৩ ঘন্টা ৪০ মিনিটসোমবার
জামালপুর এক্সপ্রেস (৭৯৯)সকাল ১০:০০ মিনিট৩ ঘন্টা ৪০ মিনিটরবিবার
অগ্নিবীনা এক্সপ্রেস (৭৩৫)সকাল ১১:৩০ মিনিট৩ ঘন্টা ৪৬ মিনিটকোনো ছুটি নেই
যমুনা এক্সপ্রেস (৭৪৫)বিকাল ০৪:৪৫ মিনিট৪ ঘন্টা ৩৭ মিনিটকোনো ছুটি নেই
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩)সন্ধ্যা ০৬:১৫ মিনিট৪ ঘন্টা ১৫ মিনিটকোনো ছুটি নেই

Read More : ঢাকা থেকে রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

উপসংহার

আজকের পোস্টে ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে এয়ারপোর্ট টু জামালপুর ট্রেনের সময়সূচী ২০২৪ আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

Leave a Comment