খুলনা থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা জেলা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি বৃহত্তম জেলা ও শহর অপরদিকে বেনাপোল হচ্ছে বাংলাদেশের পশ্চিমে অবস্থিত যশোর জেলার একটি উপজেলা। তবে উপজেলা হলেও বেনাপোল শহরটি বা উপজেলাটি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষের কাছে পরিচিত। এর প্রধান কারণ হচ্ছে উপজেলাটি ভারত-বাংলাদেশ বর্ডারে অবস্থিত।

এই উপজেলাটি বাংলাদেশের পশ্চিমে ভারতীয় সীমানার সাথে লেগে আছে। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ভারত থেকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করার জন্য বেনাপোল বর্ডার ব্যবহার করা হয়। যার কারণে এটি অত্যন্ত পরিচিত একটি উপজেলা।

ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ কিংবা ব্যক্তিগত নানা কাজে খুলনা জেলা হতে লোকজন বেনাপোল উপজেলায় যাতায়াত করে থাকেন। তাই আজকে আলোচনার বিষয় এটিই বেছে নিয়েছি। আজকে আলোচনা করা হবে খুলনা থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। যারা ট্রেনের মাধ্যমে যাতায়াত করে খুলনা থেকে বেনাপোল যেতে চাচ্ছেন তারা আজকের আলোচনা দ্বারা উপকৃত হবেন।

Read More : যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী ২০২৪

আপনি যদি অনলাইনে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে খুলনা থেকে বেনাপোল যাওয়ার জন্য ট্রেন খুঁজেছেন তাহলে শতভাগ নিশ্চিত আপনি কোনো ট্রেন পাননি। এর কারণ হচ্ছে খুলনা থেকে বেনাপোল যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের কোনো অফিসিয়াল ট্রেন বরাদ্দ করা নেই।

যেহেতু অফিসিয়াল কোনো ট্রেন এই রুটে চলাচল করে না তাই বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে কোনো ট্রেনের সন্ধান পাবেন না। সাথে অনলাইনে টিকেট ক্রয় করার ক্ষেত্রেও কোনো তথ্য পাবেন না। তবে খুলনা থেকে বেনাপোল যাওয়ার জন্য ২টি কমিউটার ট্রেন চলাচল করে। কমিউটার ট্রেন দুটি দৈনিক চলাচল করে থাকে। এদের নাম হচ্ছে –

  1. BETNA EXPRESS-1 (53) / বেতনা এক্সপ্রেস-১ (৫৩)
  2. BETNA EXPRESS-3 (94) / বেতনা এক্সপ্রেস-৩ (৯৫)

সময়সূচী

ট্রেনের নাম সময়সূচি যাত্রার সময় ট্রেনের ছুটির দিন
বেতনা এক্সপ্রেস-১ (৫৩) সকাল ০৬:৪৫ মিনিট ২ ঘন্টা ১০ মিনিট কোনো ছুটি নেই
বেতনা এক্সপ্রেস-৩ (৯৫) দুপুর ১২:৪০ মিনিট ২ ঘন্টা ১০ মিনিট কোনো ছুটি নেই

Read More : খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা থেকে বেনাপোল ট্রেনের ভাড়া ২০২৪

যেহেতু খুলনা থেকে বেনাপোল যাওয়ার ট্রেন দুটি কমিউটার ট্রেন। কাজেই এর মধ্যে কেবল ১ প্রকার আসন উপলব্ধ থাকে। যেটি হচ্ছে “শোভন” আসন। এছাড়া আর কোনো আসন উপলব্ধ নেই। ট্রেনটি ২ ঘটনা ১০ মিনিট যাত্রা করে খুলনা থেকে যাত্রীদের বেনাপোল পৌঁছে দেয়।

এতো কম সময়ের যাত্রায় শোভন আসনে যাত্রীদের তেমন কোনো ভোগান্তি হয় না। এছাড়াও “এসি” আসনের তেমন কোনো বিশেষ প্রয়োজন নেই। খুলনা থেকে বেনাপোল কমিউটার ট্রেনের ভাড়া হচ্ছে –

আসনের নাম টিকেট মূল্য
শোভন ৪৫/- টাকা

খুলনা থেকে বেনাপোল কত কিলোমিটার?

আগেই বলেছি খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। আর যশোর জেলার অন্তর্ভুক্ত বেনাপোল উপজেলা বাংলাদেশের পশ্চিমে অবস্থিত সীমান্তবর্তী উপজেলা। এই দুই স্থানের মাধবর্তী দূরত্ব অনুমানিকভাবে বলা সম্ভব হলেও আসল দূরত্ব বলা সম্ভব নয়। রেলওয়ে বাদে খুলনা থেকে বেনাপোল যাওয়ার জন্য যশোর – সাতক্ষীরা মহাসড়ক/সাতক্ষীরা – কলারোয়া সড়কটি ব্যবহার করা হয়। এই যাত্রাপথে খুলনা থেকে বেনাপোল এর দূরত্ব হচ্ছে ১০৭.৫ কিলোমিটার (প্রায়)

Read More : খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

খুলনা থেকে বেনাপোল যাওয়ার জন্য ট্রেনের টিকেট ক্রয়

ইতোমধ্যে জেনে গিয়েছি খুলনা থেকে বেনাপোল যাওয়ার জন্য ২টি কমিউটার ট্রেন রয়েছে। যাদের কমিউটার ট্রেন সম্পর্কে কোনো প্রকার ধারণা নেই তাদের উদ্দেশ্যে আমি কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করবো। যেমন :

  • কমিউটার ট্রেনের টিকেট অনলাইনে পাওয়া যায় না।
  • কমিউটার ট্রেনগুলোর তথ্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে উপলব্ধ নেই।
  • এর ট্রেনের টিকেট সরাসরি স্টেশনের টিকেট কাউন্টার থেকে ক্রয় করতে হয়।
  • কেউ যদি টিকেট কাউন্টার থেকে টিকেট ক্রয় করতে না পারেন তাহলে সমস্যা নেই।
  • কমিউটার ট্রেনের ভিতরে ভ্রাম্যমান টিটিই’র মাধ্যমেও কমিউটার ট্রেনের টিকেট সংগ্রহ করা যায়।
  • চেষ্টা করবেন টিকেট ক্রয় করে কমিউটার ট্রেনে যাতায়াত করার।
  • ভাগ্যক্রমে টিকেট কিনতে না পারলে ট্রেনের মধ্যে টিকেট ক্রয় করে নিন। বিনা টিকেটে রেল ভ্রমণ আইনত দন্ডনীয় অপরাধ।

উপসংহার

আজকের পোস্টে খুলনা থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। তাছাড়া কোন কোন ট্রেন রয়েছে এবং তাদের কার্যদিবসও বিস্তারিত জানানো হয়েছে। অতিরিক্তভাবে ট্রেনের টিকেট ক্রয় করা নিয়ে যাত্রীগণদের উদ্দেশ্যে কিছু পরামর্শ আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

আশা করছি পোস্টটি আপনার কাছে উপকারী মনে হয়েছে। তাই পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কোনো কিছু বলার ও জানার থাকলে কমেন্ট করুন। শতভাগ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।

তাছাড়া বিভিন্ন স্থানের ট্রেনের সময়সূচি জানতে আমাদের ওয়েবসাইটের মেনুবার থেকে “Travel” এ ক্লিক করে আপনার পছন্দের স্থানের ট্রেনের সময়সূচি সহজে জেনে নিন।

Leave a Comment