আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে আমাদের আশেপাশে কিংবা বাড়িতেই অনেকের স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্যে প্রয়োজন সেই সমস্যার উপর দীর্ঘ পড়ালেখা করা একজন বিশেষজ্ঞ ডাক্তার। সেভাবেই একটি বড় স্বাস্থ্য সমস্যা বা মেডিক্যাল সমস্যা হচ্ছে “স্ত্রীরোগ”।
যেটিকে আমরা সকলেই গাইনোকোলজি নামে চিনে থাকি। এই সমস্যা সমাধানের জন্যে প্রয়োজন একজন বিশেষজ্ঞ গাইনোলজিস্ট। বাংলাদেশে অনেক বড় বড় গাইনি ডাক্তার বা গাইনোলজিস্ট আছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ডাক্তারগণ ঢাকা পিজি হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসা দিয়ে থাকেন।
ঢাকার পিজি হাসপাতাল জনগণের আস্থার কেন্দ্র এবং অত্যান্ত সুপরিচিত একটি হাসপাতাল। যার কারণে অনেকে পিজি হাসপাতালের গাইনি ডাক্তারদের দ্বারা চিকিৎসা নিতে চান। বিগত আলোচনায়ও আমি জানিয়েছিলাম পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়ম এবং পিজি হাসপাতালের মোবাইল নাম্বার সম্পর্কে।
কিন্তু আমার আজকের আলোচনায় আমি পিজি হাসপাতালের গাইনি ডাক্তারদের তালিকা আপনাদের সামনে প্রকাশ করবো। এই তালিকার মাধ্যমে গাইনি বিভাগে চিকিৎসা নিতে চাওয়া রোগীরা অনেক উপকৃত হতে পারবেন বলে আমি আশাবাদী।
পিজি হাসপাতালের গাইনি ডাক্তারদের তালিকা
প্রফেসর ডাঃ সায়েবা আক্তার MBBS, FCPS (OBGYN), FCPS (PAK), FICMCH (IN), DRH (UK) স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ এবং সার্জন প্রাক্তন অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
প্রফেসর ডাঃ জেসমিন বানু MBBS, MS (OBGYN) স্ত্রীরোগ, প্রসূতি, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক, প্রজনন এন্ডোক্রিনোলজি এবং বন্ধ্যাত্ব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
প্রফেসর ডাঃ বেগম নাসরিন MBBS, FCPS (OBGYN), MS (OBGYN) ল্যাপারোস্কোপিক সার্জারি এবং বন্ধ্যাত্ব (সিঙ্গাপুর ও ভারত) প্রশিক্ষণপ্রাপ্ত স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং সার্জন অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
ডাঃ নার্গিশ খানম MBBS, BCS (স্বাস্থ্য), FCPS (OBGYN), FCPS Thesis (বন্ধ্যাত্ব), CPD (UK), DMU (USG) ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) এবং বন্ধ্যাত্ব (ভারত) বিষয়ে বিশেষ প্রশিক্ষণ স্ত্রীরোগ, প্রসূতি, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন পরামর্শদাতা, বন্ধ্যাত্ব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
প্রফেসর ডাঃ লতিফা শামসুদ্দিন MBBS, FCPS (OBGYN-BD), FCPS (OBGYN-PK), FICS (USA) স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ এবং সার্জন যেমন অধ্যাপক ও চেয়ারম্যান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
ডাঃ ফারজানা শারমিন শুভ্রা MBBS, FCPS (OBGYN) ল্যাপারোস্কোপি এবং বন্ধ্যাত্ব (ভারত) বিষয়ে উন্নত প্রশিক্ষণ স্ত্রীরোগ, প্রসূতি, উচ্চ ঝুঁকি গর্ভাবস্থা বিশেষজ্ঞ এবং সার্জন সহকারী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
প্রফেসর ডাঃ শিরিন আক্তার বেগম MBBS, DGO, MCPS, MS (OBGYN) স্ত্রীরোগ, প্রসূতি, স্ত্রীরোগ সংক্রান্ত ক্যান্সার বিশেষজ্ঞ এবং সার্জন অধ্যাপক, গাইনোকোলজিক্যাল অনকোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
প্রফেসর ডাঃ ফাহমিদা জাবিন MBBS, FCPS (OBGYN), MMED (DU) স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ এবং সার্জন অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
প্রফেসর ডাঃ নাহরীন আখতার MBBS, DGO, FCPS (OBGYN) স্ত্রীরোগ, প্রসূতি, উচ্চ ঝুঁকি গর্ভাবস্থা বিশেষজ্ঞ এবং সার্জন প্রফেসর ও হেড, ফিটোমেটারনাল মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
প্রফেসর ডাঃ জান্নাতুল ফেরদৌস MBBS (DMC), FCPS (OBGYN), FCPS (গাইনোকোলজিক্যাল অনকোলজি) গাইনোকোলজিক্যাল ক্যান্সার বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
প্রফেসর ডাঃ সাবেরা খাতুন MBBS (Dhaka), FCPS (OBGYN), FICS, Fellow in Gyne Oncology (UK & SG) গাইনোকোলজিক্যাল ক্যান্সার বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক, গাইনোকোলজিক্যাল অনকোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
ডাঃ সালমা আক্তার মুনমুন MBBS, MCPS, FCPS (OBGYN) স্ত্রীরোগ, প্রসূতি, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন পরামর্শদাতা, প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
প্রফেসর ডাঃ শাহীন আরা আনোয়ারী MBBS, FCPS (OBGYN), MS (OBGYN) স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ এবং সার্জন সহকারী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
ডাঃ সুমাইয়া আক্তার MBBS, BCS (Health), FCPS (Reproductive Endocrinology & Infertility) স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং সার্জন পরামর্শদাতা, প্রজনন এন্ডোক্রিনোলজি এবং বন্ধ্যাত্ব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
ডাঃ বিলকিস ফেরদৌস MBBS, DGO, FCPS (OBGYN) স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
ডাঃ পারভীন সুলতানা MBBS, DGO, FCPS (OBGYN) স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ এবং সার্জন প্রাক্তন পরামর্শক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল |
গাইনি বিশেষজ্ঞ ডাক্তার এর কাজ কি?
একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে গাইনোকোলজিস্ট বলা হয়। গাইনি অর্থ হচ্ছে স্ত্রীরোগ। অর্থাৎ একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার বা গাইনোকোলজিস্ট মেয়েদের বিভিন্ন রোগ যেমন : প্রসূতি সমস্যা, বন্ধ্যাত্বতা, ল্যাপারোস্কোপিক, গাইনোকোলজিক্যাল ক্যান্সার, স্ত্রীরোগ, উচ্চ ঝুঁকি গর্ভাবস্থা ইত্যাদির চিকিৎসা করে থাকেন।
Read More : পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে? এবং পিজি হাসপাতাল লোকেশন
প্রথম অ্যাপয়েন্টমেন্টে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাজ কি?
প্রথম অ্যাপয়েন্টমেন্টে স্ত্রীরোগ বিশেষজ্ঞের বেশ কয়েকটি কাজ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে
- রোগীর সমস্যা শুনা।
- রোগীকে পর্যবেক্ষণ করা।
- রোগীর সমস্যা ও রোগ চিহ্নিত করে নিশ্চিত হওয়া।
- প্রেসক্রিপশন লেখা।
- রোগীর করণীয়, প্রতিকার, সাবধানতা সম্পর্কে জানানো ও রোগীকে পরামর্শ দেওয়া।
- কোনো টেস্ট প্রয়োজন হলে রোগীকে তা করতে বলা।
মেয়েদের জন্য কোন ডাক্তার ভালো?
নিঃসন্দেহে মেয়েদের জন্য একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভালো। যিনাকে গাইনি ডাক্তার বা গাইনোকোলজিস্ট বলা হয়। একজন গাইনোকোলজিস্ট মেয়েদের নানা রজার উপর পড়ালেখা করে চিকিৎসা প্রদানে সক্ষম হন। স্ত্রীরোগসহ মেয়েদের প্রায় প্রত্যেকটি রোগের চিকিৎসা গাইনোকোলজিস্ট করে থাকেন।
উপসংহার
আজকে ঢাকা পিজি হাসপাতালের গাইনি ডাক্তারদের তালিকাউপস্থাপন করা হয়েছে। তাছাড়া মেয়েদের রোগ ও চিকিৎসা নিয়ে প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়েছে। একজন গাইনি ডাক্তারের সঠিক পরিচয়, তিনার কাজ ইত্যাদি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এসকল তথ্য উপরের আলোচনায় পেয়ে যাবেন।
আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।